টলিপাড়ার অভিনেত্রীদের মধ্যে সোহিনী সরকার অন্যতম। তাঁর অভিনয় বরাবরই প্রশংসিত। বাইপাস লাগোয়া নতুন ফ্ল্যাটে সোহিনী শুরু করেছেন তাঁর নতুন সাংসারিক জীবন। বেশ গুছিয়েই সংসারটা করছেন তিনি। মাঝে মাঝেই সোহিনীকে সাহায্য করতে দেখা যায় শোভনকে। গত বছরই চারহাত এক হয়েছে সোহিনী-শোভনের। আর কাজ এবং সংসারের ব্যস্ততা থেকে একটু অবসর নিয়ে সোহিনী পৌঁছে গিয়েছেন শান্তিনিকেতনে। আর সেখানে একেবারে আলাদা মেজাজে ধরা দিলেন অভিনেত্রী।
বেশ কিছু সাদা-কালো ছবি শেয়ার করেছেন সোহিনী। যেখানে তাঁকে তাঁর প্রিয় চেনা শাড়িতে দেখা যাচ্ছে। সাদা রঙের হ্যান্ডলুম শাড়ি, সঙ্গে মানানসই ব্লাউজ, নাকে সেপ্টাম ও চোখে কালো ফ্রেমের চশমা। সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন শান্তিনিকেতনের মেঠো রাস্তায়। সোহিনীর মুখে একগাল হাসি। অভিনেত্রী নিজের মতো করে সাইকেল চালাচ্ছেন আবার কখনও বা সাইকেল থামিয়ে চুল ঠিক করছেন অভিনেত্রী। সোহিনীর এই মিষ্টি রূপে বুঁদ নেটাপাড়া।
এমনিতেই টলিপাড়ায় অন্যান্য অভিনেত্রীদের চেয়ে সোহিনীর স্টাইল স্টেটমেন্ট একেবারে অন্য ধরনের। শান্তিনিকেতনে গিয়ে সোহিনীর সাদামাটা শাড়ি লুকস দেখলে আপনি তাঁর প্রেমে পড়তে বাধ্য। শীতের আমেজ গায়ে মেখে সোহিনী কালো রঙের শাল জড়িয়ে চা খাচ্ছেন, অন্যদিকে চোখ অভিনেত্রীর। কপালের ছোট্ট টিপ সোহিনীর সৌন্দয্যকে বাড়িয়েছে। এমনিতে অভিনেত্রী একটু বোহেমিয়া লুকসে থাকতেই পছন্দ করেন। তাঁর সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ মারলেই বোঝা যাবে সোহিনীর লুকস একেবারেই অন্য ধরনের।
খুব একটা গ্ল্যামারস লুক পছন্দ করেন না অভিনেত্রী। বরং সাদামাটা, সাধারণ, কম মেকআপে প্রায়ই দেখা যায় সোহিনী সরকারকে। নিজের বিয়ের সময়ও সোহিনী ধরা দিয়েছিলেন একেবারে সাবেকী নববধূ রূপে। শাড়ি হোক অথবা পাশ্চাত্য পোশাক, সবেতেই সোহিনী নিজেকে অন্যদের থেকে আলাদা করে রাখেন। তাঁর স্টাইল স্টেটমেন্ট যে কোনও কাউকে মুগ্ধ করবে। সোহিনী সরকারের স্টাইলিং ও সৌন্দর্য বারবার তাঁর অনুরাগীদের মন আকর্ষণ করে। বং ডিভার অভিনয় দক্ষতা যেমন সবাইকে মুগ্ধ করে, ঠিক তেমনই তাঁর ফ্যাশন স্টেটমেন্ট দেখেও চোখ ফেরানো দায় হয়। তবে অভিনেত্রী যে শাড়ি পড়তে এবং বোহো লুকসেই বেশি কমফোর্ট সোহিনী।