Advertisement

Swastika Mukherjee: 'আমার প্রিয় সাদা লিলি...', স্বস্তিকাকে কে দিল ফুল?

Swastika Mukherjee: যখন যেটা করতে ইচ্ছে হয় কিছু না ভেবেই করে বসেন স্বস্তিকা মুখোপাধ্যায়। জীবনকে নিজের শর্ত সাপেক্ষে চালাতেই পছন্দ করেন নায়িকা। স্বস্তিকার গোটা জীবনটাই খোলা ডায়েরি। মেয়ে আর কেরিয়ার সঙ্গে তাঁর প্রিয় পোষ্য, এদের নিয়েই স্বস্তিকার ছোট সংসার।

স্বস্তিকা মুখোপাধ্যায় ছবি সৌজন্যে: ইনস্টাগ্রামস্বস্তিকা মুখোপাধ্যায় ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Apr 2025,
  • अपडेटेड 4:07 PM IST
  • জীবনে একাধিক সম্পর্কে জড়ালেও এই মুহূর্তে সিঙ্গল লাইফ কাটাচ্ছেন স্বস্তিকা।

যখন যেটা করতে ইচ্ছে হয় কিছু না ভেবেই করে বসেন স্বস্তিকা মুখোপাধ্যায়। জীবনকে নিজের শর্ত সাপেক্ষে চালাতেই পছন্দ করেন নায়িকা। স্বস্তিকার গোটা জীবনটাই খোলা ডায়েরি। মেয়ে আর কেরিয়ার সঙ্গে তাঁর প্রিয় পোষ্য, এদের নিয়েই স্বস্তিকার ছোট সংসার। এই মুহূর্তে শহরে নেই স্বস্তিকা। কাজের জন্য তাঁকে মুম্বইতেই থাকতে হচ্ছে। আর সেখানেই স্বস্তিকাকে তাঁর প্রিয় ফুল সাদা লিলি পাঠালেন অভিনেত্রীর প্রিয় মানুষ। 

জীবনে একাধিক সম্পর্কে জড়ালেও এই মুহূর্তে সিঙ্গল লাইফ কাটাচ্ছেন স্বস্তিকা। মেয়ে অন্বেষা ও তাঁর পোষ্যদের নিয়ে সুখের জীবন অভিনেত্রীর। মা-মেয়ের সম্পর্ক একেবারে বন্ধুর মতো। কাজের জন্য মুম্বইয়ের ভার্সোভাতে থাকছেন তিনি। আর সেখানেই মায়ের জন্য সাদা রঙের লিলি পাঠালেন মেয়ে অন্বেষা। মাদার্স ডে উপলক্ষ্যে মায়ের জন্য মেয়ের এই ছোট্ট উপহার, যা পেয়ে বেশ আপ্লুত নায়িকা। স্বস্তিকা মেয়ের উপহার নিয়ে বেশ কয়েকটি ছবি তুলেছেন, সঙ্গে অবশ্যই রয়েছে তাঁর পোষ্য সাবিত্রী, যে নায়িকাকে চেটেপুটে একাকার করে দিচ্ছে। 

স্বস্তিকা এই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, মাম্মা তাঁর মায়ের জন্য মাম্মা ডে-তে আমার প্রিয় সাদা রঙের লিলি পাঠিয়েছে। হ্যাপি মাদার্স ডে টু মি। আর দেখ কে আমাকে চাটছে আর পোজ দিচ্ছে...সাবিত্রী ডার্লিং। মেয়ে অন্বেষাকে স্বস্তিকা একাই বড় করে তুলেছেন। খুব অল্প বয়সে বিয়ে হয় স্বস্তিকার। তারপর অন্বেষা হওয়ার পরই দাম্পত্যে চিড় ধরে। কোলে মেয়েকে নিয়েই স্বামীর ঘর ছাড়েন অভিনেত্রী। এরপর মেয়েকে বড় করে তোলেন স্বস্তিকা একাই। অভিনেত্রী একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন যে মেয়েকে স্কুলে ভর্তি করতে গিয়ে তাঁকে সমস্যার মুখে পড়তে হয়েছিল। বাবার পরিচয় ছাড়া স্কুলে ভর্তি হচ্ছিল না অন্বেষা। এখন অবশ্য স্বস্তিকা-কন্যা বিদেশে চাকরি করছেন। কখনও নায়িকা যান মেয়ের সঙ্গে দেখা করতে আবার কখনও বা অন্বেষা আসেন কলকাতায়। 

সম্প্রতি স্বস্তিকা এক সাক্ষাৎকারে তাঁর সঙ্গে জিতের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। স্বস্তিকা জানিয়েছেন প্রায় ৬ বছরের সম্পর্ক ছিল জিতের সঙ্গে। সেই সম্পর্ক মেনে নিয়েছিল মেয়ে অন্বেষাও। জিৎ-এর সঙ্গে বিচ্ছেদের কারণে আজও স্বস্তিকাকে ক্ষমা করতে পারেননি মেয়ে অন্বেষা। আর এইসব দেখেই মনে হয় অভিনেত্রীর সঙ্গে তাঁর মেয়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement