Advertisement

Sohini-Shovan: 'নতুন বছর ভালোবাসার', সোহাগে-আদরে মাখামাখি সোহিনী-শোভন

Sohini-Shovan: দেখতে দেখতে গোটা একটা বছর কেটে গেল। গত বছর জুলাই মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। বিয়ের পর একসঙ্গে বর্ষবরণ উদযাপন। তাই গত বছরটা যে তাঁদের জন্য খুবই বিশেষ ছিল সেটা বলাই বাহুল্য।

সোহিনী-শোভনের বর্ষবরণের আদরে মাখা রাতসোহিনী-শোভনের বর্ষবরণের আদরে মাখা রাত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jan 2025,
  • अपडेटेड 11:26 AM IST
  • বছরের শেষদিনে স্বামী শোভনের বাহুলগ্না হয়ে নতুন বছরকে স্বাগত জানালেন সোহিনী।

দেখতে দেখতে গোটা একটা বছর কেটে গেল। গত বছর জুলাই মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। বিয়ের পর একসঙ্গে বর্ষবরণ উদযাপন। তাই গত বছরটা যে তাঁদের জন্য খুবই বিশেষ ছিল সেটা বলাই বাহুল্য। আর বছরের শেষদিনে স্বামী শোভনের বাহুলগ্না হয়ে নতুন বছরকে স্বাগত জানালেন সোহিনী। আর এইদিন তাঁদের পোশাকের রং ছিল সাদা। 

২০২৩ সালের মাঝামাঝি সময় থেকেই সোহিনী ও শোভনের প্রেমচর্চা ছিল তুঙ্গে। শোভনের স্বস্তিকার সঙ্গে ব্রেকআপ ও সোহিনীর রণজয় বিষ্ণুর সঙ্গে বিচ্ছেদ, এই দুই ভাঙা মনই জোড়া লেগেছে। যদিও প্রথম থেকে এই প্রেমের খবর নিয়ে শোভন বা সোহিনী কেউই মুখ খোলেননি। তবে এইসব খবর তো আর চাপা থাকে না। তাঁদের সম্পর্ক নিয়ে টলিপাড়ায় জোর চর্চা শুরু হয়। আর তারই মাঝে সোহিনী ও শোভন সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে তাঁরা বিয়ে করবেন। ২০২৪-এর জুলাইতে চারহাত এক হয়। আর বিয়ের পর পুরোদস্তুর সংসারী হয়ে গিয়েছেন সোহিনী। 

বর্ষবরণের রাত একসঙ্গেই একান্তে কাটিয়েছেন সোহিনী ও শোভন। নিজেদের ছোট্ট বাড়িতে একসঙ্গে বর্ষবরণের রাত কাটান সোহিনী-শোভন। দুজনেই এদিন সাদা রঙের পোশাক পরেছিলেন। তুললেন সেলফিও। একটি ছবিতে দেখা যাচ্ছে শোভনের বাহুলগ্না সোহিনী আর অন্য ছবিতে দেখা গিয়েছে সোহিনীকে আদর করছেন শোভন। এই ছবি শেয়ার করে শোভন ক্যাপশনে লিখেছেন, নতুন বছর ভালোবাসার। প্রসঙ্গত, ডিসেম্বর মাসটা সোহিনী-শোভনের কেটেছে পিকনিক করে। 

আরজি কর-কাণ্ডে প্রতিবাদ জানাতে গিয়ে সোহিনীকে ট্রোলের মুখে পড়তে হয়েছে বহুবার। বছর শেষে সেই সব কটাক্ষ, আলোচনা থেকে দূরে সোহিনী। ক্রিসমাসের পরদিন মনের মানুষের হাত ধরে পৌঁছে গিয়েছেন শহর ছেড়ে অনেক দূরে। নদীর পাড়ে সবুজ ঘেরা পরিবেশে সোহিনীর ফোনে বন্দি শোভন। দুই পরিবারের সঙ্গে চড়ুইভাতি করলেন সোহিনী ও শোভন। ছবি তুললেন মা ও শাশুড়ির সঙ্গে। 

জুলাইতে ছিমছামভাবে বিয়ে সারেন সোহিনী ও শোভন। শহর ছেড়ে কিছুটা দূরে এক রাজবাড়িতে আইনি বিয়ে করেন তাঁরা। যেখানে উপস্থিত ছিলেন দুই পরিবার ও ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধবেরা। তবে গায়ে হলুদ, অধিবাস এগুলো সবই হয়েছে নিয়ম মেনে। এরপর সোহিনী ও শোভনের ঘরোয়া বউভাতেও নজর কেড়েছেন এই তারকা দম্পতি। এরপরই এই শহরে ছোট্ট সংসার পাতেন তাঁরা। ভালোবাসায় কেটে যাচ্ছে তাঁদের প্রত্যেকটা দিন।     

Advertisement

Read more!
Advertisement
Advertisement