Advertisement

Ritabhari Chakraborty: হাতে গোলাপ-ঠোঁটে লাল লিপস্টিক, Halloween-এ বোল্ড লুকে ঋতাভরী

Ritabhari Chakraborty: তিনি বং ক্রাশ নামেই পরিচিত। সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেই তা মুহূর্তে ভাইরাল হয়। ঋতাভরী চক্রবর্তী এখন টলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম। অভিনয়ের জোরে তিনি ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছেন।

ঋতাভরী চক্রবর্তীঋতাভরী চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Nov 2025,
  • अपडेटेड 6:49 PM IST
  • তিনি বং ক্রাশ নামেই পরিচিত।

তিনি বং ক্রাশ নামেই পরিচিত। সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেই তা মুহূর্তে ভাইরাল হয়। ঋতাভরী চক্রবর্তী এখন টলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম। অভিনয়ের জোরে তিনি ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছেন। সোশ্যাল মিডিয়ায় ঋতাভরী দারুণ অ্যাক্টিভ। তাঁর সাহসী অবতার মাঝে মধ্যেই নেট দুনিয়ায় ঝড় তোলে। শুক্রবার ছিল হ্যালোইন নাইট। আর এইদিন নায়িকার কালো গাউন পরা বোল্ড লুকস সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল। 

ঋতাভরী যে ভিডিও শেয়ার করেছেন সেখানে তাঁকে দেখা গিয়েছে কালো গাউনে। ডিপ কাট এই গাউনে ঋতাভরীর থেকে চোখ ফেরানো দায়। পোশাক থেকে ক্লিভেজ উঁকি মারছে। খোলা চুল ও লাল লিপস্টিকে ঝড় তুলছেন নায়িকা। হাতে গোলাপ নায়িকার এই লুকসকে সম্পূর্ণ করেছে। ঋতাভরীর ব্যাকগ্রাউন্ডে রয়েছে হ্যালোইন নাইটের জন্য সাজানো ঘর। এই ভিডিও শেয়ার করে ঋতাভরী ক্যাপশনে লেখেন, হ্যালোইনে মর্টিশিয়া অ্যাডামস। 

মর্টিশিয়া অ্যাডামস হলেন 'অ্যাডামস ফ্যামিলি' মাল্টিমিডিয়া ফ্র্যাঞ্চাইজির একটি কাল্পনিক চরিত্র, যিনি পরিবারের মাতৃপতি। তিনি লম্বা, ফ্যাকাশে এবং কালো চুলের একজন মহিলা, যিনি তার স্বামী গোমেজ অ্যাডামসের প্রতি গভীর ভালোবাসা এবং তাদের অতিপ্রাকৃত জীবনধারার জন্য পরিচিত। এই চরিত্রটি কার্টুনিস্ট চার্লস অ্যাডামস তৈরি করেছিলেন এবং এটি বিভিন্ন সময়ে বিভিন্ন অভিনেত্রী দ্বারা অভিনীত হয়েছে, যার মধ্যে ক্যারোলিন জোনস এবং অ্যাঞ্জেলিকা হিউস্টন উল্লেখযোগ্য। আর হ্যালোইন নাইটসে এই চরিত্রটি তুলে ধরেছেন ঋতাভরী। 

বাংলা ধারাবাহিক 'ওগো বধূ সুন্দরী'র মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। এরপর একে একে ছবি, সিরিজের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। কাজ করেছেন বলিউডেও। পেয়েছেন অসংখ্য প্রশংসা। বিভিন্ন চরিত্রের খাতিরে নিজেকে ভাঙা-গড়ায় বিশ্বাসী ঋতাভরী। টলিপাড়ায় শুধু অভিনয়েই নয়, স্পষ্টভাষী বলেও পরিচিত অভিনেত্রী। তাই নিজের প্রেমও কখনও লুকিয়ে রাখেননি তিনি। সুমিত অরোরার সঙ্গে বাগদান সেরেছেন ঋতাভরী। তাঁর সোশ্যাল মিডিয়া ঢুঁ মারলেই দেখা যাবে একাধিক বোল্ড অবতারের ছবি। হ্যালোইন নাইটসেও তা দেখা গেল।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement