Advertisement

Tollywood Gossip: শ্রাবন্তী এখন অতীত, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে লিপলক নায়িকার প্রাক্তন স্বামীর

Tollywood Gossip: রাস্তা আলাদা হয়েছে বহুদিনই হল। এখন আর তাঁদের মধ্যে স্বামী-স্ত্রী সম্পর্ক নেই। অগাস্টেই নতুন করে সংসার পেতেছেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিং। টলিউড নায়িকার মতো রোশনের দ্বিতীয় স্ত্রীও বাঙালি। নাম অনামিকা মৈত্র।

বিয়ের একমাস উদযাপন শ্রাবন্তীর প্রাক্তন স্বামীরবিয়ের একমাস উদযাপন শ্রাবন্তীর প্রাক্তন স্বামীর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Sep 2025,
  • अपडेटेड 11:47 AM IST
  • অগাস্টেই নতুন করে সংসার পেতেছেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিং।

রাস্তা আলাদা হয়েছে বহুদিনই হল। এখন আর তাঁদের মধ্যে স্বামী-স্ত্রী সম্পর্ক নেই। অগাস্টেই নতুন করে সংসার পেতেছেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিং। টলিউড নায়িকার মতো রোশনের দ্বিতীয় স্ত্রীও বাঙালি। নাম অনামিকা মৈত্র। আর বিয়ের একমাস হতে না হতেই রোশন ও অনামিকা একে-অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে জানান দিলেন বিয়ের একমাস সম্পূর্ণ হল তাঁদের। সোশ্যাল মিডিয়ায় দুজনেই এই ছবি শেয়ার করেছেন। 

জুলাই মাসের শেষদিন বিয়ে করেন রোশন ও অনামিকা। অনেকদিন ধরেই রোশন ও অনামিকা সম্পর্কে ছিলেন। চলতি বছরের এপ্রিলে শ্রাবন্তী ও রোশনের আনুষ্ঠানিক ডিভোর্সের পরই রোশনকে তাঁর প্রেমিকার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি দিতে দেখা যায়। এরপরই নায়িকার প্রাক্তন স্বামী সোশ্যাল মিডিয়াতেই অনামিকার সঙ্গে তাঁর বিয়ের তারিখ প্রকাশ্যে আনেন। গত ৩১ জুলাই সাতপাকে বাঁধা পড়েন অনামিকা ও রোশন। একেবারে বাঙালি রীতি মেনেই বিয়ে করেন তাঁরা। রবিবার ৩১ অগাস্ট রোশন ও অনামিকার বিয়ের একমাস সম্পূর্ণ হল। আর এইদিন বিশেষ ছবি পোস্ট করলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী ও তাঁর দ্বিতীয় স্ত্রী।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

এদিন রোশন যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, অনামিকা ও রোশন একে-অপরের ঠোঁটে ঠোঁট রেখে চুমু খাচ্ছেন। রোশন পরে আছেন মেরুন রঙের পাঞ্জাবি ও অনামিকা পরে রয়েছেন সাদা রঙের ঢাকাই জামদানি সঙ্গে মেরুন ব্লাউজ।  হাতে মেহেন্দি পরা। এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে রোশন লেখেন, একমাস পূর্ণ হল, এটা সারাজীবন চলবে আমার প্রাণ। প্রসঙ্গত, শ্রাবন্তীর সঙ্গে ভালোবাসা করেই বিয়ে করেন রোশন। ২০১৯ সালে লোকচক্ষুর আড়ালে চুপি চুপি বিয়ে সারেন কেবিন ক্রু রোশন ও শ্রাবন্তী। চণ্ডীগড়ে গুরুদ্বারে গিয়ে পাঞ্জাবী মতে বিয়ে করেন রোশন ও শ্রাবন্তী। বিয়ের একবছর ভাল কাটলেও এরপর তাঁরা ডিভোর্সের পথে এগোন। 

চলতি বছরের এপ্রিলেই ডিভোর্স হয় রোশন ও শ্রাবন্তীর। এরপরই দ্বিতীয় বিয়ে করেন প্রাক্তন কেবিন ক্রু। রোশনের স্ত্রী অনামিকা বাঙালি এবং তিনি কলকাতারই মেয়ে। তিনি মিডিয়া সায়েন্স নিয়ে এমএসসি করেছেন দ্য হেরিটেজ অ্যাকাডেমি থেকে এবং এমবিএ করেছেন সিম্বোসিস থেকে। বিয়ে সারা হতেই অনামিকা তাঁর সোশ্যাল মিডিয়ায় নাম বদলে অনামিকা সিং করেন। শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদের পর এক সংবাদমাধ্যমকে রোশন জানিয়েছিলেন যে তিনি এক বন্ধন থেকে সবে মুক্তি পেয়েছেন। একটু নিজেকে গুছিয়ে নিয়েই অনামিকার সঙ্গে চলতি বছরেই সাত পাকে বাঁধা পড়বেন। আর সেই কথামতো জুলাই শেষে অনামিকাকে বিয়ে করলেন রোশন।       

Advertisement

Read more!
Advertisement
Advertisement