বাংলা ইন্ডাস্ট্রিতে চার দশকের বেশি সময় ধরে অভিনয় করে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর অভিনয় বরাবরই প্রশংসার যোগ্য। যে কোনও চরিত্রেই তিনি নিজেকে মানিয়ে নিতে পারেন সাবলীলভাবেই। একের পর এক মূলধারার ছবিতে অভিনয় করতে করতে তিনি হয়ে উঠলেন টলিকুইন। বক্সঅফিসে আজও তাঁর নামে লক্ষ্মীলাভ হয়। দশকের পর দশক যিনি পর্দায় যিনি স্থিরযৌবনা। টলিউডের পাশাপাশি ঋতুপর্ণা বলিউডেও চুটিয়ে কাজ করেছেন। তাঁর ডেবিউ বলিউড সিনেমার নাম জানেন?
আর্ট ও কমার্শিয়াল দুই ঘরানার ছবিতেই শ্রেষ্ঠ অভিনেত্রী তিনি। মেনস্ট্রিম ছবির নায়িকা যখন আর্ট ফিল্মের নায়িকা হন, তখন সেই আর্ট ফিল্মের বক্সঅফিস কালেকশনও বেশি হয়। প্রাথমিকভাবে বাণিজ্যিক ছবি দিয়ে আত্মপ্রকাশ করলেও আস্তে আস্তে গ্রাম থেকে শহর, সর্বস্তরের দর্শকের কাছেই ঋতুপর্ণা সেনগুপ্তর গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছিল। সম্প্রতি ঋতুপর্ণা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে একঝাঁক বলিউড তারকাদের সঙ্গে দেখা যাচ্ছে অল্প বয়সী ঋতুকে।
ছবিতে দেখা যাচ্ছে যশ চোপড়া, এন এন সিপ্পি, জাভেদ জাফরি, চাঙ্কি পাণ্ডে ও সোমি আলিকে। ঋতুপর্ণা এই ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, আমার বলিউড ডেবিউ....১৯৯৪ সাল...এন এন সিপ্পি প্রযোজনা সংস্থার সঙ্গে দারুণ অভিজ্ঞতা...ইন্ডাস্ট্রির বড় বড় তারকাদের সঙ্গে অভিনয় করতে পেরে আমি ধন্য। এরপর অভিনেত্রী আরও লেখেন, তিসরা কউন ছবির ৩০ বছর পূর্তি। এই ছবির মাধ্যমেই ঋতুপর্ণা বলিউডে ডেবিউ করেছিলেন। পরিচালক পার্থ ঘোষের এই ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, সদাশিব, তিনু আনন্দ, শিবা সহ একাধিক বলিউড তারকারা।
টলিউডের পাশাপাশি ঋতুপর্ণা বলিউডেও চুটিয়ে অভিনয় করেছেন। ম্যায় মেরি পত্নী অউর ওহ ছবিতে রাজপাল যাদবের স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল ঋতুপর্ণাকে। সেই ছবিতে অভিনেত্রীর অভিনয় দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছিল। এরপর ঋতুপর্ণা বেশ কিছু হিন্দি ছবিতে অভিনয় করলেও সেগুলি খুব একটা সফল হয়নি। বাংলা ইন্ডাস্ট্রিতে ঋতুপর্ণা ও প্রসেনজিৎ-এর জুটি ছিল সেরা। সম্প্রতি তাঁরা তাঁদের ৫০তম জুটি বেধে অযোগ্য ছবিতে কাজ করেছেন। কর্মাশিয়াল থেকে অন্য ধারার একের পর এক ছবিতে ঋতুপর্ণার অভিনয় সবসময়ই নজর কেড়েছে।