Advertisement

Srabanti Chatterjee: ৩৮-এ পা শ্রাবন্তীর, একইদিনে জন্মদিন নায়িকার এই প্রাক্তন স্বামীরও

Srabanti Chatterjee: টলিপাড়ার নায়িকাদের মধ্যে অন্যতম হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাঁর অভিনয় বেশ সমাদৃত। যদিও বেশিরভাগ সময়েই অভিনেত্রী তাঁর ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে চর্চায় থাকেন বেশি। কখনও সম্পর্কে জড়ানো নিয়ে আবার কখনও একাধিক বিয়ে ভাঙা নিয়ে তিনি কোনও না কোনও সময়ে আলোচনার কেন্দ্রে থাকেন।

শ্রাবন্তী ও তাঁর এই প্রাক্তন স্বামীর জন্মদিন একইদিনেশ্রাবন্তী ও তাঁর এই প্রাক্তন স্বামীর জন্মদিন একইদিনে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Aug 2025,
  • अपडेटेड 11:01 AM IST
  • টলিপাড়ার নায়িকাদের মধ্যে অন্যতম হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

টলিপাড়ার  নায়িকাদের মধ্যে অন্যতম হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাঁর অভিনয় বেশ সমাদৃত। যদিও বেশিরভাগ সময়েই অভিনেত্রী তাঁর ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে চর্চায় থাকেন বেশি। কখনও সম্পর্কে জড়ানো নিয়ে আবার কখনও একাধিক বিয়ে ভাঙা নিয়ে তিনি কোনও না কোনও সময়ে আলোচনার কেন্দ্রে থাকেন। ১৩ অগাস্ট শ্রাবন্তীর জন্মদিন। স্বাভাবিকভাবেই মঙ্গলবার মধ্যরাত থেকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন নায়িকা। রাতেই বাড়িতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে কেক কাটিংও হয়েছে। তবে জানেন কি শ্রাবন্তীর জন্মদিনের দিনই তাঁরই এক প্রাক্তন স্বামীরও জন্মদিন? 

পেশাগত দিক থেকে যতনা শ্রাবন্তীকে নিয়ে চর্চা হয় তার চেয়ে অনেক বেশি চর্চিত নায়িকা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। ৩৮ বছর বয়সেই তিনটে বিয়ে ও ডিভোর্স হয়ে গিয়েছে নায়িকার। এখন অবশ্য তিনি নিজেকে সিঙ্গল বলেই দাবি করেন। যদিও ইন্ডাস্ট্রিতে কান পাতলে তাঁর নতুন সম্পর্কের গুঞ্জন শোনা যায়। খুব অল্প বয়সেই শ্রাবন্তী প্রথম বিয়ে করেন পরিচালক রাজীব বিশ্বাসকে। বহু বছর পরিচালকের সঙ্গে সংসার করার শ্রাবন্তীর ডিভোর্স হয়। এরপর আরও দুটো বিয়ে করেন নায়িকা, কিন্তু কোনওটাই সফল হয়নি। তৃতীয় বিয়ে করেছিলেন কেবিন ক্রু রোশন সিংয়ের সঙ্গে। কিন্তু সেই বিয়ের এক বছরের মধ্যেই বিচ্ছেদ। যদিও সেই ডিভোর্স মামলা এতদিন ঝুলে ছিল আদালতে। 

ছবি সংগৃহীত

শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশনের জন্মদিনও একইদিনে, অর্থাৎ ১৩ অগাস্ট। সদ্য বিয়ে করেছেন রোশন। তাঁর নববিবাহিত স্ত্রী অনামিকা মৈত্র রোশনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। গত মাসের শেষের দিকে রোশন ও অনামিকা বিয়ে করেন। চলতি বছরেই শ্রাবন্তী ও তাঁর প্রাক্তন স্বামীর ডিভোর্স হয়। এরপরই রোশন নতুন জীবন শুরু করেন। যদিও তাঁরা দুজনেই আরবানাতেই থাকেন। 

শ্রাবন্তীর জন্মদিনের দিন তাঁর দেবী চৌধুরাণী ছবির পরিচালক শুভ্রজিত মিত্রের পক্ষ থেকে শুভেচ্ছা আসে। পরিচালক নায়িকার সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আমার রানি, আমার ব্যান্ডিট কুইনকে...আমার দেবী চৌধুরাণী। তুমি সব সময়ই সুন্দরী। অনেক ভালোবাসা ও আলিঙ্গন তোমার জন্য। প্রসঙ্গত, এর আগে শুভ্রজিৎ মিত্রের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গেলেও তা নস্যাৎ করে দেন দুজনেই।        

Advertisement

Read more!
Advertisement
Advertisement