Advertisement

Subhashree Ganguly: 'রুক্মিণীর ছবিটা দেখা হয়নি', বিনোদিনী-বিতর্কে মুখ খুললেন শুভশ্রী

Subhashree Ganguly: এ যেন বিনোদিনী বনাম বিনোদিনী। একজন রামকমল মুখোপাধ্যায়ের বিনোদিনী আর একজন সৃজিত মুখোপাধ্যায়ের বিনোদিনী। বেশ কিছুদিন ধরেই এই বিনোদিনী নিয়ে বিতর্ক চলছে। কিছুদিন আগেই বড়পর্দায় মুক্তি পেয়েছে রুক্মিণী মৈত্র অভিনীত বিনোদিনী: এক নটীর উপাখ্যান। সেই ছবিতে বিনোদিনীর ভূমিকায় রুক্মিণীর অভিনয় বেশ প্রশংসিত।

বিনোদিনী বিতর্কে মুখ খুললেন শুভশ্রীবিনোদিনী বিতর্কে মুখ খুললেন শুভশ্রী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Mar 2025,
  • अपडेटेड 4:51 PM IST
  • বেশ কিছুদিন ধরেই এই বিনোদিনী নিয়ে বিতর্ক চলছে।

এ যেন বিনোদিনী বনাম বিনোদিনী। একজন রামকমল মুখোপাধ্যায়ের বিনোদিনী আর একজন সৃজিত মুখোপাধ্যায়ের বিনোদিনী। বেশ কিছুদিন ধরেই এই বিনোদিনী নিয়ে বিতর্ক চলছে। কিছুদিন আগেই বড়পর্দায় মুক্তি পেয়েছে রুক্মিণী মৈত্র অভিনীত বিনোদিনী: এক নটীর উপাখ্যান। সেই ছবিতে বিনোদিনীর ভূমিকায় রুক্মিণীর অভিনয় বেশ প্রশংসিত। আর তারই মাঝে সৃজিত তাঁর পরবর্তী ছবি লহ গৌরাঙ্গের নাম রে-তে বিনোদিনীর চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা করেন। আর তারপর থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না। আর এই বিতর্ক নিয়ে বেশ বিরক্ত শুভশ্রী নিজেও। দোলের দিন মুখ খুললেন অভিনেত্রী। 

দোলের দিন সৃজিতের ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ এক আনুষ্ঠানিক ঘোষণা পর্বে হাজির ছিলেন শুভশ্রী। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের ক্ষোভ উগরে দেন রাজ-ঘরণী। সাংবাদিকদের প্রশ্নে শুভশ্রীর সপাট জবাব, 'ক্মিণী আমার থেকে খুব জুনিয়র। মাত্র কিছু ছবিতে কাজ করেছে। ও নিশ্চয়ই প্রচণ্ড মন দিয়ে কাজটি করেছে। তবে আমার দেখা হয়নি। ও নিশ্চয়ই ভালো করেছে। আমার মনে হয় এখানেই বিনোদিনী বিতর্কের ইতি হওয়া দরকার। কারণ আমি প্রত্যেক অভিনেতার কাজকে সম্মান করি। তাছাড়া ‘লহ গৌরাঙ্গের নাম রে’ কোনভাবেই বিনোদিনীকে নিয়ে ছবি নয়, তার থেকে অনেক বড়।'

সেই সঙ্গে শুভশ্রী এও জানান যে তিনিই যে সৃজিতের বিনোদিনী হবেন তা ২০১৯ সালেই ঠিক হয়ে গিয়েছিল। অভিনেত্রী তখন থেকেই জানতেন যে তিনি লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে বিনোদিনীর চরিত্রে তাঁর কথাই ভাবা হচ্ছে। এরপর নানাবিধ কারণে ছবিটি তৈরি হয়নি। মাঝে শুভশ্রী মা হন। বিনোদিনীর চরিত্রে আসেন প্রিয়াঙ্কা সরকার। তাঁর লুক সেটও হয়ে যায়, সেই ছবিও সামনে আসে। যদিও প্রিয়াঙ্কা এই ছবিটি আর করছেন না। ফের প্রযোজক ও পরিচালকের তরফে যখন শুভশ্রীকে এই চরিত্রের জন্য বলা হয়, তিনি আর না করেননি। শুভশ্রী বলেন, 'সৃজিত কিন্তু কাউকে দেখে প্রাভাবিত হননি। ওকে দেখে কেউ অনুপ্রাণিত হতে পারে। তাতে আমার মনে হয় না সৃজিতের কোনও অসুবিধে থাকতে পারে বলে। দুই বিনোদিনীর তুলনা এখনই বন্ধ হোক। আমার প্রতিটি শিল্পীর প্রতি সম্মান আছে।'   

Advertisement

এর আগে সৃজিতের চতুষ্কোণ ও দশম অবতার ছবিতেও কাজ করার কথা ছিল শুভশ্রীর। কিন্তু কোনওভাবে তা হয়ে ওঠেনি। তাই পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চান না। সৃজিত মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে রয়েছে একের পর এক চমক। মহাপ্রভুর ভূমিকায় পরিচালক বেছে নিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে। অন্যদিকে গিরীশ ঘোষ হচ্ছেন ব্রাত্য বসু। ছবিতে দেখা যায় ঈশা সাহা, দর্শনা বণিক সহ একগুচ্ছ অভিনেতাকেও। নতুন ছবির শুটিং শুরু হবে জুন মাসে।

Read more!
Advertisement
Advertisement