Advertisement

Rachna Banerjee: ছেলের জন্মদিনে রচনার আদুরে পোস্ট, কত বড় হল?

Rachna Banerjee: ছেলেকে চোখে হারান রচনা বন্দ্যোপাধ্যায়। ছেলে রৌনক তথা প্রণীল অন্ত প্রাণ সাংসদ-অভিনেত্রীর। ছেলের কারণেই বড়পর্দাকে খুব তাড়াতাড়ি বিদায় জানান রচনা। এখন অবশ্য বেশ কয়েক বছর ধরে তাঁকে দিদি নম্বর ১-এ সঞ্চালিকার ভূমিকায় দেখা যাচ্ছে।

ছেলের সঙ্গে রচনাছেলের সঙ্গে রচনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jul 2025,
  • अपडेटेड 10:42 AM IST
  • ছেলেকে চোখে হারান রচনা বন্দ্যোপাধ্যায়।

ছেলেকে চোখে হারান রচনা বন্দ্যোপাধ্যায়। ছেলে রৌনক তথা প্রণীল অন্ত প্রাণ সাংসদ-অভিনেত্রীর। ছেলের কারণেই বড়পর্দাকে খুব তাড়াতাড়ি বিদায় জানান রচনা। এখন অবশ্য বেশ কয়েক বছর ধরে তাঁকে দিদি নম্বর ১-এ সঞ্চালিকার ভূমিকায় দেখা যাচ্ছে। গত বছরই হুগলির সাংসদ পদে নির্বাচিত হয়েছেন তিনি। অভিনয়, রাজনীতি সব সামলেও ছেলেকে সময় দিতে একদম ভোলেন না। বলা চলে ছেলে প্রণীলের ওপর রয়েছে রচনার কড়া নজর। প্রতি বছরই ছেলের জন্মদিন পালন করে থাকেন রচনা কাছের মানুষদের নিয়ে। তবে এই বছর একটু বিশেষ, কারণ ছেলে প্রণীল বসু ১৮ বছরে পা দিল। 

রবিবার ছিল রচনা-পুত্রের জন্মদিন। আর এইদিন সঞ্চালিকা-সাংসদ ছেলের ছোট থেকে বড় হয়ে ওঠা, মা-ছেলের কাটানো মুহূর্তের টুকরো টুকরো ছবি ভিডিও কোলাজে তুলে ধরেন। ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রচনা লেখেন, আমার সে দিনের ছোট্ট ছেলেটা আজ আমার বন্ধু। আমাদের আদরের পুত্র, যেন চোখের নিমেষে বড় হয়ে গেল। তুমি এখন অফিশিয়ালি একজন প্রাপ্তবয়স্ক। ১৮ বছরে পা দিয়েছো। তুমি আমাদের জীবন আনন্দে ভরিয়ে দিয়েছো। তোমার আগামীর প্রতিটা মুহূর্ত দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। তিনি লিখেছেন, ‘মনে রেখো প্রতিটি বড় সাফল্য আসে অনেক চেষ্টার পর। জীবনে এগিয়ে যাও এবং এমন কিছু করার চেষ্টা করো যাতে এই পৃথিবীতে নিজের একটা ছাপ রেখে যেতে পারো। তোমাকে নিয়ে আমি গর্বিত এবং এই পৃথিবীতে সব কিছুর ঊর্ধ্বে আমার জীবনে তোমার স্থান।

২০০৭ সালে জন্মায় রচনা ও প্রবাল বসুর ছেলে প্রণীল তথা রৌনক। ছেলে হওয়ার কিছুদিনের মধ্যেই রচনা তাঁর স্বামীর থেকে আলাদা থাকতে শুরু করেন। তাই বলা চলে সিঙ্গল মাদার হিসাবেই প্রণীলকে বড় করে তুলেছেন রচনা। কাজের যতই ব্যস্ততা থাকুক না কেন, ছেলেকে সময় দিতে তিনি একদম ভুল করেন না৷ ছেলেকে পড়াশুনা করানো থেকে ছেলেকে নিয়ে বেড়াতে যাওয়া, ছেলেই তাঁর জীবনজুড়ে। যদিও খুব একটা লাইমলাইটে আসতে পছন্দ করেন না প্রণীল। এই বছর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছেন রচনা-পুত্র। ইতিমধ্যেই মা-বাবাকে ছাড়িয়ে চলে গিয়েছে প্রণীল। উচ্চশিক্ষার জন্য বাইরে চলে যাবে প্রণীল তাই এই বছরের জন্মদিনটা আরও বিশেষ।   

Advertisement

ছেলের কারণেই রচনা এতদিন রাজনীতিতে আসেনননি। এমনকী বড়পর্দা থেকেও খুব তাড়াতাড়ি বিদায় নেন তিনি। ছোটপর্দায় দিদি নম্বর ১ থেকে ফের কাম্যাক করেন রচনা। সেই জনপ্রিয়তা তুঙ্গে। তিনি টেলিভিশনে রাজত্ব করেন। দিদি নম্বর ১ রিয়্যালিটি শো দেখেননি এমন বাঙালি কমই রয়েছে। শোটি যেমন পছন্দ সকলের, তেমনই শোয়ের হোস্ট রচনাও সকলের চোখের মণি।   

Read more!
Advertisement
Advertisement