টলিপাড়ায় বিতর্কিত অভিনেত্রীর নাম নুসরত জাহান। পেশাগতর চেয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে হামেশাই চর্চায় থাকেন অভিনেত্রী। কখনও বিয়ে নিয়ে আবার কখনও বা প্রেগন্যান্সি নিয়ে নুসরতকে কম সমালোচনার মুখে পড়তে হয়নি। অনেকেই দেখে থাকবেন নুসরত জাহানের বুকে একটি ট্যাটু রয়েছে। অভিনেত্রীর বুকের কাছে লেখা ভিক্টরি ট্যাটু। যার বাংলা অর্থ বিজয়। তবে টলিপাড়ায় ফিসফাস এই ট্যাটু ঘিরে লুকিয়ে রয়েছে অভিনেত্রীর এক অজানা রহস্য।
নুসরত কোনওদিনও এ নিয়ে মুখ খোলেননি। তবে টলিউডের গসিপ কর্ণার, নুসরতের একদা ঘনিষ্ঠ বেশ কিছু মানুষের দাবিও এই ভিক্টরি আসলে সেই ভিক্টরি নয়। কারোর নাম ঢাকতেই সেটা ভিক্টরি হয়ে গিয়েছে। বেশ কিছু বছর আগে তা ছিল ‘ভিক্টর’। কে এই ভিক্টর? শোনা যায়, নুসরতের ছোটবেলার বিশেষ বন্ধু ভিক্টর ঘোষের নামই নাকি একদা জ্বলজ্বল করত তাঁর বুকে। এও রটেছিল ভিক্টরকে নাকি বিয়েও করেছিলেন নায়িকা। যদিও নুসরত কোনওদিনই এই কথা স্বীকার করেননি। পরবর্তীতে ভিক্টর-এর সঙ্গে তিনি বাড়তি ‘ওয়াই’ যোগ করে নিয়েছেন, শোনা যায় এমনটাই। অভিনেত্রী নিজের মুখে এই কথা কোনওদিনই স্বীকার করেননি।
বেশ কিছু বছর আগে নুসরত রাজকীয়ভাবে ডেস্টিনেশন ওয়েডিং সারেন তুরস্কে গিয়ে। ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে ডেট করার পর তাঁর গলায় মালা দেন অভিনেত্রী। তবে বিয়ের এক বছর ঘুরতে না ঘুরতেই সেই সম্পর্কে ছেদ পড়ে। নুসরত জানিয়ে দেন যে নিখিল শুধুই তাঁর লিভিং পার্টনার ছিলেন। সেই সময় থেকেই নুসরতের সঙ্গে যশের সম্পর্ক নিয়ে কানাঘুঁষো শোনা যেতে শুরু করে। শোনা যায়, নুসরত ও যশ আইনি বিয়েও সেরে নিয়েছিলেন। গত বছরই সেই বিয়ে ৪ বছরে পা দিল।
নুসরত ও যশের একটি ছেলে ঈশানকে নিয়ে সুখেই সংসার করছেন অভিনেত্রী। তবে বড়পর্দায় আর সেভাবে কাজ করতে দেখা যায়নি তাঁকে। গত বছর যশ-নুসরতের নিজস্ব প্রযোজনা সংস্থার ছবি সেন্টিমেন্টাল ফ্লপের তালিকাতেই চলে গিয়েছে। এই ছবিতে যশ ও নুসরত দুজনকেই দেখা গিয়েছিল। মাঝে মাঝেই যশের সঙ্গে ছুটি কাটাতে বিদেশে চলে যান অভিনেত্রী। তবে ট্রোল-সমালোচনা কোনও কিছুকেই সেভাবে পাত্তা দেন না নুসরত। একেবারে নিজের শর্তে জীন কাটাচ্ছেন তিনি।