Advertisement

Sohini Sarkar: খোলা পিঠ-বালিতে মাখামাখি সোহিনী, কে লাগাল? ছবি VIRAL

Sohini Sarkar: সোহিনীর সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই দেখা যাবে একাধিক বোহো লুকসের ছবি। নো মেকআপ আর নাকে সেপ্টাম সোহিনীর লুকসগুলোকে আরও সুন্দর করে তোলে। সোহিনী সবসময়ই তাঁর লুকস নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন।

সোহিনী সরকারসোহিনী সরকার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jun 2025,
  • अपडेटेड 1:59 PM IST
  • সোহিনীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে নায়িকার পিঠে বালি ভর্তি।

পিঠময় বালি মাখানো। হালকা ট্যান পড়েছে। নিয়ন রঙের ব্রালেট বাধা, তার ওপর বাঁধনির ক্রপ টপ। উঁচু করে বাঁধা চুল। সামনেই পাহাড় ও সমুদ্র। ক্যামেরার দিকে পিছন করে বসা এই নায়িকা টলিপাড়ার বেশ জনপ্রিয় নায়িকা। তাঁর হাসিতে পুরুষ হৃদয়ে ঝড় ওঠে। মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় বোল্ড লুকে ধরা দেন তিনি। 

টলিপাড়ার এই নায়িকা গত বছরই বিয়ে করেছেন। তাঁর স্বামী একজন গায়ক এবং নায়িকার চেয়ে বয়সে ছোট। শুধু তাই নয়, খুব অল্প কিছুদিন প্রেম করার পরই বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন এই নায়িকা। তাঁর অভিনয় দর্শক মহলে বেশ প্রশংসিত। নায়িকার স্টাইল স্টেটমেন্টও সকলের চেয়ে আলাদা। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন যে কার কথা বলা হচ্ছে। ইনি হলেন সোহিনী সরকার। যিনি সম্প্রতি তাঁর ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছেন। সি-বিচে ঘুরতে গিয়েছিলেন সোহিনী আর এই ছবিগুলো সেখানকারই। 

সোহিনীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে নায়িকার পিঠে বালি ভর্তি। খোলা পিঠে সামান্য ট্যানও পড়েছে। যদিও অভিনেত্রীর গায়ের রং তামাটে বর্ণেরই। একেবারেই মেকআপ নেই বললেই চলে। সি-বিচে একাধিক পোজে ছবি তুলেছেন সোহিনী। তাঁর কিলার পোজ দেখে মুগ্ধ নেটিজেনরা। সোহিনীর বোহো লুকসে এমনিতেই ফিদা নেটিজেনরা। শাড়ি থেকে ওয়েস্টার্ন সবেতেই নায়িকাকে লাগে অসাধারণ। তবে সোহিনী বরাবরই চিরাচরিত স্টাইলকে অনুসরণ না করে সব সময়ই একটু আলাদা স্টাইল স্টেটমেন্ট তৈরি করার চেষ্টা করেন। শাড়ি হোক বা ফিউশন পোশাক, সোহিনীর এই লুকসকে কেউ মাত দিতে পারেননি। 

সোহিনীর সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই দেখা যাবে একাধিক বোহো লুকসের ছবি। নো মেকআপ আর নাকে সেপ্টাম সোহিনীর লুকসগুলোকে আরও সুন্দর করে তোলে। সোহিনী সবসময়ই তাঁর লুকস নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন। শাড়ি থেকে ওয়েস্টার্ন সবেতেই সোহিনী সেরা। গত বছরই শোভনের সঙ্গে বিয়ে করেছেন সোহিনী। একেবারে ছিমছামভাবেই আইনি বিয়ে সারেন তাঁরা। নতুন ফ্ল্যাটে চুটিয়ে সংসার করছেন সোহিনী-শোভন। 

Advertisement

শেক্সপিয়ারের ওথেলো-র অবলম্বনে তৈরি অথৈ এই মুহূর্তে দেখা যাচ্ছে হইচইতে। অনির্বাণ ও সোহিনীর রসায়ন দর্শকদের আগেই মুগ্ধ করেছিল। এই সিনেমায় তাঁর অভিনয় রীতিমতো প্রশংসিত। হাতে রয়েছে বেশ কয়েকটি প্রজেক্ট। রঘু ডাকাত-এ দেবের সঙ্গে প্রথমবার কাজ করবেন সোহিনী। এছাড়াও, খুব শীঘ্রই সোহিনীকে দেখা যাবে সায়ন্তন ঘোষাল পরিচালিত নাগমণির রহস্য-তে। থাইল্যান্ডের প্রেক্ষাপটে সোহিনী সরকার ‌অভিনীত অ্যাডভেঞ্চারধর্মী সিরিজ এটি। 

 

   

Read more!
Advertisement
Advertisement