Advertisement

Tollywood Gossip: মা হলেন এই টলি নায়িকা, ছেলে হল না মেয়ে?

Tollywood Gossip: গত বছরের ডিসেম্বরেই জানা গিয়েছিল যে মা হতে চলেছেন অভিনেত্রী রোজা পারমিতা দে। নিজের সাধের ছবি শেয়ার করে তিনি জানিয়েছিলেন এই সুখবর। রবিবার অভিনেত্রী জানান যে তিনি পুত্রসন্তানের মা হয়েছেন।

মা হলেন এই টলি নায়িকামা হলেন এই টলি নায়িকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Mar 2025,
  • अपडेटेड 1:46 PM IST
  • রবিবার অভিনেত্রী জানান যে তিনি পুত্রসন্তানের মা হয়েছেন।

গত বছরের ডিসেম্বরেই জানা গিয়েছিল যে মা হতে চলেছেন অভিনেত্রী রোজা পারমিতা দে। নিজের সাধের ছবি শেয়ার করে তিনি জানিয়েছিলেন এই সুখবর। রবিবার অভিনেত্রী জানান যে তিনি পুত্রসন্তানের মা হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় রোজা পারমিতা নিজেই এই খবর শেয়ার করেছেন। তার সঙ্গে লিখেছেন তিনি ঠিক কী অনুভব করছেন। 

রোজা পারমিতা তাঁর স্বামীর সঙ্গে প্রেগন্যান্সি ফটোশ্যুটের একটি সাদা-কালো ছবি শেয়ার করে লিখেছেন, '২.৩,২০২৫-এ ছেলে হয়েছে। মা এবং সন্তান দুজনেই সুস্থ আছে। সকলের ভালোবাসা ও আশীর্বাদের জন্য ধন্যবাদ।' রোজা ও ইন্দ্রনীল। এই ছবি পোস্ট করে মডেল-অভিনেত্রী লেখেন, 'আমার কেমন অনুভূতি হচ্ছে? আমার পেটের মধ্যে কিছু একটা চলছে আর হৃদয়ের ধুকপুকানি বেড়ে যাচ্ছে, ছোট্ট একরত্তি, যে সঙ্গে এনেছে একরাশ ভালোবাসা ও আশীর্বাদ।'

ডিসেম্বরে সাধের অনুষ্ঠানের ছবি পোস্ট করে রোজা পারমিতা দে জানান যে তিনি প্রেগন্যান্ট। রোজার সেই ছবি সামনে আসতেই সবাই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। অভিনেত্রীর সন্তান হওয়ার খবর পোস্ট হতেই টলিউডের শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ঊষসী রায়, চিত্রাঙ্গদা শতরূপা সহ একাধিক তারকা শুভেচ্ছা জানিয়েছেন। পেশায় মডেল হলেও কয়েক বছরে রোজা পারমিতা টলিপাড়ার চেনা মুখ হয়ে গিয়েছেন। তাঁর অভিনয় বেশ প্রশংসিত। রোজা তাঁর কেরিয়ার শুরু করেছিলেন মডেল হিসাবেই পরে পরিচালক রাজ চক্রবর্তীর 'কাটমুণ্ডু' ছবিতে ডেবিউ করেন তিনি। এরপর অনীক দত্তের 'ভবিষ্যতের ভূত', কমলেশ্বর মুখোপাধ্যায়ের 'ককপিট' অনিকেত চট্টোপাধ্যায় এর 'হইচই আনলিমিটেড'-এর মত একাধিক ছবিতে কাজ করেছেন রোজা। হইচই সিরিজে 'পর্ণশবরীর শাপ'-এ তাঁর অভিনয় দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

প্রেগন্যান্ট হওয়ার পর থেকেই রোজা পারমিতা লাইম লাইট থেকে বাইরে ছিলেন। ইন্ডাস্ট্রিতে রোজা পরিচিত ছিলেম মডেল হিসাবেই। তারপর তিনি টলিউডে পা রাখেন। ২০২০ সালে ছোটবেলার বন্ধু ইন্দ্রনীল রায়ের সঙ্গে বিয়ে করেন রোজা। ছোট থেকেই ইন্দ্রনীল আর পারমিতা একে অপরের প্রতিবেশী ছিলেন। তাঁদের আলাপ মাত্র ৬ বছর বয়স থেকেই। তবে সম্পর্কে রয়েছেন ১২ বছর। এরপরই তাঁরা বিয়ে করেন। দাম্পত্যের চার বছর পর রোজা ও ইন্দ্রনীলের জীবনে এল তাঁদের প্রথম সন্তান। এরপর রোজা পারমিতা কবে অভিনয়ে ফেরেন সেইদিকেই তাকিয়ে তাঁর ভক্ত-অনুগামীরা।

Advertisement

Read more!
Advertisement
Advertisement