Advertisement

Swastika Mukherjee: 'অভয়ার জন্য এবার..', আরজি কর নিয়ে খোঁচা স্বস্তিকাকে, এল পাল্টা জবাব

Swastika Mukherjee: গত ৯ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক কর্তব্যরত চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনা গর্জে উঠেছিল গোটা রাজ্য। এই ঘটনা একেবারে নাড়িয়ে দিয়েছিল রাজ্য-রাজনীতিকে। সাধারণ মানুষ থেকে শুরু করে টলিপাড়ার সেলেবরাও প্রতিবাদে মুখর হয়েছিলেন। সেই তালিকায় নাম ছিল স্বস্তিকা মুখোপাধ্যায়ের।

স্বস্তিকা মুখোপাধ্যায় ছবি সৌজন্যে: ফেসবুকস্বস্তিকা মুখোপাধ্যায় ছবি সৌজন্যে: ফেসবুক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jan 2025,
  • अपडेटेड 5:48 PM IST
  • স্বস্তিকা হঠাৎ করেই আরজি কর নিয়ে পোস্ট করা যেমন থামিয়ে দেন তেমনি তাঁকে আর কোনও মিছিল-মিটিংয়ে অংশ নিতে দেখা যায় না।

গত ৯ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক কর্তব্যরত চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনা গর্জে উঠেছিল গোটা রাজ্য। এই ঘটনা একেবারে নাড়িয়ে দিয়েছিল রাজ্য-রাজনীতিকে। সাধারণ মানুষ থেকে শুরু করে টলিপাড়ার সেলেবরাও প্রতিবাদে মুখর হয়েছিলেন। সেই তালিকায় নাম ছিল স্বস্তিকা মুখোপাধ্যায়ের। মেয়েদের রাত দখল থেকে শুরু করে লালবাজার বা ধর্মতলায় ধর্নায় বসা সবেতেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে এই নিয়ে তাঁকে কম ট্রোলের মুখে পড়তে হয়নি। অনেকেই সেই সময় বলেছিলেন যে স্বস্তিকার আগামী ছবি টেক্কা-এর প্রচারের জন্যই তিনি আন্দোলনে নেমেছেন। ক্রমাগত ট্রোলিং, সমালোচনা, ছবি মুক্তি এইসবের কারণে স্বস্তিকা হঠাৎ করেই আরজি কর নিয়ে পোস্ট করা যেমন থামিয়ে দেন তেমনি তাঁকে আর কোনও মিছিল-মিটিংয়ে অংশ নিতে দেখা যায় না। কিন্তু সম্প্রতি স্বস্তিকা ছবি দিতেই নেটিজেনরা উস্কে দিলেন আরজি কর কাণ্ড। 

সম্প্রতি একটি ছবি শেয়ার করেন স্বস্তিকা। কপালে লাল টিপ, গায়ে সুতির শাড়ি, গলায় লম্বা বল চেইন, নাকছবি, চুল বাঁধা। এই ছবি পোস্ট করে স্বস্তিকা ক্যাপশনে লেখেন, শ্যুটিং-এর ফাঁকে-ফোঁকরে। অর্থাৎ শ্যুটিংয়ের ফাঁকে এই সেলফি নেওয়া ও পোস্ট করা। সেখানেই এক জনৈক স্বস্তিকাকে উদ্দেশ্য করে মন্তব্য করেন, ‘অভয়ার জন্য এবার আন্দোলনে নামুন’। আর ব্যাপারটা চোখে পড়ে মোটেও এড়িয়ে গেলেন না স্বস্তিকা। এর আগেও তাঁকে ট্রোলে জবাব দিতে গিয়েছে চাঁচাছোলা ভাবে। জবাবে অভিনেত্রী লিখলেন, ‘আপনি কবে কোথায় নামছেন জানাবেন। চলে যাব।’

আরজি কর কাণ্ডে আন্দোলনে নামা নিয়ে স্বস্তিকাকে কম ট্রোলের মুখে পড়তে হয়নি। তবে সেই সময়ও স্বস্তিকা ট্রোলারদের যোগ্য জবাব দিতে পিছুপা হননি। কখনও ধর্নায় বসা নিয়ে, কখনও বা হাসিমুখে সেলফি তোলা নিয়ে বারবার সমালোচিত হয়েছেন অভিনেত্রী। কিন্তু সবকিছুর পাল্টা জবাব দিয়েছিলেন স্বস্তিকা। এমনিতে ইন্ডাস্ট্রিতে ঠোঁটকাটা নামেই পরিচিত তিনি। অন্যায়ের প্রতিবাদ স্বস্তিকা সব সময়ই করে থাকেন। তবে আরজি কর নিয়ে সেরকম কোনও পোস্ট বা লেখা তাঁর পেজে আর দেখা যায় না। 

Advertisement

অভিনয়ের পাশাপাশি স্বস্তিকার ব্যক্তিগত জীবন সব সময়ই চর্চিত। এখনও স্বামীর সঙ্গে ডিভোর্স মামলা ঝুলে রয়েছে আদালতে। মেয়ে অন্বেষাকে নিয়েই স্বস্তিকার ছোট্ট সংসার। মাঝে মাঝে কাজের সূত্রে তাঁকে মুম্বই পাড়ি দিতে হয়। স্বস্তিকা ইতিমধ্যেই টলিউডের গণ্ডি পেরিয়ে হিন্দি ইন্ডাস্ট্রিতেও তাঁর ছাপ ফেলেছেন। 

 

Read more!
Advertisement
Advertisement