Advertisement

Subhashree Ganguly: ঝাড়খণ্ডে শ্যুটিংয়ে ব্যস্ত শুভশ্রী, জন্মদিনে নায়িকাকে সারপ্রাইজ রাজ-ইউভানের

Subhashree Ganguly: প্রতি বছর জন্মদিনটা পরিবার ও প্রিয় মানুষদের সঙ্গেই কাটিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্বামী রাজ চক্রবর্তী ও সন্তানদের নিয়ে এই বিশেষ দিনটি কাটাতে পছন্দ করেন টলিপাড়ার লেডি সুপারস্টার। কিন্তু ২০২৫ সালটি শুভশ্রীর জন্য দারুণ এক বছর। কাজ যেমন বেড়েছে তেমনি ব্যস্ততাও এখন তুঙ্গে। তাঁর অভিনয় দেখে বারংবার দর্শকেরা মুগ্ধ হচ্ছেন।

দুমকায় স্বামী ও ছেলের সঙ্গে জন্মদিনে শুভশ্রীদুমকায় স্বামী ও ছেলের সঙ্গে জন্মদিনে শুভশ্রী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Nov 2025,
  • अपडेटेड 10:03 AM IST
  • প্রতি বছর জন্মদিনটা পরিবার ও প্রিয় মানুষদের সঙ্গেই কাটিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

প্রতি বছর জন্মদিনটা পরিবার ও প্রিয় মানুষদের সঙ্গেই কাটিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্বামী রাজ চক্রবর্তী ও সন্তানদের নিয়ে এই বিশেষ দিনটি কাটাতে পছন্দ করেন টলিপাড়ার লেডি সুপারস্টার। কিন্তু ২০২৫ সালটি শুভশ্রীর জন্য দারুণ এক বছর। কাজ যেমন বেড়েছে তেমনি ব্যস্ততাও এখন তুঙ্গে। তাঁর অভিনয় দেখে বারংবার দর্শকেরা মুগ্ধ হচ্ছেন। ৩ নভেম্বর ছিল টলিউডের সকলের প্রিয় শুভর জন্মদিন। মধ্যরাত থেকেই শুভেচ্ছায় ভাসছেন অভিনেত্রী। কিন্তু শহরে নেই নায়িকা। দুমকাতে শ্যুটিংয়ে ব্যস্ত তিনি। কিন্তু তা বলে কি জন্মদিন পালন হবে না। শুভশ্রীকে সারপ্রাইজ দিতে সেখানেই পৌঁছে যান পরিচালক-স্বামী রাজ, সঙ্গে ছেলে ইউভান। কাজের পর হোটেলের ঘরেই কেক কেটে স্ত্রী শুভশ্রীর জন্মদিন পালন করলেন পরিচালক। 

মায়ের জন্মদিন অথচ বাড়িতে নেই মা। মন খারাপ তো হওয়ারই কথা ইউভানের। এখন সে বড় হচ্ছে। তাই বাবার সঙ্গে মায়ের শ্যুটিংয়ের জায়গা ঝাড়খণ্ডে পৌঁছে গেলেন ইউভানও। তবে ইয়ালিনি ছোট বলে তাকে সঙ্গে নেওয়া হয়নি। বাড়িতেই ছিল শুভশ্রী-কন্যা। বাবা রাজ চক্রবর্তীর সঙ্গে শুটিং সেটেই মায়ের জন্মদিন পালন করল ছোট্ট ইউভান। এদিন রাজের শেয়ার করা ভিডিওতে দেখা গেল নায়িকা পরে রয়েছেন ফুলস্লিভ গোলাপি রঙের টি-শার্ট ও জিনস, একেবারে মেকআপ ছাড়া। স্নিগ্ধ লাগছিল শুভশ্রীকে। 

রাজ ও ছেলে ইউভান এনেছিলেন সাদা রঙের বার্থডে কেক। শ্যুটিং শেষ করে ছেলেকে নিয়ে কেক কাটলেন শুভশ্রী। নায়িকাকে কেক খাইয়ে দিলেন আর তারপর ছেলে ইউভানকে। তবে এতকিছুর মধ্যেই ছেলেকে নিয়ে ভীষণভাবে সাবধানি মা শুভশ্রী। কেকের সঙ্গে ছিল ফুলের তোড়া ও ইউভানের আঁকা কার্ড। তবে মেয়ে ইয়ালিনির অভাব বোধ করেছেন শুভশ্রী। এই বছরের জন্মদিনটা কাজের মধ্যে দিয়েই কাটল তাঁর। তবে দিনের শেষে এই সারপ্রাইজ নায়িকার ঠোঁটে হাসি এনে দিয়েছে। 

প্রথমে গৃহপ্রবেশ তারপর ধূমকেতু। পরপর ছবি মুক্তির সফলতা শুভশ্রীর ঝুলিতে। এই বছরটা যেন তাঁকে ব্যস্ততার মধ্যেই রেখে দিয়েছিল। দুটো ছবি বক্স অফিসে দারুণ হিট। তারওপর নতুন সিরিজ অনুসন্ধান আসতে চলেছে। তারও প্রচার চলছে জোর কদমে। এরই মাঝে কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি ‘ওয়েটিং রুম’-এর সেট পড়েছে ঝাড়খণ্ডের দুমকায়। সেখানেই শ্যুটিং সারছেন শুভশ্রী। তবে তিনি ফিরে এলে গ্র্যান্ড বার্থডে সেলিব্রেশন যে হবে তা বলার অপেক্ষা রাখে না।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement