বাংলা সিনেমা জগতে ঋতুপর্ণা সেনগুপ্তকে ম্যাটিনি কুইন তকমা দেওয়া হয়েছে। তাঁর অভিনয় নিয়ে আলাদা করে কিছুই বলার নেই। বহু বছর ধরে ঋতুপর্ণা তাঁর অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে আসছেন। আজও নতুন প্রজন্মের সঙ্গে তারে তাল মিলিয়ে অভিনয় করে চলেছেন তিনি। শুক্রবার ছিল ঋতুপর্ণার 'বেলা'র প্রিমিয়ার, যেখানে বলিউড থেকে অনুপম খের, সৌরভ চক্রবর্তী, মাধবী মুখোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। আর এসেছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। প্রিমিয়ার শেষে বেলা তথা ঋতুপর্ণার বাড়িতে কয়েকজনকে নিয়ে হয়েছিল উদরপূর্তি। যেখানে উপস্থিত ছিলেন শ্রীময়ী ও কাঞ্চন। কী কী আয়োজন করেছিলেন সকলের প্রিয় ঋতুদি? জানালেন কাঞ্চন-পত্নী।
অনিলাভ চট্টোপাধ্যায়ের প্রথম ছবি 'বেলা'তে ঋতুপর্ণার অভিনয় বেশ প্রশংসিত। অভিনেত্রী নিজেও একজন দক্ষ রাঁধুনি। তাঁর রান্নার প্রশংসা ইন্ডাস্ট্রির অনেকেই করে থাকেন। বেলার প্রিমিয়ারের রাতে ঋতুপর্ণার বাড়িতে কত ধরনের আয়োজন হয়েছিল, তারই বর্ণনা দিলেন শ্রীময়ী। কাঞ্চন-পত্নী শ্রীময়ী তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে জানালেন তাঁর প্রিয় ঋতুদি তাঁদের জন্য কী কী রান্না করেছেন। শ্রীময়ী তাঁর ইনস্টা স্টোরিতে বলেন, ডিমের অমলেট, ইলিশ মাছ ভাজা সঙ্গে তেল, মাটন চাপ, চিকেন তন্দুরি, লাউয়ের খোসার ভর্তা, লাউ চিংড়ি, কাতলা মাছের ঝোল, সবজি দিয়ে ডাল, কুদরি আলু ভাজা, আলুর দম, মাটন ও চিকেন বিরিয়ানি, চিকেন রেজালা, স্যালাড, কচুরি। এই এতকিছু নায়িকা তাঁর বাড়িতে অতিথিদের জন্য আয়োজন করেছেন।
কাজের ব্যস্ততার কারণে ঋতুপর্ণা সেভাবে রান্না করতে না পারলেও সুযোগ পেলেই বর ও সন্তানদের জন্য রেঁধে ফেলেন। লকডাউনের সময় থেকেই রান্নায় হাত পাকিয়ে ফেলেন নায়িকা। এখন তো অনেক অতিথির রান্নাই একা হাতে করে ফেলতে পারেন তিনি। অপরদিকে, এর আগেও ঋতুপর্ণার বাড়িতে মহাভোজের আমন্ত্রণে গিয়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী। তাঁদের প্রথম বিবাহবার্ষিকীতে ঋতুপর্ণার তাঁদের বিশেষ নেমন্তন্ন করে খাইয়ে ছিলেন। নায়িকার আতিথেয়তায় মুগ্ধ ছিলেন তারকা দম্পতি। সেই সময় লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, চিংড়ির মালাইকারি, মটন, দই কাতলা, কুলের চাটনি, পাটিসাপটা, রসমালাই এবং মিষ্টি খাওয়ান ঋতুপর্ণা।
শুধু তাই নয়, কিছুদিন আগেই ঋতুপর্ণার সঙ্গে মিউজিক ভিডিওতে কাজ করেন শ্রীময়ী। সেই সময়ও কাঞ্চন-পত্নী বলেছিলেন যে গায়ে জ্বর নিয়েও ঋতুদি তাঁকে শ্যুটিং ফ্লোরেই ইলিশ মাছ ভেটকি মাছ-সহ রকমারি পদ গরম ভাতের সঙ্গে খাইয়েছেন। তাই ঋতুপর্ণার আতিথেয়তা আগেও পেয়েছেন কাঞ্চন-শ্রীময়ী।