জন্মদিনের সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকেই। তার ওপর এখন নায়িকার বৃহস্পতি শুক্র রীতিমতো তুঙ্গে। রাজ চক্রবর্তীর 'আবার প্রলয়' থেকে শুরু হয় তাঁর কেরিয়ারের মোড় ঘোরা। এরপর বহুরূপীর 'ঝিলমিল' অথবা কিলবিল সোসাইটির 'পূর্ণা', ডিগ্ল্যাম চরিত্রে অভিনয় করে কৌশানী মুখোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন তিনি জাত অভিনেত্রী। ১৭ মে কৌশানীর জন্মদিন। যার সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে বেশ কিছুদিন থেকেই। জন্মদিনে মধ্যরাতে বনি, বাবা ও শাশুড়ি সহ কাছের বন্ধুদের নিয়ে কেক কাটলেন নায়িকা।
কৌশানীর মা নেই তাই এখন তাঁর পুরো দায়িত্বই পালন করেন হবু শাশুড়ি পিয়া সেনগুপ্ত। একমাত্র ছেলের বউ বলে কথা, তাই জন্মদিনে মায়ের অভাব বোধ যাতে নায়িকা যাতে করতে না পারেন তার জন্য শনিবার সকাল থেকেই তোড়জোড় শুরু। এখন মায়ের অবর্তমানে হবু শাশুড়ি পিয়া সেনগুপ্ত এবং অভিনেত্রীর মাসির উপরই যাবতীয় দায়িত্ব বর্তায়। তাঁরাই আগলে রাখেন বাড়ির মেয়েকে। কৌশানীর জন্মদিন উপলক্ষ্যে পিয়া সকাল সকাল পৌঁছে গিয়েছেন নায়িকার বাড়িতে। হবু বৌমার জন্য নিজের হাতে সব পদ রেঁধেছেন শাশুড়ি পিয়া।
বার্থডে গার্লের জন্য দুপুরের মেনুতে কী কী ছিল? শাশুড়ি পিয়া নিজের হাতে হবু বৌমার জন্য রাঁধেন পোলাও, চিংড়ি মাছ, পাঁঠার মাংস, পায়েস সহ আরও অনেক খাবার। এদিন ডায়েট ভুলেই খেয়েছেন কৌশানী। স্নান সারার পর কৌশানীকে পরিবারের গুরুজনরা সকলে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দেবেন রীতি অনুযায়ী। প্রতিবারের মতো বনির থেকে পেয়েছেন প্রচুর বার্থডে গিফট। এছাড়া কৌশানী সম্প্রতি নিজেকে উপহার দিয়েছেন মার্সিডিজ। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন নায়িকা। জন্মদিনের দুপুরটা পরিবারের সঙ্গে কাটালেও সন্ধ্যেটা অবশ্যই বন্ধু-বান্ধবদের সঙ্গেই কাটাবেন। সেই দায়িত্ব অবশ্য বনির ওপরই। আর জন্মদিন কাটিয়েই রবিবার বাইরে ঘুরতে চলে যাচ্ছেন অভিনেত্রী। যদিও গন্তব্যটি জানাননি।
২০১৫ সালে রাজ চক্রবর্তীর পারব না আমি ছাড়তে তোকে সিনেমা দিয়ে শুরু হয় কৌশানীর ফিল্মি পথ চলা। এরপর কেলোর কীর্তি, জিও পাগলা, জামাই বদল. তুমি আসবে বলে, অন্তর্জাল, ডাল বাটি চুরমা, প্রজাপতি, সব করো প্রেম করো না সহ একাধিক বাণিজ্যিক ছবিতে কাজ করতে দেখা গিয়েছে কৌশানীকে। তবে সেই কমার্শিয়াল ছবি থেকে বেরিয়ে কৌশানীকে প্রথম আবার প্রলয় সিরিজে একেবারে অন্য চরিত্রে দেখা যায়। এরপরই বহুরূপী ও কিলবিল সোসাইটিতে নায়িকা নিজের ছক ভাঙেন। আর এই কৌশানীকে দর্শকেরা এতটাই পছন্দ করেছেন, যে এখন তিনি টলিউডের শীর্ষ নায়িকাদের মধ্যে অন্যতম বলে গণ্য হচ্ছেন।