ডিসেম্বরের শহরে একে-অপরের কাছাকাছি আসছে দুটি হৃদয়। এতদিন শুধুই তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা শোনা যেত, এবার ধীরে ধীরে সেই গোপনীয়তার বেড়াজাল ভাঙছে। টলিউড অভিনেত্রী সৌরসেনী মৈত্র ও নুসরতের প্রাক্তন স্বামী নিখিল জৈনের প্রেম জমে পুরো ক্ষীর। আর এই শীতের রাতে দুগ্লাস ওয়াইন, সিনেমা আর কম্বল, আর তাদের সঙ্গী সৌরসেনী ও নিখিল। সোশ্যাল মিডিয়ায় এই ছবি দিতেই তাঁদের প্রেম নিয়ে ফের চর্চা শুরু হল নতুন করে।
টলিপাড়ার মিষ্টি অভিনেত্রী সৌরসেনী চুটিয়ে প্রেম করছেন নিখিল জৈনের সঙ্গে। এই গুঞ্জন বহুদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে সম্পর্কের কথা কখনও নিজের মুখে কেউই স্বীকার করেননি। যদিও টলিপাড়ায় খবর ছিল যে সৌরসেনী ও নিখিল চুটিয়ে নাকি প্রেম করছেন। তবে নিখিল-সৌরসেনী তাঁদের সম্পর্কের কথা প্রথম সামনে নিয়ে আসেন নুসরতের প্রাক্তনের জন্মদিনের দিন। এইদিন সৌরসেনী নিখিলের সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তের ছবি দিয়ে আদুরে শুভেচ্ছা জানান তাঁকে।
গত বছর নভেম্বর মাসে ইডেনে বিশ্বকাপের ভারত ও দক্ষিণ আফ্রিকা ম্য়াচে একসঙ্গে দেখা গিয়েছিল নিখিল ও সৌরসেনীকে। এরপর নিখিল-সৌরসেনীকে দেখা যেতে লাগল নানান পার্টি, বন্ধুদের এনগেজমেন্ট, শহরের রাস্তায় নিখিলের হুডখোলা গাড়িতে সৌরসেনী। এবার সেই বিশেষ বন্ধুত্বের গুঞ্জনের আগুনেই এবার নতুন করে পড়ল পারদ। সৌরসেনী ও নিখিল দুজনেই তাঁদের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে, নিখিল ও সৌরসেনী একসঙ্গে সময় কাটাচ্ছেন। ছবিতে দেখা গিয়েছে, দুজনের হাতে দুটি ওয়াইনের গ্লাস, সামনে চলছে সিনেমা। পা ঢাকা কম্বলে।
ডিসেম্বরের শহরে তাঁদের প্রেম জমে যে ক্ষীর তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, নুসরত জাহানের সঙ্গে নিখিল জৈনের বিয়ে হয় তুরস্কে। কিন্তু সেই বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি। নুসরতের সঙ্গে বিচ্ছেদের পরই নিখিলের বিপণনী সংস্থার মুখ হিসাবে অনেক টলিউড তারকাদের দেখা গেলেও সৌরসেনীসেই মন মজে নিখিলের। বরাবরই নামী মডেল তিনি। উপরন্তু টলিউডের পাশাপাশি জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ ‘তাজ’-এও কাজ করে ফেলেছেন। বছর শেষ হওয়ার আগে টলিপাড়া পেল নিখিল ও সৌরসেনীর জুটিকে।