'দিদি নম্বর ১'-এর পর মহিলাদের রিয়্যালিটি শো-হিসাবে জনপ্রিয়তা পেয়েছে লাখ টাকার লক্ষ্মীলাভ। এই শো-এর জনপ্রিয়তা এখন বাংলার ঘরে ঘরে। অসামান্য সাফল্যের পর দাপটের সঙ্গে চলছে এর সিজন ২। সঞ্চালিকার ভূমিকায় সুদীপ্তা চক্রবর্তী। আর এই মঞ্চে দাঁড়িয়েই এক মহৎ কাজের দায়িত্ব নিলেন টলিকুইন কোয়েল মল্লিক। তাঁর এই উদ্যোগে মুগ্ধ অনুরাগীরা।
কোয়েল মল্লিকের অনুরাগীর সংখ্যা অগুণিত। তাঁর নামের সঙ্গে কোনও বিতর্ক জড়িয়ে নিই। টলিউডে তিনি মিষ্টি নায়িকা হিসাবেই খ্যাতি লাভ করেছেন। সেই কোয়েল মল্লিককেই দেখা যাবে লাখ টাকার লক্ষ্মীলাভ শো-তে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে নতুন রূপে আসছে এই রিয়্যালিটি শো। আর তার প্রথম পর্বেই থাকবেন কোয়েল মল্লিক। এই অনুষ্ঠানে এক মহিলা এসেছিলেন সন্তানের চিকিৎসার খরচ সংগ্রহ করতে। মহিলার কন্যার মূত্রনালীতে সংক্রমণ। চিকিৎসক জানিয়েছেন, অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু রিয়্যালিটি শো-তে পরাজিত হন সেই মহিলা এবং তিনি ভেঙে পড়েন। তখন কোয়েল সেই মঞ্চেই জানান, ওই বাচ্চার অস্ত্রোপচারের দায়িত্ব তিনি নেবেন।
কোয়েল বলেন, এই শো অনেক মহিলার স্বপ্নপূরণের জায়গা এখন। কিন্তু সবাই তো লাখ টাকা নিয়ে যেতে পারে না, খেলায় হার-জিত আছে। যারা বিজয়ী হতে পারল না,তারা কিন্তু পুরোপুরি হেরে যায় না। এই শো কাউকে খালি হাতে ফেরায় না। সব রাউন্ডেই কিছু না কিছু প্রাপ্তি ঘটে সবার। এছাড়া লক্ষ্মী ব্যাঙ্কেরও ব্যবস্থা আছে। সব মিলিয়ে মেয়েদের স্বপ্নপূরণের জন্য এর থেকে ভাল জায়গা আর কিছু হতে পারে না। এই শোতে এসে পরাজিত হন ওই মহিলা। অথচ তাঁর প্রচুর অর্থের প্রয়োজন সন্তানের চিকিৎসার জন্য। তখন কোয়েল জানান যে তিনি ওই শিশুর অস্ত্রোপচারের সব দায়িত্ব নেবেন। আসলে কোয়েল নিজেও দুই সন্তানের মা, তাই তিনি মায়েদের কষ্টটা বোঝেন।
চলতি বছরে কোয়েলের সোনার কেল্লায় যকের ধন মুক্তি পেয়েছে। তবে এই মুহূর্তে আর তাঁকে বড়পর্দায় দেখা যাচ্ছে না। মহালয়ার দিন সকালে মহিষাসুরমর্দিনী হয়ে দেখা দেবেন কোয়েল। এই বছর কবীর ও কাব্যকে নিয়ে দুর্গাপুজোয় আনন্দ করবেন কোয়েল।