Advertisement

Ritabhari Chakraborty: গ্ল্যামার দুনিয়ায় আসতে চাননি ঋতাভরী, কী হতে চেয়েছিলেন?

Ritabhari Chakraborty: টলিপাড়ায় বং ক্রাশ হিসাবেই পরিচিত ঋতাভরী চক্রবর্তী। তাঁর রূপের আগুনে ছারখার আট থেকে আশি সকলে। সিরিয়াল থেকেই কেরিয়ার শুরু করেন অভিনেত্রী। কিন্তু এখন বড়পর্দা ও ওয়েব সিরিজেও এখন তাঁকে দেখা যাচ্ছে।

ঋতাভরী চক্রবর্তীঋতাভরী চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jan 2025,
  • अपडेटेड 7:38 PM IST
  • টলিপাড়ায় বং ক্রাশ হিসাবেই পরিচিত ঋতাভরী চক্রবর্তী।

টলিপাড়ায় বং ক্রাশ হিসাবেই পরিচিত ঋতাভরী চক্রবর্তী। তাঁর রূপের আগুনে ছারখার আট থেকে আশি সকলে। সিরিয়াল থেকেই কেরিয়ার শুরু করেন অভিনেত্রী। কিন্তু এখন বড়পর্দা ও ওয়েব সিরিজেও এখন তাঁকে দেখা যাচ্ছে। তাঁর অভিনয় সকলেরই নজর কাড়ে। নিজের পেশার পাশাপাশি ব্যক্তিগত মুহূর্তকেও ঋতাভরী তুলে ধরেন সোশ্যাল মিডিয়া পেজে। এবার সেই মাধ্যমেই জানালেন শিশু বয়সে তাঁর কী হওয়ার ইচ্ছে ছিল? 

ঋতাভরী স্কুলে পড়তে পড়তেই ওগো বধু সুন্দরী সিরিয়ালে অভিনয় করার সুযোগ পান। এরপর ধীরে ধীরে মডেলিং, সিনেমায় সকলের নজরে আসেন ঋতাভরী। কিন্তু ছোট থেকেই যে তাঁর অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল এমনটা কিন্তু নয়। সম্প্রতি ঋতাভরী জানিয়েছেন ছোটবেলায় তাঁর কী হওয়ার ইচ্ছে ছিল। নিজের একটি বোল্ড ইমেজ শেয়ার করে ঋতাভরী সেখানে লেখেন, যখন তুমি তোমার সেরা জীবন যাপন করছেন আর হঠাৎ করেই মনে পড়ে গেল যে ছোটবেলায় তুমি বাস কন্ডাক্টর হতে চেয়েছিলে। হ্যাঁ, ঋতাভরী নাকি ছোটবেলায় বাস কন্ডাক্টর কিংবা টিকিট বিক্রেতা হওয়ার ইচ্ছে ছিল।

এখানেই থামেননি অভিনেত্রী। ঋতাভরী লিখেছেন, ‘আমার সব সংগ্রহ করা টিকিট কোথায় গেল? আর কে বাস কন্ডাক্টর হতে চেয়েছিলে জীবনে? অথচ, আজ তাঁরা অন্য কিছু করছেন?’ প্রসঙ্গত, চলতি পুজোতেই মুক্তি পেয়েছে ঋতাভরী-আবির-কৌশানীর বহুরূপী। যেটা বক্স অফিসে দারুণ হিট করেছে। ঋতাভরীর অভিনয় সেখানে প্রশংসিত। 

ঋতাভরীর সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই দেখতে পাওয়া যাবে একাধিক বোল্ড অবতারের ছবি। তাঁরে রূপের আগুনে বুঁদ নেটিজেনরা। এখন অবশ্য তাঁর ওজন বেড়েছে। যদিও তা নিয়ে একটুও চিন্তিত নন ঋতাভরী। ২০২৩ সালে পরপর অপারেশনের কারণেই তাঁর ওজন বেড়েছে। ফাটাফাটি ও ব্রহ্মা জানেন গোপন কর্মটি ছবিতে ঋতাভরীর অভিনয় সকলের কাছে প্রশংসা পেয়েছে। 

মনোবিদ তথাগত সেনগুপ্তের সঙ্গে প্রেমের চর্চা তুঙ্গে থাকলেও সেই সম্পর্ক ভেঙে যায়। এখন ঋতাভরী প্রেম করছেন বলিউডের সুমিত অরোরার সঙ্গে। মাঝে মাঝেই আদুরে ছবি পোস্ট করে থাকেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, এই বছরই বিয়ের পিঁড়িতে বসবেন ঋতাভরী। সূত্রের খবর, চলতি বছরে ডিসেম্বরে তাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর পরিকল্পনা অভিনেত্রীর।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement