Advertisement

Srabanti Chatterjee: হট প্যান্ট-জুতো পরে গণেশ মূর্তিতে শ্রাবন্তী, হিন্দুত্ব নিয়ে 'গেল গেল' রব নেটিজেনদের

সোশ্যাল মিডিয়ার হট টপিক বলা যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। নানারকম কটাক্ষের মুখোমুখি হতে হয় তাঁকে। এবার মারাত্মক অভিযোগে বিদ্ধ হলেন টলিউডের সুন্দরী নায়িকা। তাঁর বিরুদ্ধে আনা হল একেবারে হিন্দু ধর্মের অবমাননার অভিযোগ!

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বিপাকে শ্রাবন্তীইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বিপাকে শ্রাবন্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Oct 2021,
  • अपडेटेड 3:18 PM IST
  • ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বিপাকে শ্রাবন্তী
  • লজ্জাবোধটুকুও আর অবশিষ্ট নেই
  • নেটিজেনদের নিশানায় অভিনেত্রী

গত কয়েকমাস ধরেই নিয়মিত খবরের শিরোনামে রয়েছেন টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্রাবন্তী আর বিতর্ক যেন দুটি সমার্থক শব্দ হয়ে উঠেছে। কখনও তাঁর ব্যক্তিগত জীবন আবার কখনও শ্রাবন্তীর রাজনৈতিক মতাদর্শ নিয়ে নেটিজেনদের মধ্যে আড্ডা চলেছে। সোশ্যাল মিডিয়ার হট টপিক বলা যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। নানারকম কটাক্ষের মুখোমুখি  হতে হয় তাঁকে। এবার মারাত্মক অভিযোগে বিদ্ধ হলেন টলিউডের সুন্দরী নায়িকা। তাঁর বিরুদ্ধে আনা হল একেবারে হিন্দু ধর্মের অবমাননার অভিযোগ! 

সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহুর্ত সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের জন্য মিয়মিত শেয়ার করে থাকেন তিনি। তেমনি সম্প্রতি কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন নায়িকা। তারমধ্যে একটি ছবিকে নিয়ে শুরু হয়েছে যাবতীয় বিতর্ক।

 

আরও পড়ুন

 

সাম্প্রতিককালে ঘুরতে যাওয়ার তিনটি ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী।  কালো রঙের টি শার্ট, শর্টস, চোখে রোদচশমা, পায়ে চপ্পল পরা শ্রাবন্তীকে দেখতেও লাগছে বেশ। এরমধ্যে তৃতীয় ছিবটিকে নিয়ে শুরু হয়েছে যাবতীয় বিতর্ক। ছবিতে গণেশ মূর্তির উপর বসে থাকতে দেখা যাচ্ছে শ্রাবন্তীকে। অভিনেত্রীর পায়ে রয়েছে চপ্পল। আর তাতেই  চটেছেন নেটিজেনদের একাংশ। জুতো পরে গণেশ মূর্তির উপরে বসে ছবি তোলায় তাঁকে কার্যত তুলোধনা করা হয়েছে।

 

 

 ‘বেহায়া মহিলা! লজ্জা বোধ সব কিছু হারিয়ে গিয়েছে? জুতো পরে গণেশ ওপর বসে পড়েছো, নিজেকে হিন্দু বলে পরিচয় দিও না’-এমনই সব তীব্র মন্তব্যে ট্রোল হতে হচ্ছে অভিনেত্রীকে। আবার কেউ লিখেছেন, 'শেষ পর্যায়ে ধর্মের অপমান করলেন!' ‘হাতি’ বলেও ট্রোল করা হয়েছে তাঁকে। কার্যত তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে নেট মাধ্যমের একাংশ।

 

তবে এই প্রথম নয়, এর আগেও বহুবার ট্রোলিং-এর শিকার হতে হয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। পুজোর মরসুমে মহালয়ার ভিডিও দিয়েও বেজায় বিপাকে পড়েছিলেন অভিনেত্রী।  লাল পাড় সাদা শাড়ি, সঙ্গে সোনার গয়না। হাতে শাখা পলা, সিঁথিতে চওড়া করে সিঁদুর, কোঁকড়া খোলা চুলে মোহময়ী রূপে ধরা দিয়েছিলেন শ্রাবন্তী। কখনো তাঁর হাতে ত্রিশূল, আবার কখনো পদ্ম নিয়ে স্নিগ্ধ হাসিমুখে লেন্সবন্দি হয়েছিলেন তিনি। নেটিজেনরা তখন তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বলেন, তিনি দুর্গা নন, দ্রৌপদি। অনেকে এও মন্তব্য করেছেন যে, “আগে নিজের চরিত্র বদলান, তারপর দুর্গা সাজবেন”! 

Advertisement

 

এবার ফের হিন্দু ধর্মের অবমাননার অভিযোগ উঠল শ্রাবন্তীর বিরুদ্ধে। তবে গোটা বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি শ্রাবন্তী চট্টোপাধ্যায়।


 

Read more!
Advertisement
Advertisement