কিছুদিন আগেই মুক্তি পেয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরাণী। যেখানে অভিনেত্রীর কাজ প্রশংসা পেয়েছে। এই ছবির সাফল্যের জোয়ারে ভাসছেন নায়িকা। সিঙ্গল মাদার শ্রাবন্তী অভিনয় ও ছেলে ঝিনুক, দুটোই খুব সুন্দরভাবে সামলাচ্ছেন। খুব ছোট বয়সেই মা হয়েছেন তিনি। তাই ছেলে অভিমন্যু তথা ঝিনুকের সঙ্গে মা শ্রাবন্তী বন্ধুর মতোই মেশেন। ছেলের সঙ্গে মায়ের সম্পর্কের সমীকরণ নিয়ে আরও একবার কথা বললেন শ্রাবন্তী।
এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রাবন্তী বলেন, দেবী চৌধুরাণী নিয়ে আমার ছেলে প্রথম থেকেই আশাবাদী ছিল। ও আমার বন্ধু, আমার সমালোচক, আমার জীবন, আমার অ্যাঞ্জেল, আমার সবকিছু আমার ছেলে। ঝিনুকের বলা সব কটা কথা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। নায়িকা আরও বলেন, আমার ছেলে প্রথম থেকেই বলেছিল যে দেখো তুমি এই ছবিতে দর্শকেরা এক অন্য ধরনের শ্রাবন্তীকে দেখতে পাবে।
ছেলে ঝিনুককে নিয়ে বলতে গিয়ে শ্রাবন্তী জানান যে ছেলের সঙ্গে তাঁর খুনসুটি লেগেই রয়েছে। দিদিদের যেমন ভাইয়েরা জ্বালায়, ঠিক তেমনই সম্পর্ক ঝিনুক ও মা শ্রাবন্তীর মধ্যে। আসলে মাত্র ১৬ বছর বয়সে ঝিনুক শ্রাবন্তীর কোলে আসে। ঝিনুক হওয়ার পরই শ্রাবন্তী নায়িকা হন। আসলে টলিউডে কেরিয়ার শুরু করতে না করতেই বিয়ে আর সন্তান আসে শ্রাবন্তীর জীবনে। জীবনে এই লম্বা সময়ে অনেক ঝড়-জল এলেও, মাতৃত্বের দায়িত্বে এক ফোঁটা ফাঁকি দেননি। নায়িকা এক সংবাদমাধ্যমকে বলেন, ছোট বয়সে মা হওয়ার অনেক সুবিধা রয়েছে। যেমন যেমন ঝিনুক হওয়ার পাঁচ বছর পরে আবার আমি কাজে ফিরি। তখন আমার মাত্র ২১ বছর বয়স। তবে এটা সত্যি, ১৬ বছরটা মা হওয়ার জন্য খুবই কম বয়স। ওটা বাড়াবাড়ি।
ঝিনুক আর শ্রাবন্তীর সম্পর্ক মা-ছেলের থেকে বেশি বন্ধু। মাত্র ১৬ বছরের পার্থক্য তাঁদের মধ্যে। আর সেই কারণে শ্রাবন্তীকে তাঁর ছেলের বন্ধুরা আন্টি নয়, বরং দিদি বলে ডাকে। এখন ২০ কোঠায় রয়েছে শ্রাবন্তীর ছেলে অভিমন্যু। বাবা রাজীব বিশ্বাসের সঙ্গে তাঁর সম্পর্ক ভালই। চুটিয়ে প্রেমও করছেন। প্রেমিকা দামিনী ঝিনুকের চেয়ে বড়। মাঝে মধ্যেই ছেলে আর হবু বউমাকে নিয়ে ছবি দিতে দেখা যায় শ্রাবন্তীকে।