গ্ল্যামার দুনিয়ায় থাকতে হলে অভিনেতা-অভিনেত্রীদের অনেক কিছু ত্যাগ করে থাকতে হয়। পছন্দের খাবার ছোঁয়া তো দূরের কথা, তা দেখাও যায় না। সঙ্গে কঠোর পরিশ্রম। কিন্তু সপ্তাহে বা মাসে তারকারাও তাঁদের কড়া ডায়েট থেকে বেরিয়ে নিজেদের পছন্দের খাবার খেয়ে থাকে। সেই তালিকায় নাম রয়েছে মিমি চক্রবর্তী, নুসরত জাহান, কোয়েল মল্লিক সহ আরও অনেকের। এবার সেই তালিকায় নাম এল স্বস্তিকা চক্রবর্তীরও। এমনিতে অভিনেত্রী খুব একটা ডায়েটের চক্করে থাকেন না। যেটা খেতে ইচ্ছে হয় সেটাই খেয়ে নেন। এবার সেই খাওয়া-দাওয়ারই এক ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।
স্বস্তিকা এমনিতে খুবই ঠোঁটকাটা। সোজা সাপটা কথা বলার জন্য ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয় অভিনেত্রী। ফেসবুকে অভিনেত্রী একটি ছবি শেয়ার করেছেন যেখানে তাঁকে দেখা যাচ্ছে কাঁথাস্টিচের শাড়িতে। চুলে বিনুনি করা, চোখে অন্য ধরনের চশমার ফ্রেম। যার দুটো দুই ধরনের। একটা গোল আর একটা চার চৌকো। কপালে বড় লাল টিপ। স্বস্তিকা শ্য়ুটিং ফ্লোর থেকে এই ছবি পোস্ট করেছেন। তবে সকলের নজর গিয়েছে অভিনেত্রীর হাতে ধরা জিলিপির দিকে। ইয়া বড় একটা জিলিপি ধরে ছবি দিয়েছেন অভিনেত্রী।
হাতে জিলিপি নিয়ে ছবি-সহ স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছেন, ‘শুটিং সেটে এ কে এসেছে? গরম গরম জিলিপি পুরো টুরু লাভ’। স্বস্তিকা এমনিতে খুব একটা ডায়েট করতে পছন্দ করেন না। টেক্কার প্রচারেই শোনা গিয়েছিল যে তিনি রুক্মিণীর থেকে মাঝেমধ্যেই ডায়েট নিতেন। তবে রুক্মিণী যেই ডায়েটের লম্বা চার্ট দিতেন স্বস্তিকা বিরিয়ানি অর্ডার দিয়ে দিতেন। স্বস্তিকার এই ছবিতে অনেকেই জানিয়েছেন যে তাঁদেরও প্রিয় জিলিপি।
এর আগে মিমিকেও জিলিপির প্রেমে ডুবতে দেখা গিয়েছিল। আসলে বাঙালি মানেই মিষ্টি প্রিয়। আর বং নায়িকারা যতই ডায়েট করুক না কেন মিষ্টি দেখলে লোভ সামলানো যে দায় তা স্বস্তিকাকে দেখেই বোঝা যাচ্ছে। কিছুদিন আগেই শ্য়ুটিং ফ্লোর থেকে ছবি পোস্ট করে আরজি কর নিয়ে খোঁচা দেওয়া হয় স্বস্তিকাকে। তবে চুপ করে সেই খোঁচা সহ্য করেননি স্বস্তিকা। বরং সপাটে তার জবাব দিয়েছেন। অভিনেত্রী একেবারে নিজের মতো করেই জীবন কাটাতে ভালোবাসেন। মেয়ে অন্বেষা ও তাঁর সুখের সংসার। কাজের সূত্রে মাঝে মধ্যেই কলকাতা থেকে মুম্বই ছুটে আসতে হয় স্বস্তিকাকে।