Advertisement

Nusrat Jahan Trolled: 'লেডি করণ জোহর', নুসরতের মুখ দেখে কটাক্ষ নেটিজেনদের

Nusrat Jahan Trolled: টলিপাড়ায় বিতর্কিত নায়িকা হিসাবেই পরিচিত নুসরত জাহান। বিভিন্ন সময়ে একাধিক কারণের জন্য নায়িকাকে ট্রোল-কটাক্ষের মুখে পড়তে হয়েছে। যার মধ্যে চেহারা অন্যতম। মেকআপ ছাড়া নুসরত যতবারই ছবি-ভিডিও পোস্ট করেছেন, ততবারই চূড়ান্ত ট্রোলের মুখে পড়তে হয়েছে তাঁকে।

নুসরত জাহাননুসরত জাহান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Sep 2025,
  • अपडेटेड 6:49 PM IST
  • টলিপাড়ায় বিতর্কিত নায়িকা হিসাবেই পরিচিত নুসরত জাহান।

টলিপাড়ায় বিতর্কিত নায়িকা হিসাবেই পরিচিত নুসরত জাহান। বিভিন্ন সময়ে একাধিক কারণের জন্য নায়িকাকে ট্রোল-কটাক্ষের মুখে পড়তে হয়েছে। যার মধ্যে চেহারা অন্যতম। মেকআপ ছাড়া নুসরত যতবারই ছবি-ভিডিও পোস্ট করেছেন, ততবারই চূড়ান্ত ট্রোলের মুখে পড়তে হয়েছে তাঁকে। সম্প্রতি নুসরত তাঁর ছেলে ঈশানের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে মা-ছেলের দুষ্টুমি নজরে এসেছে। তবে এই ভিডিওতে নুসরতকে মেকআপ ছাড়া দেখার পর নেটিজেনের একাংশ তীব্র ট্রোল করেছেন নায়িকাকে। 

নুসরতের পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, নায়িকা সদ্য ঘুম থেকে উঠেছেন। চোখে কালো ফ্রেমের চশমা, উসকো খুশকো চুল, সাদা টি-শার্ট। আর যেহেতু তিনি ঘুম থেকে উঠেছেন স্বাভাবিকভাবেই কোনও মেকআপ তিনি করেননি। এরই ফাঁকে মায়ের সঙ্গে দুষ্টুমিতে মত্ত ঈশান। মায়ের চুল, মুখের ওপর দিয়ে খেলনা গাড়ি চালিয়ে দিচ্ছে নুসরত-পুত্র। ভিডিওতে নুসরতকে বলতে শোনা গিয়েছে, আমার ওপর দিয়ে কেন তোমার গাড়ি চালাচ্ছো? যদিও মায়ের কথার কোনও প্রভাব ঈশানের ওপর পড়তে দেখা যায় না। আবারও সে মায়ের মুখের ওপর দিয়ে গাড়ি চালায়। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

ঈশানের এই কাণ্ডে নুসরতের চুল নষ্ট হয়ে যায়। আর এই ভিডিও পোস্ট করতেই নেটিজেনদের কটাক্ষে বিদ্ধ নায়িকা। কেউ লেখেন, করণ জোহারের ফিমেল ভার্সন। আবার কেউ লেখেন, সার্জারি করে কী বিশ্রি বানিয়েছেন চেহারাটাকে। কেউ লেখেন, রাজকুমারি কোকো ভার্সন। কেউ লেখেন, চেহারা কি করছে রে। আসলে সার্জারি করে নুসরত জাহান তাঁর ঠোঁট পাতলা থেকে মোটা করেছেন। যার কারণে তাঁকে প্রায়ই ট্রোলের মুখে পড়তে হয়। এর আগেও নুসরতকে তাঁর ঠোঁট নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

রক্তবীজ ২-তে আইটেম নাচের মাধ্যমে বড়পর্দায় ফের দেখা যাবে নুসরতকে। ইতিমধ্যেই তাঁর অর্ডার ছাড়া বর্ডার ক্রস কর যাবে না গানটি ভাইরাল হয়ে গিয়েছে। নায়িকা সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকেন। কখনও তাঁর বিয়ে নিয়ে আবার কখনও বা তাঁর ও যশের সম্পর্কে দুরত্ব নিয়ে। যদিও যশ ও নুসরত দুজনেই জানিয়েছেন যে তাঁদের মধ্যে সবকিছুই ঠিক আছে। গত বছর লোকসভা নির্বাচনের বসিরহাট থেকে টিকিট পাননি নুসরত। উপরন্তু তাঁর বিরুদ্ধে উঠেছিল বেশ কিছু অভিযোগও।          

Advertisement

Read more!
Advertisement
Advertisement