স্পষ্ট কথা সোজাসুজি বলতে ভালোবাসেন বলে হামেশায় চর্চায় থাকেন স্বস্তিকা মুখোপাধ্যায়। বিশেষ করে তাঁর ব্যক্তিগত জীবনকে নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। ট্রোল-কটাক্ষের শিকার বরাবরই হয়েছেন অভিনেত্রী আর সেটার যোগ্য জবাবও দিয়েছেন তিনি। সম্প্রতি স্বস্তিকা তাঁর প্রেম জীবন নিয়ে অকপটে সব জানিয়েছিলেন। তিনি বলেছিলেন এখনও পর্যন্ত তিনি ৬টি সম্পর্কে জড়িয়েছেন আর সেগুলি স্বস্তিকার জীবনে বেশ গুরুত্ব পেয়েছে। তবে সম্প্রতি আর একটি সাক্ষাৎকারে স্বস্তিকা বলেছেন তিনি নাকি ৬০০টি প্রেম করেছেন। আর তা নিয়েই তোলপাড় টলিউড।
আসলে একমাস আগের এক সাক্ষাৎকারে স্বস্তিকা বলেছিলেন তিনি জীবনে ৬টি প্রেম করেছেন। আর তা শুনে নেটিজেনদের একাংশ রে রে করে ওঠেন। আসলে তাঁরা মানতে নারাজ স্বস্তিকার ৬টি প্রেম। তাঁরা অনুমান করে নিয়েছেন যে স্বস্তিকা আরও বেশি সম্পর্কে জড়িয়েছেন। তাঁদের সেই চর্চাকে ব্যাঙ্গ করে স্বস্তিকা এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে তাঁর ভুল হয়ে গিয়েছে, ৬টা নয় বরং তাঁর ৬০০ বলা উচিত ছিল। স্বস্তিকা বলেন, 'ভুল বলেছিলাম, আমায় ক্ষমা করে দেবেন। ৬টা নয় ৬০০ বলা উচিত ছিল। আমি ভুল হিসেব দিয়েছিলাম। মানুষ ৬টা শোনার পর যেভাবে তেড়ে এল যে ৬টা সম্পর্ক, ভুল করে ফেলেছি আমি। অভিনেত্রী আরও বলেন, জীবনে ১ টা প্রেম হওয়া উচিত। আমারা তো সবাই সাধু। একটা সম্পর্কই হওয়া উচিত, জন্মে যার সঙ্গে প্রেম তাকেই বিয়ে করা উচিত, বাকি জীবনটাও এভাবে কাটানো উচিত ছিল, এটা করতে পারিনি আমার ভুল।'
স্বস্তিকা এরপর নিজের বোল্ড অবতরণ ধারণ করে স্পষ্ট করে বলেন, 'কেওড়াতলা যাওয়ার আগে ৬০০-তে আরও একটি শূন্য যোগ করতে চাই, ওটাই আমার ফোকাস। অর্থাৎ স্বস্তিকা বলেন যে তিনি ৬০০০ জনের সঙ্গে প্রেম করতে চান।' এরপর অভিনেত্রী বলেন, 'আমার জীবন, যদি আমার মনে হয় যে আমি ৬০০০ জন মানুষকে ভালোবাসা জ্ঞাপন করব, বেশ করব। আমি তো বলছি না যে আমি ৬টা লোককে মারব, খুন করব, তাঁদের গলা চিরে রক্ত খাব বা তাঁদের ধর্ষণ করব, বা তাঁদের সঙ্গে জালিয়াতি করব বা তাঁদেরকে কাজ করিয়ে পয়সা দেব না বা তাঁদের কাজ কেড়ে নেব। আমাদের আশেপাশে সমাজে তো এগুলোই হচ্ছে। প্রেম করব তাতেও মানুষের সমস্যা। তাহলে যা হচ্ছে আশেপাশে তাই হোক।'
প্রসঙ্গত, স্বস্তিকা তাঁর প্রেম নিয়ে বরাবরই স্পষ্টভাবে কথা বলেছেন। কোনও রাখঢাক রাখেননি। এমনকী জিতের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ সিরিয়াস গোছের ছিল সে কথাও তিনি অকপটে স্বীকার করেছেন। আর জিতের সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে আজও স্বস্তিকার মেয়ে ও বোন তাঁকেই দায়ি করেন। আপাতত সিঙ্গল লাইফ স্বস্তিকার। মেয়ে অন্বেষা ও পোষ্যদের নিয়ে দিব্যি দিন কাটছে তাঁর।