ব্যস্ততা যতই থাকুক না কেন রাজ ও শুভশ্রী তাঁদের দুই সন্তান ইউভান ও ইয়ালিনিকে সময় দিতে কোনও সময়ই ভোলেন না। দুই সন্তানকে নিয়ে তারকা দম্পতির অবসর সময় দিব্যি কেটে যায়। আর শুভশ্রী তো ছেলে-মেয়েকে পেলে সবকিছুই ভুলে যান। এমনকী ফোনও সাইলেন্টে রেখে সন্তানদের সঙ্গে সময় কাটান। এই মুহূর্তে শুভশ্রী তাঁর কাজকর্ম নিয়ে ভীষণভাবে ব্যস্ত। আর তারই মাঝে ইয়ালিনিকে নিয়ে ছেলে ইউভানকে স্কিল থেকে আনতে গেলেন। আর গাড়ির মধ্যে ইয়ালিনির আধো আধো কথার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা মুহূর্তে ভাইরাল।
ইয়ালিনির আধো আধো কথা
ইউভানকে স্কুল থেকে আনতে মেয়ে ইয়ালিনিকে নিয়ে মা শুভশ্রী গাড়ি করে যাচ্ছেন। আর যাওয়ার পথে ইয়ালিনি কী কী কথা বললেন সেটারই ভিডিও করেছেন নায়িকা। ভিডিওতে দেখা গিয়েছে, মায়ের কোলে বসে আছে শুভশ্রী-কন্যা। মা যেমনটা তাকে বলতে বলছে সেও সেভাবে কথা বলছে। কখনও তাকে বলতে শোনা যায় ইউভান দাদা আবার কখনও বা মা শুভশ্রীর স্টাইলে ইয়ালিনি পাকা বুড়িদের মতো বলে ওঠে হাই। দাদাকে স্কুল থেকে আনার সময় মা ও মেয়ের এই কীর্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই সেখানে ইয়ালিনিকে ভালোাসায় ভরিয়ে দিয়েছেন সবাই।
ইউভান-ইয়ালিনির দুষ্টুমি
এখানেই শেষ নয়, ইউভান গাড়িতে উঠতেই দুই ভাই-বোন মায়ের কোলেই দুষ্টুমি শুরু করে দেয়। আর বোনকে পেয়েই তাকে চুমুতে ভরিয়ে দিল দাদা ইউভান। এর আগেও শুভশ্রী ইউভান ও ইয়ালিনির নানান কীর্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ২০২৩ সালের ৩০ নভেম্বর শুভশ্রী জন্ম দেন তাঁর দ্বিতীয় সন্তান ইয়ালিনির। জন্মের পর থেকেই মেয়েকে আড়ালে রেখেছিলেন তারকা দম্পতি। এরপর গত বছর ইউভানের জন্মদিনের দিন ইয়ালিনির মুখ সামনে নিয়ে আসেন রাজ-শুভশ্রী। এখন দুই সন্তানকে নিয়ে সুখের সংসার রাজ ও শুভশ্রীর।
ভীষণ ব্যস্ত রাজ-শুভশ্রী
কিছুদিন আগেই রাজ ও শুভশ্রী একান্তে সময় কাটাতে চলে গিয়েছিলেন বিদেশে। সেখান থেকেই একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেন। এই মুহূর্তে দুজনেই কাজ নিয়ে ভীষণ ব্যস্ত তাঁরা। রাজের হাতেও রয়েছে একাধিক প্রকল্প আর শুভশ্রীর কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 'গৃহপ্রবেশ'। দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে এই ছবিটি। প্রশংসিত শুভশ্রীর অভিনয়ও। সেই সঙ্গে তাঁর নতুন ছবির শ্যুটিং চলছে সমান তালে। সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে'-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।