Advertisement

Subhashree Ganguly: কালীপুজোর রাতে বড়মা দর্শনে শুভশ্রী, মায়ের কাছে কী চাইলেন নায়িকা?

টলিপাড়ার পাওয়ার কাপল রাজ-শুভশ্রী বরাবরই আধ্যাত্মিক। নিজেদের আরবানার বাড়িতে জগন্নাথ দেব, লক্ষ্মীপুজো সহ জন্মাষ্টমীর পুজোও পালন করা হয়। তাঁরা দুজনেই নিজেদের কেরিয়ারে দারুণভাবে সফল। আর তাঁদের এই সফলতার অন্যতম মূল মন্ত্রই হল ভগবানের প্রতি বিশ্বাস।

বড়মার দর্শনে রাজ-শুভশ্রীবড়মার দর্শনে রাজ-শুভশ্রী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Oct 2025,
  • अपडेटेड 1:34 PM IST
  • টলিপাড়ার পাওয়ার কাপল রাজ-শুভশ্রী বরাবরই আধ্যাত্মিক।

টলিপাড়ার পাওয়ার কাপল রাজ-শুভশ্রী বরাবরই আধ্যাত্মিক। নিজেদের আরবানার বাড়িতে জগন্নাথ দেব, লক্ষ্মীপুজো সহ জন্মাষ্টমীর পুজোও পালন করা হয়। তাঁরা দুজনেই নিজেদের কেরিয়ারে দারুণভাবে সফল। আর তাঁদের এই সফলতার অন্যতম মূল মন্ত্রই হল ভগবানের প্রতি বিশ্বাস। সোমবার কালীপুজো ও দিওয়ালি উপলক্ষ্যে বাড়িতে যেমন ঘরোয়া পার্টির আয়োজন করা হয়েছিল তেমনি কালীপুজোর দিন নৈহাটির বড়মার মন্দিরে গিয়ে পুজো দিয়ে এলেন তারকা দম্পতি। 

রাজের পাশাপাশি শুভশ্রী ভগবান বিশ্বাসী। এর আগেও তাঁকে ধূমকেতু মুক্তির আগে দেবের সঙ্গে নৈহাটির বড়মার মন্দিরে যেতে দেখা গিয়েছিল। আর তার কয়েক মাসের মধ্যেই রাজকে সঙ্গে নিয়ে শুভশ্রী কালীপুজোর দিন পৌঁছালেন বড়মার মন্দিরে। গোলাপি রঙের শাড়ি ও সঙ্গে মানানসই স্লিভলেস ব্লাউজ, গলায় ও কানে কুন্দন সেট ও সিঁথিতে সিঁদুর। একেবারে মা লক্ষ্মী রূপেই ধরা দিলেন শুভশ্রী। রাজের সঙ্গে বড়মার মন্দিরে গিয়ে দর্শন করলেন বড় কালী মায়ের মূর্তি। 

এখন বেশ কিছুদিন বন্ধ রয়েছে বড়মার মূল মন্দির। কারণ বাইরে পূজিত হচ্ছেন বড় কালী মা। তবে রাজ ও শুভশ্রীর দর্শনের জন্য খোলা হয় মন্দির। বড়মার দর্শনও করেন তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। যেখানে শুভশ্রীকে দেখা যাচ্ছে একদৃষ্টি তিনি তাকিয়ে রয়েছেন মা কালীর দিকে। হাতজোড় করে মাথা উঁচু করে দীর্ঘায়ী মা কালিকে দেখছেন নায়িকা। সামনেই তাঁর নতুন ওয়েব সিরিজ অনুসন্ধান আসছে। তাই দু হাত তুলে মায়ের কৃপা চাইছেন শুভশ্রী। পাশে কালো রঙের পাঞ্জাবি পরে বসে আছেন রাজ। তবে রাজ-শুভশ্রীর সঙ্গে টলিপাড়ার অনেকেই গিয়েছিলেন এই বড়মার দর্শনে। 

কিছুদিন আগেই রাজ ও শুভশ্রী মহাকাল মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। ইউভান-ইয়ালিনিকে নিয়ে পুজো দেন মহাকাল মন্দিরে। দুই সন্তানকে নিয়ে ঈশ্বরের আশীর্বাদ নিতে গিয়েছিলেন তাঁরা। এছাড়াও প্রতি বছর পুরীতে রাজ-শুভশ্রী যান নিয়ম করে। জগন্নাথ দর্শন করতে ভোলেন না তাঁরা। তারকা দম্পতির বাড়িতেও প্রতিষ্ঠিত জগন্নাথ দেব রয়েছে, রথের দিন পুজো হয় বাড়িতেই।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement