টলিপাড়ার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। যাঁর অভিনয় নিয়ে নতুন করে কিছুই বলার নেই। এই বছর পুজোতে 'রক্তবীজ ২' আসতে চলেছে। যেখানে মিমিকে দেখা যাবে পুলিশ অফিসার সংযুক্তা মিত্রের ভূমিকায়। চরিত্র নিয়ে সব সময়ই চ্যালেঞ্জিং কিছু করতেই ভালোবাসেন নায়িকা। আর এবার রক্তবীজ ২-তে মিমিকে দেখা যাবে নিজের কমফোর্ট জোন ছেড়ে বেরিয়ে একেবারে অন্য রূপে। যে পর্দায় লিপ কিস করতে পারবেন না বলে সৃজিতের ছবির প্রস্তাব ছেড়ে দেন, সেই মিমিকেই দেখা যাবে পর্দায় বিকিনি লুকসে। এই প্রথবার অনস্ক্রিনে মিমি ধরা দিলেন এরকম সাহসী রূপে।
যেদিকেই চোখ যাচ্ছে শুধুই সমুদ্রের নীল জল। হাঁটু জলে দাঁড়িয়ে মিমি, পরনে নীল রঙের বিকিনি। ভিজে চুল নিয়ে জল থেকে উঠে আসছেন নায়িকা, চোখ অন্যদিকে। পেটের নীচ থেকে উঁকি মারছে মিমির ট্যাটু। মিমির বিকিনি ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল। নেটপাড়ায় ঝড় তুলল নায়িকার এই সেনসেশন লুকস। মিমিকে দেখে নেটিজেনরা মন্তব্য করছেন আগুন, আগুন।
অফস্ক্রিনে মিমিকে বহুবারই বিকিনতে দেখা গিয়েছে। বিদেশে ভ্যাকেশনে গেলেই সি-বিচে মিমিকে বিকিনি পরে বহু মানুষই দেখেছেন। কিন্তু নায়িকার এত বছরের কেরিয়ারে কোনও ছবিতেই তাঁকে এই লুকসে দেখা যায়নি। একেবারে বলিউডি কায়দায় মিমি বিকিনি পরে দাঁড়িয়ে রয়েছেন সি-বিচের ধারে। নায়িকার এই লুকস থেকে চোখ সরানো বেশ মুশকিল। মিমির এই সাহসী অবতার পুরুষ হৃদয়ে ঝড় তুলেছে তা বলাই বাহুল্য। প্রসঙ্গত, কয়েক মাস আগেই সৃজিত মুখোপাধ্যায় যখন কিলবিল সোসাইটি ছবির জন্য নায়িকা খুঁজছিলেন, তখন মিমিকেও প্রস্তাব দেওয়া হয়। কিন্তু অনস্ক্রিন লিপ কিস করতে হবে বলে সৃজিতের ছবিকে না বলেন মিমি। আর সেই নায়িকাই পর্দায় ঝড় তুলবেন বিকিনিতে।
পুলিশ অফিসার সংযুক্তা মিত্রকে কেন বিকিনি পরতে হল, তা জানার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে রক্তবীজ ২ ছবি মুক্তির জন্য। বাংলা ছবির নায়িকারা পর্দায় বিকিনি পরেছেন, হালফিলের ছবিগুলিতে সচরাচর দেখা যায়নি। সোশ্যাল মিডিয়ায় নায়িকাদের একাধিক বোল্ড লুকে দেখা গেলেও পর্দায় তাঁদের কখনই সেইভাবে দেখা মেলেনি। বরং সেইদিক থেকে অনেক এগিয়ে বলিউড। বিকিনিতে মোহময়ী হয়ে উঠেছেন দীপিকা পাড়ুকোন আর কিয়ারা আডবানিরা। দীপিকা বিকিনিতে দেখা গিয়েছিল ‘পাঠান’ ছবিতে। সেই লুক সামনে আসার পরই ভাইরাল হয়েছিল। আর কিয়ারা বিকিনি লুকে ঝড় তুলেছেন ‘ওয়ার টু’ ছবিতে। তবে এখন মিমিও চর্চার কেন্দ্রে আর কারণ তাঁর বিকিনি লুকস।