Advertisement

Swastika Mukherjee: 'জিতের সঙ্গে সম্পর্ক ভাঙায় মেয়ে দুয়ো দিত', বিস্ফোরক স্বস্তিকা

Swastika Mukherjee: নিজের জীবন নিয়ে সব সময়ই অকপট অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ব্যক্তিগত জীবনে কী করেছেন, কী না করেছেন, তা নিয়ে কোনও রাখঢাক রাখেননি অভিনেত্রী। তাই টলিপাড়ায় নায়িকা ঠোঁটকাটা বলেই পরিচিত। খুব ছোট বয়সে বিয়ে করলেও সেই সংসার টেকেনি অভিনেত্রীর। তবে এরপর একাধিক সম্পর্কে জড়িয়েছেন নায়িকা।

স্বস্তিকা-জিতের সম্পর্কস্বস্তিকা-জিতের সম্পর্ক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Mar 2025,
  • अपडेटेड 1:31 PM IST
  • নিজের জীবন নিয়ে সব সময়ই অকপট অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

নিজের জীবন নিয়ে সব সময়ই অকপট অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ব্যক্তিগত জীবনে কী করেছেন, কী না করেছেন, তা নিয়ে কোনও রাখঢাক রাখেননি অভিনেত্রী। তাই টলিপাড়ায় নায়িকা ঠোঁটকাটা বলেই পরিচিত। খুব ছোট বয়সে বিয়ে করলেও সেই সংসার টেকেনি অভিনেত্রীর। তবে এরপর একাধিক সম্পর্কে জড়িয়েছেন নায়িকা। কোনওটা দীর্ঘ আবার কোনওটা অল্প সময়ের। তবে এইসব সম্পর্কের মাঝে জিৎ ও স্বস্তিকার সম্পর্ক নিয়ে একসময় চর্চা ছিল তুঙ্গে। যদিও সেই ‘ওপেন সিক্রেট’ নিয়ে দু’জনের কেউই কখনও সরাসরি প্রতিক্রিয়া দেননি। সম্পর্ক ভাঙার পর যে যাঁর মতো নিজের জীবনকে গুছিয়ে নিয়েছেন। সম্প্রতি জিতের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে এক টক শো-তে মুখ খুললেন স্বস্তিকা। 

স্বস্তিকা এই শো-তে স্পষ্ট করে জানান যে তিনি এখনও পর্যন্ত ৬টি সম্পর্কে জড়িয়েছিলেন। আর সেই ৬টি সম্পর্ক স্বস্তিকার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কোনও সম্পর্ককেই তিনি হালকাভাবে নেননি। এরপরই স্বস্তিকা তাঁর সঙ্গে জিৎ-এর সম্পর্ক নিয়ে মুখ খোলেন। স্বস্তিকা জানান যে তাঁর সঙ্গে জিৎ-এর দীর্ঘ ৬ বছরের সম্পর্ক ছিল। আর সেই সম্পর্ক ভাঙার জন্য অভিনেত্রীর মেয়ে অন্বেষা তাঁর মাকেই দায়ী করেন। স্বস্তিকার কথায় অন্বেষা এখনও বলেন, 'মা তুমি এটা কী করলে! তোমাদের সম্পর্কে যাই হয়ে থাকুক না কেন, দোষটা তোমারই ছিল। লোকটাকে কি সুন্দর দেখতে মা.. তোমার এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত একেবারেই ঠিক ছিল না।'

স্বস্তিকা আরও জানান যে তাঁর বোন ও মা সবসময়ই জিৎ-এর দিকেই থাকতেন। জিৎ-এর বিয়েতে অভিনেত্রীর বোন ও মেয়ে গিয়েছিল। ওইদিন স্বস্তিকার বোন কেঁদে ভাসিয়েছিলেন। আসলে স্বস্তিকার পরিবারের কেউই জিতের সঙ্গে তাঁর বিচ্ছেদ মেনে নিতে পারেননি। স্বস্তিকার দাবি, জিৎ-এর সঙ্গে এতটাই ভাল সম্পর্ক ছিল তাঁর মেয়ের। অন্বেষা তাঁকে এখনও পর্যন্ত জিৎ-এর সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে ক্ষমা করেননি। সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জিৎ ও স্বস্তিকাকে কথা বলতে দেখা গিয়েছে। 

Advertisement

তবে স্বস্তিকা তাঁর ৫০ বছর ছোঁয়া পর্যন্ত আরও কিছু প্রেম করতে চান। জিৎ-এর পর স্বস্তিকা আরও কিছু সম্পর্কে জড়িয়েছিলেন তবে সব সম্পর্কই ভেঙে গিয়েছে। এখন আপাতত সিঙ্গল অভিনেত্রী। মেয়ে অন্বেষাকে ঘিরেই তাঁর সুখের সংসার। স্বস্তিকার সঙ্গে বিচ্ছেদের বছর খানেক বাদে জিৎ বিয়ে করেন। মোহনার সঙ্গে বর্তমানে তাঁর সুখের ঘরকন্না। তবে জিৎ হোক বা পরমব্রত অথবা সৃজিত, প্রাক্তনদের নিয়ে খোলাখুলি কথা বলতে দ্বিধাবোধ করেন না স্বস্তিকা।  

Read more!
Advertisement
Advertisement