Advertisement

Swsatika Mukherjee: 'Crush খাইয়া ক্রাশড হইয়া গেলাম', কোন অভিনেতার প্রেমে পড়লেন স্বস্তিকা?

Swsatika Mukherjee: জীবনে মোট ৬টা প্রেম করছেন। তবে আরও করার ইচ্ছে রয়েছে। আর তারই মাঝে বিশালভাবে ক্রাশ খেলেন স্বস্তিকা মুখোপাধ্যায় টলিউডের এই অভিনেতার ওপর। এমনিতে অভিনেত্রী নিজের প্রেম জীবন নিয়ে সব সময়ই খোলামেলা কথা বলতেই ভালোবাসেন। আর তা নিয়ে কখনই কোনও লুকোছাপা করতেও ভালোবাসেন না।

স্বস্তিকা মুখোপাধ্যায় ছবি সৌজন্যে: ইনস্টাগ্রামস্বস্তিকা মুখোপাধ্যায় ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 May 2025,
  • अपडेटेड 1:03 PM IST
  • তবে এবার যে স্বস্তিকা ক্রাশ খেয়েছেন, সে কথা ফলাও করে সোশ্যাল মিডিয়ায় জানালেন।

জীবনে মোট ৬টা প্রেম করছেন। তবে আরও করার ইচ্ছে রয়েছে। আর তারই মাঝে বিশালভাবে ক্রাশ খেলেন স্বস্তিকা মুখোপাধ্যায় টলিউডের এই অভিনেতার ওপর। এমনিতে অভিনেত্রী নিজের প্রেম জীবন নিয়ে সব সময়ই খোলামেলা কথা বলতেই ভালোবাসেন। আর তা নিয়ে কখনই কোনও লুকোছাপা করতেও ভালোবাসেন না। তবে এবার যে স্বস্তিকা ক্রাশ খেয়েছেন, সে কথা ফলাও করে সোশ্যাল মিডিয়ায় জানালেন। সঙ্গে এটাও বললেন কোন অভিনেতার ওপর তাঁর ক্রাশ।

একাধিক সাক্ষাৎকারে স্বস্তিকা তাঁর প্রেম জীবন ও প্রেমিকদের নিয়ে খোলামেলা চর্চা করেছেন। তাঁর ব্যক্তিগত জীবন একেবারে খোলা পাতা। তাঁর মতে, প্রেমে পড়া কোনও অপরাধ নয় আর যে কোনও বয়সেই প্রেমে পড়া যায়। সেই স্বস্তিকাই সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন যে তিনি ক্রাশ খেয়েছেন এক টলিউড অভিনেতার ওপর। যাঁর সিনেমা, সিরিজ সবটাই স্বস্তিকা দেখেন নিয়ম করে। কিন্তু কে সেই অভিনেতা? স্বস্তিকা তাঁর ফেসবুকে জানিয়েছেন তিনি ক্রাশ খেয়েছেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর ওপর। যিনি আপামর দর্শকের কাছে একেনবাবু বলেই পরিচিত। 

স্বস্তিকা তাঁর ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন। যেখানে তাঁকে দেখা গিয়েছে নীল রঙের ড্রেসে। আর স্বস্তিকার পিছনে একেনবাবুর সাম্প্রতিক ছবি বেনারসে বিভীষিকার পোস্টার। যে পোস্টারে স্বয়ং অনির্বাণ তথা একেনবাবুকে দেখা যাচ্ছে। একটা ছবিতে স্বস্তিকাকে দেখে বোঝা যাচ্ছে তিনি এই ছবি দেখেছেন এবং তাঁর খুবই ভাল লেগেছে। এর একটি ছবিতে স্বস্তিকা হার্টের ভঙ্গীমা করেছেন হাত দিয়ে, আর সেটা যে অনির্বাণের জন্য তা বুঝতে ভুল হবে না। স্বস্তিকা লেখেন, Crush খাইয়া নিজেই ক্রাশ্ড হইয়া গেলাম। এই একেন টা বেস্ট একেন। আমি তো এমনিও ফ্যান, ওমনিও ফ্যান। আমি সব একেন দেখেছি, সিনেমা, সিরিজ সব। ক্রাশবাবু স্যার, আপনি ম্যাগনিফিসেন্ট (Anirban Chakrabarti)। Housefull প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে কী যে ভীষণ ভাল লাগে।

এরপর স্বস্তিকা সিনেমার অন্যান্য কলাকুশলীদেরও প্রশংসা করেন। তবে ছবির পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের কাছে একটা আবদার করেই বসেন অভিনেত্রী। স্বস্তিকা লেখেন, আর জয়দীপ দা, পরের একেনটায় আমায় একটা চান্স দাও, আমি কথা দিচ্ছি মন দিয়ে অভিনয় করব। দারুণ হয়েছে জাস্ট দারুণ। প্রসঙ্গত, চলতি মাসেই মুক্তি পেয়েছে ‘দ্য একেনঃ বেনারসে বিভীষিকা’। দর্শকদের কাছ থেকে ভালই সাড়া পাওয়া গিয়েছে। এবার একেনের আগামী ছবিতে স্বস্তিকার দেখা পাওয়া যায় কিনা, সেই অপেক্ষাতই দর্শক।  

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement