Advertisement

Koel Mallick: হলুদ ঘাগরায় মায়ের কোলে কাব্য, সপ্তমীতে মেয়ের মুখ দেখালেন কোয়েল

Koel Mallick: হলুদ রঙের ঘাগরা, ফর্সা মুখে একগাল হাসি, চুল বাঁধা। মায়ের কোলে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিলে কাব্য। সপ্তমীর দিন মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন কোয়েল মল্লিক। মল্লিক বাড়ির পুজোতে স্বপরিবারে রয়েছেন নায়িকা।

কোয়েল মল্লিককোয়েল মল্লিক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Sep 2025,
  • अपडेटेड 3:59 PM IST
  • গত বছরের ১৪ ডিসেম্বর কোয়েল জন্ম দেন ফুটফুটে কন্যার।

হলুদ রঙের ঘাগরা, ফর্সা মুখে একগাল হাসি, চুল বাঁধা। মায়ের কোলে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিলে কাব্য। সপ্তমীর দিন মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন কোয়েল মল্লিক। মল্লিক বাড়ির পুজোতে স্বপরিবারে রয়েছেন নায়িকা। আর এদিনই একরত্তিকে সকলের সামনে নিয়ে এলেন কোয়েল ও নিসপাল। বেশ কয়েক মাস ধরেই কাব্যর মুখ দেখার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন কোয়েলের ভক্ত-অনুরাগীরা।

গত বছরের ১৪ ডিসেম্বর কোয়েল জন্ম দেন ফুটফুটে কন্যার। সোশ্যাল মিডিয়ায় একটি কার্ড শেয়ার করে সেই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন নায়িকা ও নিসপাল। কিন্তু মেয়ের বয়স ৯ মাস হলেও তাকে এতদিন আড়ালেই রেখেছিলেন কোয়েল ও নিসপাল। কিন্তু মল্লিক বাড়ির পুজোতে একদিকে অতিথি সমাগম আর একদিকে সাধারণ দর্শনার্থী। মেয়ে কাব্যর ছবি সামনে চলেই আসবে। তাই তার আগেই সপ্তমীর সকালেই মেয়ের মুখ দেখিয়ে দিলেন কোয়েল ও নিসপাল। 

এ বছর মল্লিক বাড়ির পুজো শতবর্ষ পেরিয়ে। তারওপর কোয়েলের কোলজুড়ে এসেছে মেয়ে। দুই সন্তান ও নিসপালকে নিয়ে বাড়ির পুজোয় মাতলেন নায়িকা। বাবার কোলে বসে খিলখিলিয়ে হাসছে ছোট্ট কাব্য। কোয়েল কন্যাকে দেখে সকলেই তাকে আদরে-ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। এদিন কোয়েল পরেছিলেন হালকা নীল রঙের শাড়ি, নিসপালও স্ত্রীর সঙ্গে ম্যাচিং করে পাঞ্জাবি পরেছেন। আর কাব্য আর কবীরের পোশাকের রং হলুদ। ৪২ বছর বয়সে কোয়েল জন্ম দিয়েছেন তাঁর দ্বিতীয় সন্তানের। 

আরও পড়ুন

এই বছর নববর্ষের দিনই কোয়েল তাঁর মেয়ের নাম জানিয়ে দেন। কোয়েল জানিয়েছিলেন যে তাঁর মেয়ের জন্মটা ছেলের ম্যানিফেস্টেশন। সেই সময় পর্যন্ত মেয়ের নামকরণ করেননি কোয়েল-নিসপাল। তবে বোনকে কবীর পুচকি বলে ডাকে, জানিয়েছিলেন কোয়েল। মাতৃত্বের অনুভূতি নিয়ে কোয়েল বলেন, ‘খুব সুন্দর একটা অনুভূতি। সবচেয়ে সুন্দর অনুভূতিগুলো তো ভাষায় প্রকাশ করা যায় না। কবীরের জন্মের সময়ও একইরকম অনুভূতি ছিল। ভগবানের কী সৃষ্টি! এখন তো কবীর বড় হয়েছে। ও বোনের নাম দিয়েছে পুচকি। ওকে পুতুল ভেবে চটকায়। কী সুন্দর দিনগুলো কেটে যাচ্ছে’। 

Advertisement

কাব্য হওয়ার আগে থেকেই বড়পর্দা থেকে দূরে ছিলেন কোয়েল। ফিল্মি পার্টিতে দেখা গেলেও সিনেমায় তাঁকে দেখা যায়নি। তবে কাব্য একটু বড় হলেই কোয়েলকে ফের দেখা যাবে বড়পর্দায়। কালীপুজোতে মুক্তি পাচ্ছে কোয়েল ও কৌশিক সেনের স্বার্থপর। আপাতত দুই সন্তানকে নিয়ে পুজোয় ব্যস্ত কোয়েল। এই মুহূর্তে কাজ নিয়ে সব চিন্তা দূরে।     

Read more!
Advertisement
Advertisement