চলছে পবিত্র শ্রাবণ মাস। আর এই মাসটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। অনেকেই এই মাসে শ্রাবণের চারটে সোমবারের উপোস করে থাকেন। মহাদেবের মাথায় জল ঢেলে, তাঁর অভিষেক-পুজো করে তবেই খাবার খান। আম জনতার পাশাপাশি অনেক টলিউড তারকাদেরও শ্রাবণের সোমবার করতে দেখা যায়। এখন অবশ্য অনেক মহিলাদেরই এই শ্রাবণ মাসে সবুজ চুডি পরতে দেখা যাচ্ছে। সেই তালিকায় রয়েছেন তৃণমূলের বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ীও। তিনিও হাতে সবুজ চুড়ি পরেছেন, যার ছবি সম্প্রতি দেখা গিয়েছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পেজে।
শ্রাবণ মাস এলেই বিবাহিত মহিলারা হাতে সবুজ রঙের কাচের চুড়ি পরেন। যদিও বাঙালি নিয়মে এই সবুজ চুড়ি পরার চল নেই, তা অবাঙালিদের মধ্যেই দেখা যায়। কিন্তু এখন ট্রেন্ডে গা ভাসিয়ে অনেকেই এই সবুজ চুডি পরছেন। তবে শ্রীময়ী নিয়ম মেনেই এই চুড়ি পরেছেন এই সময়ে। এক সংবাদমাধ্যমকে শ্রীময়ী বলেন, সঠিক কারণ বলতে পারব না। শুনেছি, শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি পরলে মহাদেব এবং মা পার্বতীর আশীর্বাদ লাভ করা যায়। সবুজ কাচের চুড়িকে সৌভাগ্যের প্রতীক হিসাবে গণ্য করা হয়। আর সেই জন্যই শ্রীময়ী সবুজ কাচের চুড়ি পরেছেন।
কাঞ্চন-শ্রীময়ীর বাড়িতে এমনিতেই নিয়ম-নিষ্ঠা মেনে বারো মাসে তেরো পার্বন পালন করা হয়। লক্ষ্মীপুজো থেকে শুরু করে সত্যনারায়ণ পুজো, মা কালীর পুজো, জগন্নাথ দেবের পুজো, জন্মাষ্টমী সহ সব পুজোই নিয়ম মেনে করা হয়। কাঞ্চনের মতো শ্রীময়ীও আধ্যাত্মিক মানুষ। তাই বিধায়ক-স্বামীর সঙ্গে তিনিও পুজোর কাজ, ভোগ রান্না সবটাই করে থাকেন। গত বছর প্রেগন্যান্সিতেও কালীপুজোর ভোগ ও পুজোর জোগাড় একাই করেছিলেন শ্রীময়ী।
বিয়ের আগে থেকেই শিবরাত্রি পালন করতেন। আর গত দেড় বছর ধরে তিনি শ্রাবণের সোমবার করেন। তবে চারটে সোমবার নয়, বরং দুটো সোমবার করেন তিনি। খুব যে নিয়ম পালন করেন তা নয়, উপোস করে সকালেই শিবের মাথায় জল ঢালেন তিনি আর তারপরই খেয়ে নেন। যদিও আগের বছর শ্রাবণ মাসে খুব বেশি নিয়ম মানতে পারেননি। কারণ, সে সময় শ্রীময়ী অন্তঃসত্ত্বা ছিলেন। তবে এই বছরের শ্রাবণের সোমবারগুলো নিষ্ঠা ভরে পালন করছেন অভিনেত্রী। সোমবার শিবের মাথায় জল ঢেলে নিরামিষ খাবার খাওয়া তো আছেই।