
টলিউডের ব্যস্ততম নায়িকা হওয়া সত্ত্বেও নিজের পোষ্যদের সঙ্গে সময় কাটাতে ভোলেন না মিমি চক্রবর্তী। বাড়িতে রয়েছে তিনজন আদরের সদস্য। নায়িকা যে ভীষণভাবে পশুপ্রেমী তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। নিজেকে এখনও সিঙ্গল বলেই দাবি করেন তিনি। যদিও তাঁর প্রেম নিয়ে মাঝে মধ্যেই আলোচনা হয়ে থাকে ইন্ডাস্ট্রিতে। এরই মাঝে নিজের মেয়ের সঙ্গে পরিচয় করালেন মিমি।
সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন রক্তবীজ-এর সংযুক্তা। যেখানে তিনি তাঁর মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। মিমির মেয়ের নাম চুলবুলি। অনেকেই ভাবতে পারেন তাহলে কি মিমি সিঙ্গল মাদার হলেন? আসলে মিমি চারপেয়ে সন্তানের মা হয়েছেন। আর তার সেই মেয়ে চুলবুলি আসলে একটি রাস্তার কুকুর, যাকে কোলে নিয়ে ছবি তুলেছেন মিমি। মিমি ও তাঁর মা রবিবার দিনটি কাটান এইসব পথকুকুরদের সঙ্গে। শেল্টার হোমে এসে মিমি কুকুরদের খাওয়ানোর পাশাপাশি গরুকেও খাবার খাওয়ান। এই ছবি ও ভিডিও শেয়ার করেছেন মিমি। যার ক্যাপশনে লেখা, সেরা ও আশীর্বাদ পাওয়া একটি রবিবার।
একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি মিমি চক্রবর্তী একজন পশু প্রেমীও। বাড়িতেই একাধিক পোষ্য রয়েছে তাঁর। কাজের ফাঁকে যতটুকু সময় পান ততটুকুই তিনি তাঁর ছেলেমেয়েদের সঙ্গেই কাটান। এছাড়াও বেশ কিছু পথকুকুরদের দায়িত্ব নিয়েছেন মিমি। তাদের যাবতীয় খরচ বহন করেন নায়িকা। মিমি যখনই সময় পান তাঁর প্রিয় পোষ্যদের সঙ্গে সময় কাটান। চিকু, ম্যাক্স ও যাদুকে নিয়ে নায়িকার ছোট্ট সংসার।
বেশ কয়েক বছর আগে মিমি তাঁর প্রিয় পোষ্য চিকুকে হারিয়েছেন। গত ১৪ নভেম্বর ছিল তার জন্মদিন। এই বিশেষ দিনে সেই প্রিয় সন্তানের বেদীতে মালা দেন মিমি। ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে ফুল দিয়ে স্মৃতিচারণ করেন তিনি। মিমি ভিডিও পোস্ট করে লেখেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট ছেলে। তোমার মা, চিকু, মাকসু, জাদু দিদু এবং দাদা সবাই তোমাকে ভীষণ মিস করে। কোনও কিছুই আর আগের মত হবে না তোকে ছাড়া।’ মিমি তাঁর পোষ্যদের নিজের সন্তানের মতই ভালোবাসেন।
একা থাকতে অভ্যস্ত মিমি। তিন পোষ্য়কে নিয়ে তাঁর ভরা সংসার। ৩৬ পেরিয়ে ৩৭-এর দোরগোড়ায় মিমি। অফিসিয়্যালি সিঙ্গল টলিপাড়ার এই আবেদনময়ী নায়িকা। বিয়ে নিয়ে চিন্তিত নন মিমি, কেরিয়ারই তাঁর মূল ফোকাস। রাজনীতির ময়দানকে অলবিদা জানিয়ে আপতত ফিল্মি কেরিয়ারেই মন দিয়েছেন নায়িকা।