Advertisement

Rituparna Sengupta: 'জীবনের বড় প্রাপ্তি', ছেলেকে নিয়ে সুচিত্রা সেনের বাড়িতে ঋতুপর্ণা

Rituparna Sengupta: টলিউডের অন্যতম নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর অভিনয় বরাবর দর্শকদের কাছে প্রশংসিত। ১১ এপ্রিল তাঁর ছবি পুরাতন মুক্তি পাচ্ছে। যেখানে প্রথমবার নায়িকা অভিনয় করবেন শর্মিলা ঠাকুরের সঙ্গে। আর এই সিনেমার মাধ্যমে বাংলা ছবিতে বহু বছর পর দেখা যাবে শর্মিলা ঠাকুরকে। স্বাভাবিকভাবেই এই ছবির প্রচার নিয়ে ভীষণভাবে ব্যস্ত ঋতুপর্ণা।

সুচিত্রা সেনের বাড়িতে ঋতুপর্ণা ছবি সৌজন্যে: ফেসবুকসুচিত্রা সেনের বাড়িতে ঋতুপর্ণা ছবি সৌজন্যে: ফেসবুক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Apr 2025,
  • अपडेटेड 1:21 PM IST
  • টলিউডের অন্যতম নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত।

টলিউডের অন্যতম নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর অভিনয় বরাবর দর্শকদের কাছে প্রশংসিত। ১১ এপ্রিল তাঁর ছবি পুরাতন মুক্তি পাচ্ছে। যেখানে প্রথমবার নায়িকা অভিনয় করবেন শর্মিলা ঠাকুরের সঙ্গে। আর এই সিনেমার মাধ্যমে বাংলা ছবিতে বহু বছর পর দেখা যাবে শর্মিলা ঠাকুরকে। স্বাভাবিকভাবেই এই ছবির প্রচার নিয়ে ভীষণভাবে ব্যস্ত ঋতুপর্ণা। আর তারই মাঝে কিছুদিন আগে মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে আমন্ত্রণ পেলেন অভিনেত্রী। আর সেখানে গিয়ে রীতিমতো আপ্লুত ঋতুপর্ণা। 

রবিবার, ৬ মার্চ ছিল মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন। আর তার কিছুদিন আগে ঋতুপর্ণাকে সেন বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন। আর এখানে এসে ঋতুপর্ণা সেনের পরম সৌভাগ্য প্রাপ্তি হল। এক সংবাদমাধ্যমকে ঋতুপর্ণা জানিয়েছেন যে মুনমুন সেন, রিয়া ও রাইমার হাত ধরে এই প্রথম ম্যাডাম সেনের উত্তর ফাল্গুনী ছবির পুরনো, আসল পোস্টার দেখার সৌভাগ্য হল নায়িকার। শুধু তাই নয়, ঋতিপর্ণা জানলেন অনেক অজানা কাহিনিও। 

রবিবার ঋতিপর্ণার সঙ্গে সেন বাড়িতে গিয়েছিলেন নায়িকার ছেলে অঙ্কনও। সোশ্যাল মিডিয়ায় রিয়া-রাইমাদের সঙ্গে ছবি পোস্ট করেছেন নায়িকা। সেলফি তুলেছেন উত্তর ফাল্গুনী পোস্টারকে সঙ্গে নিয়ে। অন্য সব অভিনেত্রীদের মতো ঋতুপর্ণাও সুচিত্রা সেনের রূপে, অভিনয়ে মুগ্ধ। তিনি এক সংবাদমধ্যমকে জানান, সেন বাড়িতে পা রেখ তিনি এক অজানা রোমাঞ্চ অনুভব করেন। ঋতুপর্ণার সত্তা জুড়ে সুচিত্রা সেনের উপস্থিতি। মহানায়িকার উত্তর ফাল্গুনী বা দীপ জ্বেলে যাই ছবিতে সুচিত্রা সেনের অভিনয় বারংবার অভিভূত করে ঋতুপর্ণাকে। আর সেখান থেকেই ঋতুপর্ণার উপলব্ধি দ্বিতীয় সুচিত্রা সেন আর হবে না। 

ঋতুপর্ণা তাঁর কাজের মধ্যে সুচিত্রা সেনকে অনুসরণ করেন। আর ছেলে অঙ্কনকেও সেন বাড়িতে নিয়ে গিয়ে মহানায়িকার রেখে যাওয়া ঐতিহ্য বোঝান। তবে ঋতুপর্ণাকে মুনমুন সেন বলেছেন, তাঁর ছবি দেখেছেন ম্যাডাম সেন এবং প্রশংসাও করেছেন ঋতুপর্ণার অভিনয়ের। মুনমুন সেনের কাছ থেকে পাওয়া এই তথ্য ঋতুপর্ণার জীবনে পাওয়া পরম প্রাপ্তিগুলির মধ্যে অন্যতম। রবিবার ঋতুপর্ণা মহানায়িকার দুই নাতনির সঙ্গে অনেকটা সময় কাটান।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement