Advertisement

Srijit-Swastika: 'ওঁর হাসপাতালে যাওয়াটাই স্বাভাবিক', সৃজিতকে নিয়ে কেন এমন বললেন স্বস্তিকা?

Srijit-Swastika: একসময় চুটিয়ে প্রেম করতেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়। দুই মুখার্জির সম্পর্কের কথা টলিউডে ওপেন সিক্রেটই ছিল। তবে সম্পর্ক পরিণতি পাওয়ার আগেই পরিচালকের সঙ্গে প্রেম ভাঙে অভিনেত্রীর। তবে সেইসব কথা এখন অতীত।

সৃজিত-স্বস্তিকাসৃজিত-স্বস্তিকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 May 2025,
  • अपडेटेड 12:52 PM IST
  • একসময় চুটিয়ে প্রেম করতেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়।

একসময় চুটিয়ে প্রেম করতেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়। দুই মুখার্জির সম্পর্কের কথা টলিউডে ওপেন সিক্রেটই ছিল। তবে সম্পর্ক পরিণতি পাওয়ার আগেই পরিচালকের সঙ্গে প্রেম ভাঙে অভিনেত্রীর। তবে সেইসব কথা এখন অতীত। বর্তমান দিনে দুই তারকাই একে-অপরের খুব ভাল বন্ধু। গত বছরই সৃজিতের টেক্কা ছবিতে দেখা গিয়েছিল স্বস্তিকাকে। অভিনেত্রী তাঁর প্রাক্তনদের নিয়ে সব সময়ই খোলামেলা কথা বলতে পছন্দ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বস্তিকা জানিয়েছেন যে তিনি তাঁর প্রাক্তনকে কী পরামর্শ দিতে চান। 

স্বস্তিকা সেই সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি সৃজিতকে জিজ্ঞেস করতে চান যে কবে তিনি একটু শাক-সবজি খাবেন আর রেড মিট থেকে নিজেকে দূরে রাখবেন। অভিনেত্রীর কথায় সৃজিত ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারে নাকি রেডমিট খেয়ে থাকেন। শুধু তাই নয়, সৃজিত নাকি বেশি খান। স্বস্তিকা বলেন, আমার এত জায়গায় সৃজিতের সঙ্গে দেখা হয়েছে, ইভেন্টে, ছবির প্রমোশনে, শ্যুটিংয়ে, ব্যক্তিগতভাবে, কোনও সময় দেখলাম না একটা মানুষকে ফল খেতে, কোনও সময় দেখলাম না ডাল খেতে, কোনও সময় দেখলাম না শাক-সবজি খেতে। একটা মানুষ শুধু মাংস খায়। তাঁর হাসপাতালে যাওয়াটাই স্বাভাবিক। 

স্বস্তিকা আরও জানান যে সৃজিত কোনও নিরামিষ খাবার খান না। এমনকী অভিনেত্রী পরিচালককে জলও খুব একটা খেতে দেখেননি। অভিনেত্রী জানিয়েছেন যে সৃজিত শুধুই মাংস খায়। চিকেনটাও তিনি শাক-সবজি হিসাবেই খান। পরিচালকের হাসপাতালে যাওয়াটাই স্বাভাবিক বলে মনে করছেন স্বস্তিকা। তিনি অসুস্থ না হলে নায়িকা খুব অবাকই হতেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েন পরিচালক সৃজিত। বেশ কয়েকদিন হাসপাতালেও ভর্তি ছিলেন। তারপর ফিরে এসে সৃজিত চিকেন স্ট্যু-এর ছবি পোস্ট করেন। 

স্বস্তিকার তাঁর স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বহু তারকার সঙ্গেই সম্পর্কে জড়িয়েছিলেন। যার মধ্যে অন্যতম ছিলেন পরিচালক সৃজিত। সৃজিত মুখোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি এক সময়। সৃজিতের রাজকাহিনী-তে কাজ পাওয়া নিয়ে পরিচালকের সঙ্গে স্বস্তিকার মনোমালিন্যর কারণেই প্রেম ভাঙে তাঁদের। এই নিয়ে নিজের এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেত্রী। এখন অবশ্য নিজেকে সিঙ্গল বলেই দাবি করেন নায়িকা। মেয়ে অন্বেষাকে নিয়ে সুখের জীবন তাঁর।      

Advertisement

Read more!
Advertisement
Advertisement