গতমাসেই আইনি বিচ্ছেদ হয়েছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিংয়ের। দীর্ঘদিন ধরে এই দম্পতির ডিভোর্স নিয়ে আদালতে মামলা চলছিল। আর এরই মাঝে রোশন সিং সম্পর্কে জড়িয়েছেন আরও একজনের সঙ্গে। নাম অনামিকা মৈত্র, শ্রাবন্তীর মতো তিনিও বাঙালি। তাই বলাই যায়, এবার রোশনের মন চুরি করলেন কোনও বাঙালি কন্যাই। শ্রাবন্তীর প্রাক্তন স্বামীর প্রেমিকা কে আর কী করেন জেনে নিন।
শ্রাবন্তীর প্রাক্তন স্বামী রোশন প্রেমে পড়েছেন অনামিকা মৈত্র নামে একজনের। অনামিকার সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া তথ্য অনুযায়ী রোশনের প্রেমিকা বাঙালি এবং তিনি কলকাতারই মেয়ে। তিনি মিডিয়া সায়েন্স নিয়ে এমএসসি করেছেন দ্য হেরিটেজ অ্যাকাডেমি থেকে এবং এমবিএ করেছেন সিম্বোসিস থেকে। অনামিকার ফেসবুকে জ্বলজ্বল করছে রিলেশনশিপ স্ট্যাটাস, যেখানে লেখা 'In a relationship with Roshan Singh'। রোশন সিং এর আগেও তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে এই অনামিকাকে নিয়ে স্টোরি পোস্ট করেছিলেন।
সম্প্রতি রোশন তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতেও অনামিকার সঙ্গে মুভি নাইট উপভোগ করার ছবি পোস্ট করেন। সেখানে অনামিকাকে ট্যাগ করেন রোশন। শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদের পর এক সংবাদমাধ্যমকে রোশন জানিয়েছিলেন যে তিনি এক বন্ধন থেকে সবে মুক্তি পেয়েছেন। একটু নিজেকে গুছিয়ে নিয়েই অনামিকার সঙ্গে চলতি বছরেই সাত পাকে বাঁধা পড়বেন। আপাতত বাঙালি কন্যার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন রোশন।
এই প্রাক্তন কেবিন ক্রু এখন জিমখানার মালিক। রোশন সিংয়ের সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই দেখা যাবে তাঁর জিমের ছবি অথবা তাঁর শরীরচর্চার ছবি। প্রসঙ্গত, টলিউড অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চা হয়ে থাকে। প্রথম স্বামী রাজীব বিশ্বাসের সঙ্গে ডিভোর্সের পর শ্রাবন্তী দ্বিতীয় বিয়ে করলেও তা টেকেনি। এরপরই অভিনেত্রীর জীবনে আসেন এই পাঞ্জাবী তরুণ। ২০১৯ সালে লোকচক্ষুর আড়ালে চুপি চুপি বিয়ে সারেন রোশন-শ্রাবন্তী। চণ্ডীগড়ে গুরুদ্বারে গিয়ে পাঞ্জাবী মতে বিয়ে করেন রোশন ও শ্রাবন্তী। বিয়ের একবছর ভালই কেটেছিল তাঁদের।
আরবানাতেই থাকতেন তাঁরা একসঙ্গে। কিন্তু ২০২০ সালেই রোশন-শ্রাবন্তীর সংসারে চিড় ধরে। ২০২০ সালেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন নায়িকা। যদিও সে সময় অনেকেই আঙুল তুলেছিলেন শ্রাবন্তীর দিকেই। কিন্তু সূত্র বলছে বিষয়টা খানিকটা নাকি উল্টো। শ্রাবন্তী নাকি বাধ্য হয়েছিলেন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। এরপর তাঁদের ডিভোর্স মামলা এতদিন চলছিল আদালতে। অবশেষে ৮ এপ্রিল আদালত তাঁদের বিবাহবিচ্ছেদে আইনি সিলমোহর দিল। শ্রাবন্তী এখনও সিঙ্গল বলে নিজেকে দাবি করলেও রোশন তাঁর মনের মানুষকে বহু আগই পেয়ে গিয়েছেন।