Advertisement

Rituparna Sengypta: 'এদের ছেড়ে রোজ শ্যুটিংয়ে যেতে হয়', কাদের জন্য মন খারাপ ঋতুপর্ণার?

Rituparna Sengypta: টলিপাড়ার ব্যস্ততম নায়িকাদের মধ্যে অন্যতম ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর অভিনয়ের গুণমুগ্ধের সংখ্যা নেহাত কম কিছু নয়। অভিনয়ের পাশাপাশি ঋতুপর্ণা দক্ষ হাতে সংসারও সামলান। দুই সন্তান ও স্বামীকে নিয়ে সুখের সংসার নায়িকার। তবে পেশাদার জীবনের ব্যস্ততা এতটাই যে সেভাবে পরিবারকে সময় দেওয়া হয়ে ওঠে না।

ঋতুপর্ণা সেনগুপ্তঋতুপর্ণা সেনগুপ্ত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Aug 2025,
  • अपडेटेड 12:38 PM IST
  • টলিপাড়ার ব্যস্ততম নায়িকাদের মধ্যে অন্যতম ঋতুপর্ণা সেনগুপ্ত।

টলিপাড়ার ব্যস্ততম নায়িকাদের মধ্যে অন্যতম ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর অভিনয়ের গুণমুগ্ধের সংখ্যা নেহাত কম কিছু নয়। অভিনয়ের পাশাপাশি ঋতুপর্ণা দক্ষ হাতে সংসারও সামলান। দুই সন্তান ও স্বামীকে নিয়ে সুখের সংসার নায়িকার। তবে পেশাদার জীবনের ব্যস্ততা এতটাই যে সেভাবে পরিবারকে সময় দেওয়া হয়ে ওঠে না। পরিবারের এই তিন সদস্য ছাড়াও আরও দুই সদস্য ঋতুপর্ণার খুবই প্রিয়। আর তাদের ছেড়ে শ্যুটিংয়ে যেতে গেলেই মন খারাপ হয়ে যায় ঋতুপর্ণার। বড় আদরের সেই দুই সদস্য। যারা নায়িকার ঘরময় ঘুরে বেড়ায়। সোশ্যাল মিডিয়ায় তাদের কথাই জানালেন ঋতুপর্ণা। 

ঋতুপর্ণার আদরের দুই পোষ্য। যাদের নায়িকা সন্তানের মতোই ভালোবাসেন। ডেনিস আর লিলি নায়িকার দুই চোখের মণি। আর এদের নিয়েই ছবি শেয়ার করেছেন ঋতুপর্ণা। সঙ্গে মিষ্টি ক্যাপশন। ঋতুপর্ণা লিখেছেন, শর্তহীন ভালোবাসা। আমার সন্তানদের সঙ্গে দেখা হওয়ার পর আমি খুব আনন্দে থাকি...কিন্তু একই সময়ে আমার দুঃখ হয়...কারণ এদের পিছনে ছেড়ে আমার কাজে ফিরতে হয়...এরা খুবই স্পেশাল...আমার ডেনিস ও লিলি। টলিপাড়ায় অন্যান্য নায়িকাদের মতো ঋতুপর্ণাও পোষ্যপ্রেমী। ডেনিস ও লিলি নায়িকার কাছে বহু বছর ধরেই রয়েছে। 

ঋতুপর্ণা ও তাঁর স্বামী সঞ্জয় দুজনেই পশুপ্রেমী। এর আগে ঋতুপর্ণার একটি পোষ্য ছিল, কিন্তু সেটা মারা যায়। এরপরই তাঁদের জীবনে আসে ডেনিস ও লিলি। এই দুই পোষ্য ঋতুপর্ণার জীবন জুড়ে আছে। লিলি আর ডেনিস দুজনে ভাইবোন। মেয়ের আবদারেই ঋতুপর্ণা এই দুই পোষ্যকে আনেন। তবে এখন নায়িকার প্রাণ এরা। এদের ছেড়ে একটা মুহূর্তও থাকতে পারেন না ঋকুপর্ণা। শ্যুটিংয়ে বা বাইরে সিনেমার কাজে গেলেও সবসময় এদের খোঁজ নেন নায়িকা। ঋতুপর্ণার কথায়, লিলি ও ডেনিস যেন দুটো বরফের গোলা। 

টলিপাড়ার ব্যস্ততম নায়িকা এখন ঋতুপর্ণা। অনুরাগীদের কথায়, তিনি টলিকুইন। সম্প্রতি ‘গুডবাই মাউন্টেন’ ছবিতে তাঁর দুরন্ত অভিনয় নজর কেড়েছে। এখন তিনি আগামী ছবি ‘বেলা’র প্রচারে ব্যস্ত। অভিনয়ের পাশাপাশি ঋতুপর্ণার রয়েছে প্রযোজনা সংস্থাও। যার নাম ভাবনা আজ ও কাল। তবে এই সংস্থা ছবি তৈরির পাশাপাশি নানা রকম অনুষ্ঠান করে থাকে। স্বাধীনতা দিবসকে মাথায় রেখে ১৪ অগাস্ট ঋতুপর্ণা এবং তাঁর প্রযোজনা সংস্থা ‘ভাবনা আজ ও কাল’ এক অভিনব নৃত্যানুষ্ঠানের পরিকল্পনা করেছে। রবীন্দ্রনৃত্য, ধ্রুপদীনৃত্যর মিশেল ফুটে উঠবে এবারের পরিবেশনায়।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement