Advertisement

Subhashree Ganguly On Messi Incident: মেসি-কাণ্ডে চরম ট্রোলিং, এবার মুখ খুললেন শুভশ্রী, কী বক্তব্য? VIDEO

শনিবার যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসিকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ দর্শকদের তাণ্ডবের কথা অজানা নয় কারোরই। একদিকে যেমন মেসি কাণ্ডে তোলপাড় রাজ্য-রাজনীতি, অপরদিকে, মেসির সঙ্গে ছবি তোলা নিয়ে রীতিমতো কটাক্ষের মুখে পড়তে হল টলিউডের নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।

শুভশ্রী গঙ্গোপাধ্যায়শুভশ্রী গঙ্গোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Dec 2025,
  • अपडेटेड 10:15 AM IST
  • শনিবার যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসিকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ দর্শকদের তাণ্ডবের কথা অজানা নয় কারোরই।

শনিবার যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসিকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ দর্শকদের তাণ্ডবের কথা অজানা নয় কারোরই। একদিকে যেমন মেসি কাণ্ডে তোলপাড় রাজ্য-রাজনীতি, অপরদিকে, মেসির সঙ্গে ছবি তোলা নিয়ে রীতিমতো কটাক্ষের মুখে পড়তে হল টলিউডের নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। নায়িকার পরিচালক-স্বামী রাজ চক্রবর্তী এই নিয়ে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন। এবার এই নিয়ে নীরবতা ভাঙলেন শুভশ্রী। সোমবার সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনা নিয়ে নিজেই মুখ খুললেন শুভশ্রী। 

শুভশ্রী সেই ভিডিওতে জানিয়েছেন যে তিনি মেসির সঙ্গে দেখা করতে যাওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন। সেই আমন্ত্রণ পেয়েই শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ তিনি বাইপাসের ধারের পাঁচতারা হোটেলে যান এবং মেসির সঙ্গে দেখা করেন। নায়িকা এও জানান যে টলিউড থেকে তিনি এবং কৌশিক গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। হোটেলেই মেসির সঙ্গে দেখা হয় এবং সেখানেই ছবি তোলেন তিনি। শুভশ্রীর কথায়, আমি যখন বেরিয়ে যাচ্ছি, তখন মেসির জনসংযোগকারী দলের থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে যাওয়ার অনুরোধ জানানো হয়। ওঁরাই জানান, মেসিকে ঘিরে নানা ব্যবস্থাপনা রয়েছে। আমি গেলে ওঁদের সুবিধা হবে।

তবে অনেকেই প্রশ্ন তুলেছেন যে কেন শুভশ্রীকে আমন্ত্রণ করা হল, তিনি বিধায়কের স্ত্রী বলেই কি এই বাড়তি সুবিধা পেলেন তিনি? এ প্রসঙ্গে শুভশ্রী জানিয়েছেন যে এই প্রশ্নের উত্তর মেসির জসংযোগ টিম বেশি ভাল দিতে পারবে। সে দিন হোটেল থেকে বেরিয়ে যুবভারতী পর্যন্ত যান শুভশ্রী। সেই সময়ে অভিনেত্রীর সহযোগী দলের কর্মীরা ইনস্টাগ্রামে ছবিগুলি পোস্ট করার চেষ্টা করতে থাকেন। কিন্তু মাঠে জ্যামার থাকায় সেই ছবিগুলি তখন পোস্ট হয়নি বলে জানান শুভশ্রী। সাড়ে ১১টায় মাঠে এসে পৌঁছোন মেসি। শুভশ্রী জানান, তিনিও নিজের চোখে মাঠের পরিস্থিতি উত্তপ্ত হতে দেখেন। পুরো পরিস্থিতির দায় আয়োজকদের বলেও দাবি করেন শুভশ্রী। পরিস্থিতি অশান্ত হওয়ার পরে বেরিয়ে যান সেখান থেকে। তখনই নাকি প্রযুক্তির গন্ডগোলের জেরে সেই ছবিগুলি তাঁর ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যায়। তবে সেটা বানতলায় শুটিংয়ে পৌঁছে অভিনেত্রী দেখতে পান।

Advertisement

এরপরই শুভশ্রী প্রশ্ন তোলেন, যেভাবে তাঁকে কটাক্ষ করা হচ্ছে, যেন তিনি মেসির পাশে মাঠে দাঁড়িয়েছিলেন। তাঁর দোষ কোথায়? নায়িকা বলেন, হোটেলে গিয়ে ছবি তোলা আমার দোষ? ভুল সময়ে প্রযুক্তির কারণে ছবি পোস্ট হয়ে যাওয়া আমার ভুল হতে পারে। এরপর শুভশ্রী রীতিমতো ক্ষুব্ধ হয়ে বলেন, আমি একজন নারী, আমি বাংলা ছবির অভিনেত্রী বলেই কি আমাকে আক্রমণ করছেন? বলিউডেও তো করিনা কপূর গিয়েছিলেন। শাহরুখ খান আসেননি ছবি তুলতে? আমার দোষ কী! আমাকে কারও প্রাক্তন প্রেমিকা বলে কটাক্ষ করা হচ্ছে। ২০২৬ আসতে চলেছে। মহিলা হয়েও মহিলাদের এই ভাবে সম্বোধন করা হচ্ছে। আপনারা আমার সঙ্গে ঠিক করলেন তো? এরপরই নায়িকা বলতে শুরু করেন যে সম্প্রতি তাঁর সন্তানদের নিয়েও আক্রমণ শুরু হয়েছে। বলা হচ্ছে, ছোট ছোট সন্তাগুলোকে মেরে ফেলা হবে। আর তিনি মা হিসাবে সেটা মেনে নেব না। 

Read more!
Advertisement
Advertisement