টলিপাড়ার বিতর্কিত নায়িকাদের মধ্যে অন্যতম নুসরত জাহান। যিনি কোনও না কোনও বিষয় নিয়ে সর্বদাই আলোচনার কেন্দ্রে থাকেন। মুসলিম হলেও নুসরত সব ধর্মে বিশ্বাসী। দুর্গাপুজো থেকে ইদ সবটাই তিনি পালন করেন নিষ্ঠাভরে। যদিও এই নিয়ে তিনি কম কটাক্ষের মুখে পড়েননি। এবার জন্মাষ্টমীর দিন বাড়িতে শ্রী কৃষ্ণের আরাধনা করতেই নায়িকার দিকে তেড়ে এল একের পর এক কটাক্ষ।
যশ ও নুসরত দুজনেই তাঁদের বাড়িতে এই বছর জন্মাষ্টমীর পুজোর আয়োজন করেছিলেন। লাল কাপড়ে সাজানো শ্রী কৃষ্ণ, পাশে দোলনায় দুলছেন গোপাল ঠাকুর। পুজোর জায়গা সাজানো ফুল দিয়ে, সামনে থরে থরে মিষ্টি, ভোগ। সেই জায়গায় বসে ছবি তুলেছেন নুসরত। এ দিন ছাইরঙা শাড়িতে সেজেছিলেন নায়িকা। ছবি পোস্ট হতেই ট্রোলড নুসরত। মুসলিম হয়েও হিন্দুদের উৎসবে অংশ কেন নিয়েছেন তিনি, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে। কেউ লেখেন, এত ঘটা করে ইদও পালন করতে দেখিনা। আবার কেউ লেখেন মুসলিম জাতির কলঙ্ক। আবার কেউ বলেন, আপনি কি মুসলিম নন।
এরই সঙ্গে আবার কেউ নুসরতকে বলেন, জন্মাষ্টমীতে ঠাকুরকে ব্লার করে নিজেকে দেখাচ্ছে। যদিও এইসব ট্রোল-কটাক্ষ নিয়ে একেবারেই পরোয়া করেন না নায়িকা। তিনি রোজা রেখে যেমন ইদ মানেন তেমনি জন্মাষ্টমী বা দুর্গাপুজোতে অঞ্জলিও দেন। সব ধর্মকে সমান নজরেই দেখেন নুসরত। গত বছর দশমীতে সিঁদুর খেলা ও সিঁথিতে সিঁদুর পরা নিয়েও ট্রোলের মুখে পড়েছিলেন তিনি। কিন্তু সেই সময়ও ট্রোলিংকে বিশেষ পাত্তা দেননি নুসরত। জন্মাষ্টমীর দিন যশকেও ছবি পোস্ট করতে দেখা গিয়েছে।
কিছুদিন আগেও যশ-নুসরতের সম্পর্কে দুরত্ব তৈরি হয়েছে এই নিয়ে তোলপাড় ছিল টিনসেল টাউন। আড়ি মুক্তির পরই নাকি তাঁদের সম্পর্কে চিড় ধরেছিল। এমনকী সেই সময় আলাদাই থাকছিলেন যশ-নুসরত। দুজনের মধ্যে সব ঠিকঠাক হয়ে গিয়েছে শোনা গেলেও দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছিল না। জন্মাষ্টমীর দিন দুজনের ছবি সেই ধোঁয়াশা কাটিয়ে দিল। যদিও দুজনকে একসঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায়নি। তবে বাড়ির জন্মাষ্টমীতে যশ-নুসরতকে একসঙ্গে দেখে খুশি তাঁর ভক্ত-অনুরাগীরা।