
বাণিজ্যিক ছবি থেকে অন্য ধারার ছবিতে নিজেকে প্রমাণ করেছেন দেব। টলিপাড়ার সুপারস্টারের তকমা তাঁকে এমনি এমনি দেওয়া হয়নি। অ্যাকশন হিরো থেকে 'চাঁদের পাহাড়'-এর 'শঙ্কর' হোক কিংবা 'রঘু ডাকাত'-এর রঘু, দেব বারংবার নিজের সঙ্গেই নিজের চ্যালেঞ্জে নেমেছেন এবং জয়ীও হয়েছেন। এই মুহূর্তে বাংলা ফিল্ম দুনিয়ায় দেবের সব ছবি মোটামুটি হিটের তালিকায়। সুপারস্টারের এই উত্থান সত্যিই চোখে পড়ার মতো। বলিউডে যেমন সেরা পাঁচ ছবির তালিকায় নাম রয়েছে শাহরুখ খান, সানি দেওল, প্রভাসের মতো নায়কদের, বাংলার তালিকাটা কিন্তু একেবারে আলাদা। সর্বকালের সেরা পাঁচে শুধুই অভিনেতা-সাংসদ দেব-এর জয়জয়কার। জিৎ থেকে প্রসেনজিৎ, কারও ছবিই নেই সেরা পাঁচে।
বাংলা ছবির একাধিক বক্স অফিসের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেবের 'আমাজন অভিযান' সর্বোচ্চ আয়কারী বাংলা সিনেমা। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি 'চাঁদের পাহাড়'-এর সঙ্গে মিল রেখে ২০১৭ সালে এই 'আমাজন অভিযান' তৈরি করা হয়। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় এই ছবি তৈরি করার সময় ভাবতেও পারেননি যে এটা এখনও পর্যন্ত সর্বোচ্চ আয়কারী বাংলা সিনেমা হিসাবে বিবেচিত হবে। জঙ্গলে অ্যাডভেঞ্চার করার এই ছবিতে দর্শকেরা এক অন্য ধরনের দেবকে খুঁজে পান। একেবারেই অন্য ধাঁচের এই সিনেমায় বক্স অফিসে আয় করেছিল প্রায় ৫০ কোটি টাকা (৪৮.৭০ কোটি)। যা এ পর্যন্ত কোনও বাংলা ছবি এত আয় করতে পারেনি।
দ্বিতীয় নম্বরে রয়েছে সেই দেবেরই ছবি 'খাদান', যা গত বছর মুক্তি পায়। এই ছবিতে দেব ও ইধিকা পালের জুটি দর্শকদের মন জয় করতে খুব একটা বেশি সময় নেয় না। গত বছর বড়দিনের আগেই এই ছবি মুক্তি পায়। অবশ্য তার আগে ছিল ধুন্ধুমার প্রচার পর্ব। যা বুঝিয়ে দিয়েছিল এই ছবি অবশ্যই হল ভরাবে। মুক্তির প্রথম দিন থেকেই হাউসফুল ছিল এই ছবি। আমাজন অভিযান-এর পর দেবের এই ছবিও বাংলা সিনেমার বক্স অফিসে সর্বোচ্চ আয়কারী দ্বিতীয় ছবি, যা আয় করেছিল ২৫ কোটি টাকা।
২০১৩ সালে মুক্তি পাওয়া কমলেশ্বর মুখোপাধ্যায়ের 'চাঁদের পাহাড়' বক্স অফিসে সর্বোচ্চ আয়কারী তৃতীয় ছবি। এই ছবিতে সকলের প্রিয় শঙ্কর চরিত্রে দেবকে খুব সুন্দর মানিয়ে গিয়েছিল। যদিও দেবের বাংলা উচ্চারণ নিয়ে সেই সময় কম কটাক্ষ হয়নি। কিন্তু এইসব ট্রোল-কটাক্ষ সত্ত্বেও দেবের এই ছবি বক্স অফিসে আয় করে ২২.৫০ কোটি টাকা। প্রসঙ্গত, এর পরের সব কটি ছবি, যেগুলো বক্স অফিসে কাঁপিয়ে আয় করেছে, তা সবকটি দেবেরই ছবি। তালিকায় রয়েছে প্রজাপতি, পাগলু, পরাণ যায় জ্বলিয়া রে, চ্যাম্প ইত্যাদি।