Advertisement

Sayantika Banerjee: বাঁকুড়ায় ট্রেন দুর্ঘটনা, তড়িঘড়ি ঘটনাস্থলে সায়ন্তিকা

Sayantika Banerjee: ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও দগদগে। আর এরই মধ্যে ফের ট্রেন দুর্ঘটনা ঘটল বাঁকুড়ায়। শনিবার ভোর ৪টে নাগাদ বাঁকুড়ার ওন্দায় লুপ লাইনে দুটি মালগাড়ির সংঘর্ষ হয়। এই ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে প্ল্যাটফর্ম ও সিগন্যাল রুম। আর এই ঘটনার খবর পেয়েই রবিবার সকালেই ঘটনাস্থলে পৌঁছে গেলেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

ট্রেন দুর্ঘটনাস্থানে পৌঁছালেন অভিনেত্রী ও তৃণমূল নেত্রী সায়ন্তিকাট্রেন দুর্ঘটনাস্থানে পৌঁছালেন অভিনেত্রী ও তৃণমূল নেত্রী সায়ন্তিকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jun 2023,
  • अपडेटेड 12:18 PM IST
  • ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও দগদগে। আর এরই মধ্যে ফের ট্রেন দুর্ঘটনা ঘটল বাঁকুড়ায়।
  • আর এই ঘটনার খবর পেয়েই রবিবার সকালেই ঘটনাস্থলে পৌঁছে গেলেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও দগদগে। আর এরই মধ্যে ফের ট্রেন দুর্ঘটনা ঘটল বাঁকুড়ায়। শনিবার ভোর ৪টে নাগাদ বাঁকুড়ার ওন্দায় লুপ লাইনে দুটি মালগাড়ির সংঘর্ষ হয়। এই ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে প্ল্যাটফর্ম ও সিগন্যাল রুম। আর এই ঘটনার খবর পেয়েই রবিবার সকালেই ঘটনাস্থলে পৌঁছে গেলেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। 

বিনোদন জগতে সেভাবে আর দেখা যায় না সায়ন্তিকাকে। বরং বেশ কিছু বছর ধরে তিনি চুটিয়ে রাজনীতিটাই করছেন। বাঁকুড়ার দায়িত্বে রয়েছেন তিন। শনিবার তাঁর এলাকায় ট্রেন দুগ্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি রওনা দেন সায়ন্তিকা। তৃণমূলের রাজ্য সম্পাদক ঘুরে দেখেন ঘটনাস্থল। কথা বলেন রেল আধিকারিক ও আরপিএফের সঙ্গেও। সোশ্যাল মিডিয়ায় সায়ন্তিকা কিছু ছবি পোস্টও করেছেন। সেখানে তিনি এই ঘটনার দ্রুত পদক্ষেপ করার জন্য রেল দফতর ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকেকে আর্জি জানান। 

টলিউড থেকে অনেকদিনই হল সায়ন্তিকা নিজেকে গুটিয়ে নিয়েছেন। এখন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে তিনি। তবে নিজের সোশ্যাল মিডিয়ায় ভালই সক্রিয় থাকেন অভিনেত্রী। প্রসঙ্গত, ২০২১ বিধানসভা নির্বাচনের দিন কয়েক আগে তৃণমূলে যোগদান করেছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাঁকে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে টিকিট দেয় তৃণমূল। নির্বাচনে বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানার কাছে ১৪৬৮ ভোটে পরাজিত হন তিনি। তবে হেরে গিয়েও বাঁকুড়ার মানুষের পাশে রয়েছেন তিনি। প্রায়ই তাঁকে বাঁকুড়ায় মানুষের অভাব-অভিযোগ শুনতে দেখা গিয়েছে। এখনও নিয়মিত বাঁকুড়ায় যান তিনি। সেখানকার মানুষের স্বার্থে বিভিন্নরকম কাজ করেন। 

সম্প্রতি শুভেন্দু অধিকারীকে লোডশেডিং বিধায়ক বলে কটাক্ষ করে বসেন সায়ন্তিকা। বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি ব্লকে তৃণমূলের নির্বাচনী প্রচার মঞ্চ থেকে বিরোধী দলনেতাকে নিশানা করেন তিনি। রাজনীতির পাশাপাশি নিজের গ্ল্যামার ও ফিটনেস ধরে রাখতে নিয়মিত শরীরচর্চাও করে থাকেন অভিনেত্রী।

Advertisement
Read more!
Advertisement
Advertisement