Advertisement

Subhashree Ganguly: সাদা শার্টে চুমু দিলেন শুভশ্রী, কার আবদার মেটালেন? VIDEO

Subhashree Ganguly: টলিউডের অন্যতম অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী তাঁর ব্যক্তিগত জীবনেও ব্যালেন্স রেখে চলেন। স্বামী রাজ চক্রবর্তী ও দুই সন্তানকে নিয়ে সুখের সংসার অভিনেত্রীর।

শুভশ্রী গঙ্গোপাধ্যায়শুভশ্রী গঙ্গোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Feb 2025,
  • अपडेटेड 12:05 PM IST
  • টলিউডের অন্যতম অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

টলিউডের অন্যতম অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী তাঁর ব্যক্তিগত জীবনেও ব্যালেন্স রেখে চলেন। স্বামী রাজ চক্রবর্তী ও দুই সন্তানকে নিয়ে সুখের সংসার অভিনেত্রীর। এরই মাঝে দেখা গেল রাজকে ভুলে অনঅয় একজনের শার্টে চুমু দিলেন শুভশ্রী। আর সেই ভিডিও নেটপাড়ায় ভাইরাল। কার শার্টে চুমু দিলেন শুভশ্রী? 

আসলে কিছুদিন আগেই শুভশ্রীর কেরিয়ার ১৮ বছরে পা দিল। আর সেই উপলক্ষ্যে অভিনেত্রী তাঁর ভক্ত ও অনুগামীদের জন্য শহরের এক হোটেলে এসেছিলেন দেখা করতে। প্রিয় নায়িকাকে দেখতে দূর দূর থেকে ছুটে এসেছিলেন তাঁর ভক্তেরা। কেউ এনেছিলেন শুভশ্রীর জন্য উপহার, কেউ বা হাতে আঁকা নায়িকার ছবি আবার কেউ বা ফুলের তোড়া। আর এরই মাঝে অদ্রিজা নামের এক ভক্তের ছিল অন্য ধরনের আবদার নায়িকার কাছে। আর সেই আবদার মেটান শুভশ্রী। 

অদ্রিজা এদিন সাদা রঙের শার্ট পরে এসেছিলেন। আর শুভশ্রীর কাছে আবদার ছিল সেই শার্টে নায়িকার ঠোঁটের ছাপ থাকতে হবে। শুভশ্রীকে বলতেই রাজি হয়ে যান তিনি। অদ্রিজার শার্টের পিছনে শুভশ্রী তাঁর লাল ঠোঁটের ছাপ ফেলেন চুমু দিয়ে। প্রিয় নায়িকাকে এত কাছ থেকে পেয়ে আবেগে অদ্রিজা শুভশ্রীর গালে চুমুও দেন। নায়িকাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন। আর এত বছরের সফরে শুভশ্রীর এর চেয়ে বড় পাওনা আর কিছুই নেই। এদিন শুভশ্রীর পরনে ছিল বডি হাগিং লাল রঙের অফ শোল্ডার ড্রেস। খোলা চুল ও ঠোঁটে লাল লিপস্টিক অভিনেত্রীকে আরও মোহময়ী করে তুলেছিল। 

কেরিয়ারের ১৮ বছর যাঁদের ভালোবাস-সমর্থন পেয়ে আজ এই জায়গায় এসেছেন শুভশ্রী, সেই সকল ভক্ত-অনুগামীদের সঙ্গে সময় কাটালেন নায়িকা। জীবনে সব সময় ভাল একজন মানুষ হতে চেয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, সিনেমা আমার জীবন নয়, জীবনের একটা অংশ। জীবনের এই অংশে আমি অনেক কিছু পেয়েছি, প্রাপ্তির সংখ্যাই বেশি। সবচেয়ে বেশি পেয়েছি মানুষের ভালবাসা। 'চ্যালেঞ্জ' বা 'পরাণ যায় জ্বলিয়া রে'র সময় যাঁরা দেখেছেন আজ তাঁরা 'সন্তান'ও দেখছেন। এক ইভাবে ভালবাসা দিচ্ছেন আমায়। এটাই তো বড় পাওয়া। এদিন ভক্তদের নিঃস্বার্থ ভালোবাসা দেখে আবেগে ভাসেন নায়িকা। কর্মাশিয়াল ছবির পাশাপাশি শুভশ্রী নিজেকে ভেঙে অন্যরকম ছবির যোগ্য করে তুলেছেন। শুভশ্রীকে শেষবার পর্দায় দেখা গিয়েছে রাজ চক্রবর্তীর সন্তান ছবিতে। হাতে বেশ কয়েকটি কাজও রয়েছে। সেগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement