Advertisement

Dev-Subhashree: শুভশ্রীকে ইনস্টাগ্রামে ব্লক করেছিলেন দেব, কেন? নিজেই সব উগরে দিলেন

Dev-Subhashree: একেই বলে অসাধ্য সাধন। দশ বছর পর যে ছবি মুক্তি পেতে চলেছে, সেই ছবির ট্রেলার লঞ্চের দিন বন্ধুত্ব হল দুই প্রাক্তনের। ধূমকেতু মিলিয়ে দিল দেব ও শুভশ্রীকে। এতদিন একাধিক ইভেন্টে, ফিল্মি পার্টিতে তাঁদের দেখা হলেও কথা হয়নি। কিন্তু ৪ অগাস্ট ধূমকেতুর ট্রেলার মুক্তির দিন একসঙ্গে মঞ্চে উপস্থিত হলেন দেব ও শুভশ্রী।

দেব-শুভশ্রীদেব-শুভশ্রী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Aug 2025,
  • अपडेटेड 11:21 AM IST
  • দেব ও শুভশ্রীকে নিয়ে তাঁদের ভক্তদের মধ্যে উন্মাদনা কম নয়।

একেই বলে অসাধ্য সাধন। দশ বছর পর যে ছবি মুক্তি পেতে চলেছে, সেই ছবির ট্রেলার লঞ্চের দিন বন্ধুত্ব হল দুই প্রাক্তনের। ধূমকেতু মিলিয়ে দিল দেব ও শুভশ্রীকে। এতদিন একাধিক ইভেন্টে, ফিল্মি পার্টিতে তাঁদের দেখা হলেও কথা হয়নি। কিন্তু ৪ অগাস্ট ধূমকেতুর ট্রেলার মুক্তির দিন একসঙ্গে মঞ্চে উপস্থিত হলেন দেব ও শুভশ্রী। লেগ পুলিং থেকে খুনসুটি, একসঙ্গে নাচ সবটাই হল এদিন।

দেব ও শুভশ্রীকে নিয়ে তাঁদের ভক্তদের মধ্যে উন্মাদনা কম নয়। ধূমকেতু তাঁদের জুটির শেষ সিনেমা হলেও অনুরাগীরা তাঁদের একসঙ্গে ফের দেখতে চান। ধূমকেতুর ট্রেলাল লঞ্চের দিন দেব ও শুভশ্রী দুজনেই কালো রঙের পোশাক পরেছিলেন। নজরুল মঞ্চে তখন তাঁদের দেখার জন্য উপচে পড়ছে ভিড়। একসঙ্গে দেব-শুভশ্রী মঞ্চে এন্ট্রি নিতেই গোটা অডিটোরিয়াম উচ্ছ্বাসে ভেসে যান। এরপর দেব-শুভশ্রীর হালকা কথাবার্তা দিয়ে শুরু হয় তাঁদের প্রথম কথোপকথন। এতদিন ইনস্টাগ্রামে দেব-শুভশ্রী একে-অপরকে আনফলো করে রেখেছিলেন। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ার সেই দুরত্ব ঘুচে গেল। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

সঞ্চালক রোহন দেব ও শুভশ্রীকে যখন প্রশ্ন করেন, তাঁরা একে-অপরকে কবে ফলো করবেন? এই প্রশ্নের উত্তরে শুভশ্রী বলেন, কে আগে ব্লক করেছিল ? এই কথার উত্তরে চুপ করে যান দেব। তবে স্বীকার করেন তিনিই প্রথম শুভশ্রীকে ব্লক করেছিলেন ইনস্টাগ্রামে। এরপর শুভশ্রী নিজের ফোন বের করেন এবং দেবকে ফলো করেন। শুভশ্রী দেবকে ফলো করতেই দেবও নিজের ফোন নিয়ে আসেন এবং শুভশ্রীকে ফলো করেন। ধূমকেতুর ট্রেলার লঞ্চের মঞ্চেই দুই প্রাক্তন তাঁদের সব মান-অভিমান ভুলে পেশার খাতিরে আবার বন্ধু হলেন। ফলো করলেন সোশ্যাল মিডিয়ায়। 

এদিনের মঞ্চে দেব-শুভশ্রীকে ঘিরে একাধিক ঘটনার সাক্ষী থাকলেন তাঁদের ভক্ত-অনুরারীরা। মঞ্চেই দেবের সঙ্গে সেলফি তোলেন শুভশ্রী। দশ বছর পর একসঙ্গে ফের দেখা গেল হাসিমুখে তাঁদের। ধূমকেতু ছবিটি দেব-শুভশ্রীর জুটিতে করা শেষ ছবি। এরপরে আর তাঁদের বড়পর্দায় একসঙ্গে দেখা যায়নি। ধূমকেতু ছবির শ্যুটিং শুরুর আগেই তাঁদের সম্পর্ক ভাঙে। তবে সম্পর্ক ভাঙলেও তাঁদের জুটির জনপ্রিয়তা একটুও কমেনি দর্শকদের কাছে। বরং একে-অপরের সব ভুল বোঝাবুঝি দূরে রেখে সিনেমার স্বার্থে ফের একসঙ্গে দেখা দিলেন দেব-শুভশ্রী। আগামী ১৪ অগাস্ট মুক্তি পাবে ধূমকেতু। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement