Advertisement

Mimi Chakraborty: যন্ত্রণায় কাতর মিমি, বহুদিন ধরে এই রোগে ভুগছেন নায়িকা

Mimi Chakraborty: টলিপাড়ায় খুবই পরিচিত মুখ মিমি চক্রবর্তী। তাঁর অভিনয় বরাবরই প্রশংসিত। কাজের ব্যস্ততা, শরীরচর্চা, পোষ্যদের সময় দেওয়া সবের ফাঁকেই সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় থাকেন অভিনেত্রী। নিজের ব্যক্তিগত মুহূর্তগুলিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মিমি।

মিমি চক্রবর্তীমিমি চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 May 2025,
  • अपडेटेड 11:50 AM IST
  • টলিপাড়ায় খুবই পরিচিত মুখ মিমি চক্রবর্তী।

টলিপাড়ায় খুবই পরিচিত মুখ মিমি চক্রবর্তী। তাঁর অভিনয় বরাবরই প্রশংসিত। কাজের ব্যস্ততা, শরীরচর্চা, পোষ্যদের সময় দেওয়া সবের ফাঁকেই সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় থাকেন অভিনেত্রী। নিজের ব্যক্তিগত মুহূর্তগুলিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মিমি। সেরকমই শনিবার একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নায়িকা। যেখানে তাঁর একাধিক ছবি রয়েছে। যার মধ্যে একটি ছবি দেখে বোঝা যাচ্ছে মাইগ্রেনের সমস্যায় ভোগেন মিমি। 

মিমির শেয়ার করা একাধিক ছবিগুলিতে একদিকে যেমন দেখা যাচ্ছে তাঁর জিমের ছবি। যেখানে মিমির মেদহীন অ্যাবস দেখা যাচ্ছে, আবার কোনওটায় মিমি শরীরচর্চা করছেন। কোনও ছবিতে মিমি তাঁর মেদহীন পেট ফ্লন্ট করছেন এরই সঙ্গে মিমি পোস্ট করেছেন সূর্যমুখী ফুল, বেরি ও খাবারের ছবিও। নিজের পুরনো ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী। আর এইসব ছবির মধ্যেই মিমি আরও একটি ছবি পোস্ট করেন। যেখানে তাঁর চোখের ওপর আইস প্যাক লাগানো। 

এই ছবির ওপরই লেখা মাইগ্রেনের যন্ত্রণা যখন হতে শুরু করে। প্রসঙ্গত, মিমি মাইগ্রেনের সমস্যায় ভুগছেন বহু বছর ধরেই। গত বছরও মিমি তাঁর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানিয়েছিলেন যে এই মাইগ্রেন থেকে বাঁচা কেবল কঠিন নয়, অসম্ভব। অর্থাৎ, মাইগ্রেনের সমস্যা রয়েছে অভিনেত্রীর। এটি সাধারণত একটি ক্রনিক রোগ। যা অনেক সময় বংশ পরম্পরায় হয়, আবার পরবর্তীকালেও হয়। অতিরিক্ত টেনশন, কাজের চাপ, মানসিক চাপ, দীর্ঘক্ষণ না খেয়ে থাকা, রোদ বা ঠাণ্ডা ইত্যাদি বিভিন্ন কারণেই সাধারণত মাইগ্রেনে আক্রান্ত হন মানুষ। এর ফলে আক্রান্তের সাধারণ মাথাব্যথা হয়। সহ্য হয় না আলো, প্রবল আওয়াজ। মিমির মাইগ্রেন রয়েছে।

শ্যুটিং থেকে শুরু করে একাধিক ফটোশ্যুট, অ্যাড শ্যুট, ছবির প্রচার সহ রোজই প্রচুর কাজের মধ্যে দিয়ে যেতে হয় মিমিকে। তবে খাওয়া-দাওয়া খুব একটা দেরিতে না হলেও সঠিক সময়েই করেন মিমি। সঙ্গে রয়েছে কড়া শরীরচর্চা। খুবই শৃঙ্খলাপরায়ন জীবন যাপন করে থাকেন মিমি। খুব একটা টলিপাড়ার পার্টিতে তাঁকে দেখতে পাওয়া যায় না। কাজের ফাঁকে মিমি তাঁর পোষ্যদের সঙ্গেই সময় কাটাতে বেশি ভালোবাসেন। কিছুদিন আগেই রক্তবীজ ২-এর শ্যুটিং শেষ করেছেন। এবার পালা এই ছবি মুক্তির। পাশাপাশি ডাইনি সিরিজেও মিমির অভিনয় খুবই প্রশংসা পেয়েছে।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement