
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজকে নিয়ে টলিপাড়ায় চর্চা কম নেই। তাঁদের প্রেম থেকে বিয়ে সব নিয়েই আলোচনা প্রায়ই হতে থাকে। কিন্তু এত সবের মধ্যেই তাঁদের প্রেমে কিন্তু ভাঁটা পড়েনি। এখন এই দম্পতির সময় কাটে ছোট্ট কৃষভিকে সঙ্গে নিয়ে। গত বছরের নভেম্বরেই শ্রীময়ী জন্ম দেন মেয়েকে। সোশ্যাল মিডিয়ায় কাঞ্চন ও শ্রীময়ী তাঁদের ব্যক্তিগত জীবনের ঝলক তুলে ধরেন প্রায়ই। আর এবার দেখা গেল কাঞ্চনকে কোলে তুলে নিলেন শ্রীময়ী।
এমনিতে সোশ্যাল মিডিয়ায় কাঞ্চনের ওজন কম আর শ্রীময়ীর বেশি ওজনের জন্য প্রায়ই কটাক্ষ শুনতে হয়। কিন্তু সেই ট্রোল- বা খারাপ মন্তব্যের প্রভাব একেবারেই এসে পড়ে না কাঞ্চন-শ্রীময়ীর ব্যক্তিগত জীবনে। সম্প্রতি কাঞ্চন ও শ্রীময়ী এসেছিলেন দিদি নম্বর ১ শোয়ে। আর সেখানেই সকলের সামনে কাঞ্চনকে সটান কোলে নিয়ে নেন শ্রীময়ী। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। কালো রঙের স্লিভলেস ব্লাউজ ও সঙ্গে একই রঙের শাড়ি পরেছিলেন শ্রীময়ী। আর কাঞ্চন পরেছিলেন চেক কোর্ট আর শার্ট-প্যান্ট।
দিদি নম্বর শো-তে এসে প্রজাপতি ২-এর গানে নাচছিলেন এই তারকা দম্পতি। আর নাচতে নাচতে হঠাৎই কাঞ্চনকে কোলে তুলে নেন শ্রীময়ী। তৃণমূল বিধায়ক তথা অভিনেতা নিজেও প্রস্তুত ছিলেন না এরকম একটা মুহূর্তের জন্য। কাঞ্চনের মুখ দেখেই বোঝা যাচ্ছে স্ত্রীর এমন কাণ্ডে বেশ হতবাক তিনি। যদিও এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হাসির রোল উঠেছে।
সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় থাকেন কাঞ্চন-পত্নী শ্রীময়ী চট্টরাজ। জীবনের ছোট-বড় মুহূর্তগুলিকে তিনি শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। গত বছরের মার্চেই অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গে বিয়ে সেরেছেন অভিনেত্রী। আর সেই বছরেই তাঁদের কোলে আসে ছোট্ট কৃষভি। কাঞ্চন চুটিয়ে অভিনয় করলেও শ্রীময়ী এতদিন অভিনয় থেকে দূরেই ছিলেন তিনি। তবে সম্প্রতি ছোটপর্দায় কামব্যাক করেছেন শ্রীময়ী। কৃষভিকে বাড়িতে ছেড়েই এখন শ্যুটিংয়ে যেতে হয় তাঁকে।
কাঞ্চন-শ্রীময়ীর ভালোবাসা কোনও সিনেমার গল্পের চেয়ে কম কিছু নয়। কাঞ্চনের দুটো ডিভোর্সের পর শ্রীময়ী তাঁর তৃতীয় স্ত্রী। তবে তাঁদের মধ্যে প্রেম বেশ মাখো মাখো। কাঞ্চনের চেয়ে শ্রীময়ী বয়সে অনেক ছোট, কিন্তু তা বলে সেটা নিয়ে কখনও চিন্তিত ছিলেন না তাঁরা। কিছুদিন আগেই কাঞ্চনের সঙ্গে শ্রীময়ীর একান্তে কাটানো মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই কটাক্ষের শিকার হন তারকা দম্পতি।