Advertisement

Srabanti Chatterjee: 'শান্তি ফিরুক', আজমেঢ় শরিফে শ্রাবন্তী-তনুশ্রী, ছবি দেখে কী বললেন নুসরত

Srabanti Chatterjee: আরজি কর-কাণ্ড নিয়ে টলিউড তারকাদের ভিড়ের মাঝে দেখা গিয়েছিল অভিনেত্রী শ্রাবন্তীকেও। অভিনেত্রী একেবারে নিজের মতন করেই নির্যাতিতার বিচারের দাবি চেয়ে রাস্তায় নেমেছিলেন। সোমবার ছিল আরজি কর-কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি। আর তার আগেই রাজস্থানের আজমেঢ় শরিফ দরগায় ন্যায়বিচারের প্রার্থনা নিয়ে হাজির শ্রাবন্তী।

আজমেঢ় শরিফে শ্রাবন্তী-তনুশ্রী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Sep 2024,
  • अपडेटेड 4:20 PM IST
  • আরজি কর-কাণ্ড নিয়ে টলিউড তারকাদের ভিড়ের মাঝে দেখা গিয়েছিল অভিনেত্রী শ্রাবন্তীকেও।

আরজি কর-কাণ্ড নিয়ে টলিউড তারকাদের ভিড়ের মাঝে দেখা গিয়েছিল অভিনেত্রী শ্রাবন্তীকেও। অভিনেত্রী একেবারে নিজের মতন করেই নির্যাতিতার বিচারের দাবি চেয়ে রাস্তায় নেমেছিলেন। সোমবার ছিল আরজি কর-কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি। আর তার আগেই রাজস্থানের আজমেঢ় শরিফ দরগায় ন্যায়বিচারের প্রার্থনা নিয়ে হাজির শ্রাবন্তী। তবে নায়িকা একা নন, আরও এক টলি সুন্দরীকে দেখা গেল শ্রাবন্তীর সঙ্গে। তনুশ্রী চক্রবর্তীও গিয়েছেন আজমেঢ় শরিফে। সেখান থেকেই ছবি পোস্ট করেন দুই অভিনেত্রী। 

শ্রাবন্তী পরেছিলেন গোলাপি রঙের সালোয়ার কামিজ, মাথায় গোলাপি ওড়না। হাতে দরগায় চড়ানোর ফুল ও সবুজ কাপড়। তনুশ্রী পরেছিলেন পিচ রঙের সালোয়ার কামিজ। দুই অভিনেত্রী মিলে আজমেঢ় শরিফে ফুল ও কাপড় চড়ালেন। দরগায় গিয়ে তিলোত্তমার ন্যায়বিচার চাইলেন শ্রাবন্তী-তনুশ্রীরা। প্রসঙ্গত, শ্রাবন্তী ও তনুশ্রীকে দেখা গিয়েছিল নির্যাতিতার বিচারের দাবিতে পথে নামতে। আর জি কর-কাণ্ডের একমাস পেরিয়ে গেলেও এখনও বিচার পায়নি নিহত চিকিৎসকের মা-বাবা। ইতিমধ্যেই শহর জুড়ে চলছে প্রতিবাদ-আন্দোলন। 

দুই অভিনেত্রী সম্ভবত শুটিংয়ের খাতিরেই রয়েছেন রাজস্থানে। কিন্তু সেখানে গিয়ে কাজের মাঝেও ন্যায়বিচার চাইতে ভুলে গেলেন না। শ্রাবন্তীর শেয়ার করা ছবিতেই দেখা গেল সেই দৃশ্য। মাথায় ওড়না দিয়ে কখনও প্রার্থনা করে সুতো বাঁধলেন শ্রাবন্তী আবার কখনও বা তনুশ্রীর সঙ্গে ফুলের ডালি হাতে দেখা গেল তাঁকে। আজমেঢ় শরিফে প্রার্থনা করে দুই টলিউড অভিনেত্রী সেলফিও তুললেন। সেসব ছবি শেয়ার করেই শ্রাবন্তী লিখলেন, শান্তি ফিরুক। ন্যায়বিচারের জন্য প্রার্থনা করলাম। শ্রাবন্তীর এই ছবিতে কমেন্ট করেছেন নুসরত জাহান। তিনি লিখেছেন, আমাকে ছেড়ে? বাবা যেন আমাদের শান্তিতে রাখেন।  

তাঁকে দেখা যেতে চলেছে দেবী চৌধুরানীর ভূমিকায়। লড়াকু এক মহিলা স্বাধীনতা সংগ্রামী হিসেবে পর্দায় আসছেন তিনি। এর জন্য শ্রাবন্তীকে শিখতে হয়েছে লাঠি চালানো, ঘোড়ায় চড়া, তরোয়া চালানো সহ একাধিক বিষয়। কঠোর পরিশ্রমও করতে দেখা গিয়েছে শ্রাবন্তীকে। প্রসঙ্গত, অভিনেত্রী তাঁর বাড়িতে গণেশ পুজো করেছেন। গত বছর থেকেই শুরু করেন গণেশ পুজো। উল্লেখ্য, শ্রাবন্তীর জীবনেও অনেক কিছু ঘটে গিয়েছে। তিনিও মানুষের রোষানলে পড়েছেন। বিয়ের কারণে অনেকেই তাঁকে নানাভাবে কটাক্ষ করেছেন। কিন্তু, তিনি থেমে থাকেননি। বরং এগিয়ে গিয়েছেন। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement