টলিউড কুইন কোয়েল মল্লিক এখন দুই সন্তানের মা। ৪২ বছর বয়সে কোয়েল জন্ম দিয়েছেন তাঁর দ্বিতীয় সন্তানের। কোয়েল ও নিসপালের ঘর আলো করে এসেছে তাঁদের কন্যা। আপাতত বড়পর্দা থেকে দূরেই রয়েছেন নায়িকা। কন্যার জন্ম হওয়ার পর থেকেই তাঁকে আড়ালেই রেখেছেন আর সব টলিউড তারকা অভিভাবকদের মতোই। এমনকী মেয়ের নামও জানা যায়নি এতদিন। তবে এবার কোয়েল-কন্যার নাম জানা গেল। ছেলে কবীরের সঙ্গে নাম মিলিয়েই রাখা হয়েছে তার নাম।
গত বছরের ১৪ ডিসেম্বর কোয়েল জন্ম দেন ফুটফুটে কন্যার। সোশ্যাল মিডিয়ায় একটি কার্ড শেয়ার করে সেই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন নায়িকা ও নিসপাল। কিন্তু মেয়ের বয়স ৪ মাস হলেও তাকে সকলের সামনেও যেমন নিয়ে আসেননি তেমনি মেয়ের নামও ঘোষণা করেননি। তবে এবার কোয়েল-নিসপাল তাঁদের মেয়ের নাম জানিয়ে দিলেন। বাংলা নববর্ষের দিন কোয়েল তাঁর সোশ্যাল মিডিয়া পেজে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কার্ড শেয়ার করেন। আর সেখানেই কোয়েল তাঁর পরিবারের চার সদস্যের নাম লিখেছেন। সেখানে পুত্র কবীরের পাশে লেখা রয়েছে কন্যা কাব্যর নাম। আর সেখান থেকেই স্পষ্ট যে কোয়েল কন্যার নাম কাব্য।
মা হওয়ার পর জানুয়ারিতেই প্রথম ক্যামেরার সামনে আসেন কোয়েল। সেই সময় তিনি জানিয়েছিলেন যে তাঁর মেয়ের জন্মটা ছেলের ম্যানিফেস্টেশন। সেই সময় পর্যন্ত মেয়ের নামকরণ করেননি কোয়েল-নিসপাল। তবে বোনকে কবীর পুচকি বলে ডাকে, জানিয়েছিলেন কোয়েল। মাতৃত্বের অনুভূতি নিয়ে কোয়েল বলেন, ‘খুব সুন্দর একটা অনুভূতি। সবচেয়ে সুন্দর অনুভূতিগুলো তো ভাষায় প্রকাশ করা যায় না। কবীরের জন্মের সময়ও একইরকম অনুভূতি ছিল। ভগবানের কী সৃষ্টি! এখন তো কবীর বড় হয়েছে। ও বোনের নাম দিয়েছে পুচকি। ওকে পুতুল ভেবে চটকায়। কী সুন্দর দিনগুলো কেটে যাচ্ছে’।
তবে কোয়েলের কথায় মেয়ে কবীরের চেয়ে অনেক শান্ত। নায়িকা এও জানিয়েছেন যে তাঁর মেয়ের মুখ নাকি মায়ের মতোই, কোয়েলের শ্বশুরবাড়ির সকলেই সেটা বলেছে। তবে এখনই শ্যুটিংয়ে ফিরছেন না কোয়েল। বেশ কিছু ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। এত তাড়াতাড়ি কাজে ফিরতে চাইছেন না টলি কুইন। বরং দুই সন্তানকে নিয়ে ব্যক্তিগত সময় কাটাতে চান নায়িকা।