টলিপাড়ায় অন্য নায়িকাদের থেকে একেবারে অন্যরকম সোহিনী সরকার। তাঁর অভিনয় থেকে শুরু করে তাঁর জীবনযাত্রা, পোশাক বরাবরই অন্যদের চেয়ে আলাদা। নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন নায়িকা। গত বছরই সাতপাকে বাধা পড়েছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। সোহিনীর স্টাইল স্টেটমেন্ট অন্য নায়িকাদের চেয়ে একেবারেই অন্য ধরনের। তাঁকে দেখে মুগ্ধ হবেন না এমন মানুষের সংখ্যা খুব কম। সম্প্রতি সোহিনী তাঁর সোশ্যাল মিডিয়া পেজে সেরকমই একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাঁর ডিগ্ল্যাম লুকস রীতিমতো আগুন ধরাচ্ছে নেট দুনিয়ায়।
সাদা-কালো চেক টিউব গাউনে সেজেছেন সোহিনী। মেকআপের কোনও লেশমাত্র নেই। খোলা চুল ও শরীরী আবেদনে নায়িকা ঝড় তুলছেন পুরুষ হৃদয়ে। নদীর ধারে এই পুরো ফটোশ্যুট হয়েছে। যেখানে সোহিনীকে দেখা গিয়েছে নানান মেজাজে। কখনও আনমনে হেঁটে যাচ্ছেন নদীর ধার ঘেঁষে আবার কখনও বা নদীর ওপর থাকা টিনের ঘরের সামনে বাঁশের ওপর বসে পা দোলাচ্ছেন আবার কখনও অবিনেত্রীকে দেখা গেল ফুল ওড়াতে। আবার কখনও সোহিনীর কিলার লুকস হৃদয়ের ধুকপুকানি বাড়িয়ে দেবে।
সোহিনীর এই লুকস দেখলে আপনি প্রেমে পড়তে বাধ্য। এমনিতেই টলিপাড়ায় অন্যান্য অভিনেত্রীদের চেয়ে সোহিনীর স্টাইল স্টেটমেন্ট একেবারে অন্য ধরনের। এমনিতে অভিনেত্রী একটু বোহেমিয়া লুকসে থাকতেই পছন্দ করেন। তাঁর সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ মারলেই বোঝা যাবে সোহিনীর লুকস একেবারেই অন্য ধরনের। কখনও শাড়িতে আবার কখনও ওয়েস্টার্ন লুকসে সোহিনী মাঝে মধ্যেই ঝড় তোলেন সোশ্যাল মিডিয়ায়।
খুব একটা গ্ল্যামারস লুক পছন্দ করেন না অভিনেত্রী। বরং সাদামাটা, সাধারণ, কম মেকআপে প্রায়ই দেখা যায় সোহিনী সরকারকে। নিজের বিয়ের সময়ও সোহিনী ধরা দিয়েছিলেন একেবারে সাবেকী নববধূ রূপে। শাড়ি হোক অথবা পাশ্চাত্য পোশাক, সবেতেই সোহিনী নিজেকে অন্যদের থেকে আলাদা করে রাখেন। তাঁর স্টাইল স্টেটমেন্ট যে কোনও কাউকে মুগ্ধ করবে। সোহিনী সরকারের স্টাইলিং ও সৌন্দর্য বারবার তাঁর অনুরাগীদের মন আকর্ষণ করে। বং ডিভার অভিনয় দক্ষতা যেমন সবাইকে মুগ্ধ করে, ঠিক তেমনই তাঁর ফ্যাশন স্টেটমেন্ট দেখেও চোখ ফেরানো দায় হয়। তবে অভিনেত্রী যে শাড়ি পড়তে এবং বোহো লুকসেই বেশি কমফোর্ট সোহিনী।