Advertisement

Srabanti Chatterjee: 'সেই চুক্তি আর থাকছে না', বড় ঘোষণা করলেন শ্রাবন্তী

Srabanti Chatterjee: টলিপাড়ার জনপ্রিয় নাম শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি নায়িকা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই বিতর্কে থাকেন। পুজোতেই মুক্তি পাবে শ্রাবন্তীর সিনেমা 'দেবী চৌধুরানী'। যার টিজার ইতিমধ্যেই এসে গিয়েছে।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়শ্রাবন্তী চট্টোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Aug 2025,
  • अपडेटेड 6:02 PM IST
  • টলিপাড়ার জনপ্রিয় নাম শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

টলিপাড়ার জনপ্রিয় নাম শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি নায়িকা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই বিতর্কে থাকেন। পুজোতেই মুক্তি পাবে শ্রাবন্তীর সিনেমা 'দেবী চৌধুরানী'। যার টিজার ইতিমধ্যেই এসে গিয়েছে। স্বাভাবিকভাবেই নায়িকা ব্যস্ত তাঁর আগামী ছবি নিয়ে। আর এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় বড় ঘোষণা করলেন নায়িকা। জানিয়ে দিলেন তিনি বেশ ক্ষুব্ধ। 

পুজোর উদ্বোধন, মাচা অনুষ্ঠান বা কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো মুক্ত মঞ্চের ইভেন্টগুলোর জন্য টলিপাড়ার তারকারা নির্দিষ্ট কিছু মানুষের সঙ্গে যুক্ত থাকেন। এঁরাই এইসব অনুষ্ঠানের জন্য তারকাদের সঙ্গে যোগাযোগ করে সব কিছুর আয়োজন করে থাকেন। এতদিন শ্রাবন্তীও তাঁর মাচা অনুষ্ঠান বা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হয়ে যাওয়ার জন্য এক নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে যুক্ত ছিলেন। তবে এবার আর সেই ব্যক্তির সঙ্গে শ্রাবন্তী যুক্ত নেই, তা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন।

শ্রাবন্তী সোশ্যাল মিডিয়া পেজে ইংরাজি ও বাংলায় বিবৃতি জারি করেছে। যেখানে লেখা আছে, নমস্কার, অনেকদিন ধরে আমি একজন নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে মুক্ত মঞ্চের অনুষ্ঠান, সাংস্কৃতিক উৎসব এবং উদ্বোধনী অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ ছিলাম। তবে এখন থেকে সেই চুক্তি আর কার্যকর থাকছে না। নায়িকা আরও লেখেন, অতএব ভবিষ্যতে যে কোনও ধরনের মুক্ত মঞ্চের অনুষ্ঠান, সাংস্কৃতিক উৎসব, উদযাপন বা উদ্ধোধনী অনুষ্ঠানের জন্য আমি কারো সঙ্গে চুক্তিবদ্ধ নই। এই ধরনের অনুষ্ঠান সংক্রান্ত যে কোনও যোগাযোগের জন্য অনুগ্রহ করে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। এরপর শ্রাবন্তী তাঁর অফিসিয়াল নম্বরটি শেয়ার করেন। তবে এর কিছুক্ষণের মধ্যেই এই বিবৃতিটি সরিয়ে দেন তিনি।  

আসলে অনেক সময়ই এই ধরনের ব্যক্তিরা আয়োজকদের কাছে তারকাদের নিয়ে আসার নাম করে মোটা টাকা প্রতারণা করে। আয়োজকরা যাতে প্রতারিত না হন আর শ্রাবন্তী নিজেও যাতে হেনস্থা হতে না পারেন সেই কারণেই এই ঘোষণা। কারণ আর কিছুদিন পর থেকেই গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো, দুর্গাপুজোর উদ্বোধনের জন্য নায়িকাকে অতিথি করে নিয়ে যাওয়ার ধুম পড়বে। আর তার আগেই শ্রাবন্তী জানিয়ে দিলেন যে এবার থেকে সরাসরি যেন তাঁর সঙ্গেই যোগাযোগ করা হয়।    

Advertisement

  

Read more!
Advertisement
Advertisement