Advertisement

Subhashree Ganguly: সাদা ফ্রক-কাঁধে সবুজ ব্যাগ, শুভশ্রীর হাত ধরে প্রথম স্কুলে গেল ইয়ালিনি, VIDEO

Subhashree Ganguly: বয়স মাত্র ১ বছর ৬ মাস। এরই মধ্যে মায়ের কোলে চেপে প্রথম স্কুলের পথে পা বাড়ালো রাজ-শুভশ্রী কন্যা ইয়ালিনি। সাদা ফ্রক আর মাথায় সাদা ফিতে দিয়ে পনিটেল বেঁধে মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কোলে চেপে স্কুলে চলল ইয়ালিনি।

প্রথম স্কুলে গেল রাজ-শুভশ্রীর মেয়েপ্রথম স্কুলে গেল রাজ-শুভশ্রীর মেয়ে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 May 2025,
  • अपडेटेड 2:38 PM IST
  • মায়ের কোলে চেপে প্রথম স্কুলের পথে পা বাড়ালো রাজ-শুভশ্রী কন্যা ইয়ালিনি।

বয়স মাত্র ১ বছর ৬ মাস। এরই মধ্যে মায়ের কোলে চেপে প্রথম স্কুলের পথে পা বাড়ালো রাজ-শুভশ্রী কন্যা ইয়ালিনি। সাদা ফ্রক আর মাথায় সাদা ফিতে দিয়ে পনিটেল বেঁধে মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কোলে চেপে স্কুলে চলল ইয়ালিনি। স্কুলে যাওয়া থেকে শুরু করে স্কুলে গিয়ে কী কী করল ছোট্ট মেয়ে, তার সবটাই শেয়ার করলেন শুভশ্রী। আর ইয়ালিনির প্রথম স্কুলে যেতেই তাকে শুভেচ্ছায় ভরাল টলিপাড়া। 

সদ্য আমেরিকা থেকে ফিরেছেন রাজ-শুভশ্রী ও ইউভান। আর ফিরেই চক্রবর্তী পরিবারে ব্যস্ততা তুঙ্গে। সোমবার ইয়ালিনির ছিল প্রথম স্কুল ডে। আর তা নিয়েই মা-বাবার ব্যস্ততা চোখে পড়ার মতো। এদিন শুভশ্রী একটি ছোট ভিডিও ও কিছু ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে মেয়ে ইয়ালিনির সঙ্গে রং মিলিয়ে সাদা টি-শার্ট ও কালো ট্রাউজার পরেছেন শুভশ্রী। ইয়ালিনির কাঁধে সবুজ রঙের ব্যাগ। আর সেই ভিডিও করার সময় মায়ের কোল থেকে অভিনেত্রীর মতোই হাত নেড়ে টা টা করল ইয়ালিনি। 

অনেক ছোট শিশুকেই দেখা গিয়েছে যে প্রি-স্কুলে যাওয়ার সময় তারা কেঁদে ভাসাচ্ছে। কিন্তু রাজ-শুভশ্রীর মেয়ের মুখে হাসি। খুশিমনেই স্কুলে যাচ্ছে ইয়ালিনি। মায়ের হাত ধরে হাসতে হাসতে স্কুলে গেল সে। বোনের প্রথম স্কুল যাওয়ার সময় ছিল দাদা ইউভানও। মায়ের সঙ্গে স্কুলের প্রথম দিনে অনেক কিছু করল সে। মা-মেয়ে দুজনে মিলে এদিন স্কুলে ছবি এঁকেছে, রং করেছে। এই মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করেছেন শুভশ্রী। 

শুভশ্রী এই ছবি পস্ট করতেই ইয়ালিনিকে আদরে ভরিয়ে দিয়েছেন টলিপাড়ার অনেকেই। প্রসঙ্গত, ইয়ালিনিকে বাড়িতে রেখেই রাজ, শুভশ্রী ও ইউভান আমেরিকায় গিয়েছিলেন। সেখানে লস অ্যাঞ্জেলসে রাজের বাবলি ও সন্তান ছবির বিশেষ প্রদর্শন ছিল। সেখানে ডিজনি ওয়ার্ল্ডেও গিয়েছিল ইউভান। মা-বাবার সঙ্গে একরত্তি খুবই মজা করেছে। আর ফিরেই ইয়ালিনিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন তারকা দম্পতি।  

Advertisement
Read more!
Advertisement
Advertisement