টলিপাড়ায় কৌশানী মুখোপাধ্যায় শীর্ষ নায়িকাদের তালিকায় নিজের জায়গা পাকা করে ফেলেছেন। একচেটিয়া বাণিজ্যিক ছবিতে চুটিয়ে কাজ করার পর রাজ চক্রবর্তীর হাত ধরে 'আবার প্রলয়' সিরিজে তাঁর অন্যধরনের চরিত্র নজরে আসে সকলের। এরপর শিবপ্রসাদ-নন্দিতা রায়ের 'বহুরূপী'-তে কৌশানীর ঝিমলি চরিত্র বোঝায় নায়িকা আসলে জাত অভিনেত্রী। তাঁর অভিনয় এখন রীতিমতো প্রশংসিত। বহুরূপী-র সাফল্যের মাঝেই তাঁর কাছে সৃজিত মুখোপাধ্যায়ের 'কিলবিল সোসাইটি'তে অভিনয় করার সুযোগ আসে। আর এই সিনেমায় কাজ করতে গিয়েই বনির সঙ্গে করা এক চুক্তি ভাঙতে হয় কৌশানীকে।
কয়েক মাস আগেই সৃজিত মুখোপাধ্যায় তাঁর আগামী ছবি 'কিলবিল সোসাইটি'র জন্য নায়িকা খুঁজে পাচ্ছিলেন না। কানাঘুষোয় শোনা গিয়েছিল চুম্বনদৃশ্যে আপত্তির কারণেই নাকি পরিচালক খুঁজে পাচ্ছিলেন না মনের মতো নায়িকা। তবে সৃজিতের প্রস্তাবে রাজি হয়ে যান কৌশানী। আর তাঁকে এই ছবিতে প্রথমবার চুম্বনদৃশ্যে দেখা যাবে। আর তা নিয়েই এক সংবাদমাধ্যমকে নায়িকা জানিয়েছেন তাঁর ও বনি সেনগুপ্তের চুক্তির কথা। কৌশানী বলেন, 'বনি ও আমি ঠিক করেছিলাম যে অনস্ক্রিন কিসিং দৃশ্য করব না, কিন্তু আমার আগামী ছবির জন্য আমাকে কিসিং সিন করতেই হয়েছে। পরে আমাকে বনি বলেছে যে চরিত্রকে পর্দায় সত্যিকারের ফুটিয়ে তুলতে আমাদের এই ধরনের দৃশ্য করতেই হবে।'
প্রসঙ্গত, বহুরূপীর মতো কিলবিল সোসাইটিতেও কৌশানীকে ডিগ্ল্যাম লুকেই দেখা যাবে। ইতিমধ্যেই কৌশানীর সেই লুকস সামনে এসেছে। যেখানে নায়িকাকে মেকআপ ছাড়া একেবারে সাধারণভাবে দেখতে পাওয়া গিয়েছে। সৃজিতের কিলবিল সোসাইটি ছবিতে কৌশানী ছাড়াও রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এই ছবিতে কৌশানীর নাম পূর্ণা আইচ, যিনি বেপরোয়া জীবনযাত্রায় অভ্যস্ত।
অপরদিকে, বনি ও কৌশানীর সম্পর্ক বহু বছরের। দুজনেই চুটিয়ে প্রেম করছেন। সংবাদমাধ্যমের সেই সাক্ষাৎকারে কৌশানী অকপটে স্বীকার করে নিয়েছেন যে সম্পর্কে তিনি বসের ভূমিকায় রয়েছে। নায়িকা বলেন, 'বনি তাঁকে শ্রদ্ধা করে আর আমি সিদ্ধান্ত নিই। কৌশানী আরও বলেন, আমি আমার মত সবার সামনে রাখতে পারি বলে আমি বসি, তবে আমরা একে-অপরকে সমানভাবে শ্রদ্ধা করি।' যদিও বনির সঙ্গে কবে বিয়ে করছেন সেই বিষয়ে এখনও কিছুই জানাননি। তবে যেভাবে কৌশানীর কেরিয়ার আকাশ ছোঁয়ার দিকে এগোচ্ছে, এত তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসবেন বলে মনে হয় না।